কেশপুর, 12 মে : ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর গুলিতে জখম হন এক তৃণমূল কর্মী । এই ঘটনা অস্বীকার করেছেন ভারতী । বলেন, "আমার নিরাপত্তারক্ষী CISF-র লোক । তাঁদের কাছে AK-47 আছে । AK-47-র গুলি লাগলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় । ওরাই (তৃণমূল কর্মী) গুলি চালিয়েছে ।"
দোগাছিয়ায় ভারতী ঘোষের গাড়িতে ভাঙচুরের পর এলাকা ছাড়েন তিনি । কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে ফের এই এলাকায় ফিরে আসেন । ফেরত গেলে ভারতী ঘোষকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী- সমর্থকরা । ফের তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গুলি চালান ভারতী ঘোষের দেহরক্ষীরা । জখম হন এক তৃণমূল কংগ্রেস কর্মী । তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ।