ETV Bharat / state

আমাকে মিথ্যা কেস দিয়ে নিজেরা আসল সোনা কেসে ফেঁসে গেছে : ভারতী

CID-র নোটিশকে উপেক্ষা করেই আজ ভারতী ঘোষ নির্বাচনী প্রচারে বের হন । তিনি প্রচারে বেরিয়ে বলেন, "ভারতী ঘোষকে একটা মিথ্যা কেস দিয়ে, যারা আসল সোনা নিয়ে ডিল করে তারা ফেঁসে গেছে। এখন তদন্ত হচ্ছে । কয়েকদিনের মধ্যেই সত্যটা বেরোবে ।"

ভারতী ঘোষ
author img

By

Published : Apr 20, 2019, 11:19 PM IST

Updated : Apr 20, 2019, 11:58 PM IST

ঘাটাল, 20 এপ্রিল : CID-র নোটিশকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচার সারলেন ঘাটাল লোকসভাকেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । আজ সকালে দাসপুর ও ঘাটালে প্রচার করেন তিনি ।

শুনুন বক্তব্য

গতকাল সকাল থেকে সন্ধে পর্যন্ত টানা সাড়ে আট ঘণ্টা CID জেরা করে ভারতীকে । আজও CID-র তরফে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ছিল । কিন্তু তা হয়নি । 22 তারিখ সকাল 10 টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ি যাবে CID । এই নোটিশ ভারতীকে দেওয়া হয়েছে । নির্বাচনী প্রচারের জন্য গতকালই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করার কথা বলেছিলেন ভারতী । কিন্তু এই নোটিশে CID-র তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে যখন বলা হবে তখনই তাদের সামনে হাজির হতে হবে না হলে সুপ্রিম কোর্টে জানানো হবে । তিনি পালটা অভিযোগও করেন, এতে তাঁর নির্বাচনী প্রচারে বাধা পড়ছে । এইসব উপেক্ষা করেই তিনি আজ প্রচারে বের হন ।

প্রচারে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, "ধর্মের কল বাতাসে নড়ে । যে অন্যায় করে তার ফল তাকে এই জীবনেই মিটিয়ে যেতে হয় । আজ যারা আমাকে একটা মিথ্যা সোনা কেস দিয়েছে তারা একটা আসল সোনা কেসে ফেঁসে গেছে । আজ কাস্টমস ডাকছে, সুপ্রিম কোর্ট অবজ়ারভেশন পাশ করছে । এটা অনেক দূর পর্যন্ত যাবে । আসল সোনা নিয়ে যারা ডিল করে তারা আজ ফেঁসে গেছে। আজকে তদন্ত হচ্ছে । কয়েকদিনের মধ্যেই সত্যটা বেরোবে ।"

ঘাটাল, 20 এপ্রিল : CID-র নোটিশকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচার সারলেন ঘাটাল লোকসভাকেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । আজ সকালে দাসপুর ও ঘাটালে প্রচার করেন তিনি ।

শুনুন বক্তব্য

গতকাল সকাল থেকে সন্ধে পর্যন্ত টানা সাড়ে আট ঘণ্টা CID জেরা করে ভারতীকে । আজও CID-র তরফে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ছিল । কিন্তু তা হয়নি । 22 তারিখ সকাল 10 টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ি যাবে CID । এই নোটিশ ভারতীকে দেওয়া হয়েছে । নির্বাচনী প্রচারের জন্য গতকালই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করার কথা বলেছিলেন ভারতী । কিন্তু এই নোটিশে CID-র তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে যখন বলা হবে তখনই তাদের সামনে হাজির হতে হবে না হলে সুপ্রিম কোর্টে জানানো হবে । তিনি পালটা অভিযোগও করেন, এতে তাঁর নির্বাচনী প্রচারে বাধা পড়ছে । এইসব উপেক্ষা করেই তিনি আজ প্রচারে বের হন ।

প্রচারে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, "ধর্মের কল বাতাসে নড়ে । যে অন্যায় করে তার ফল তাকে এই জীবনেই মিটিয়ে যেতে হয় । আজ যারা আমাকে একটা মিথ্যা সোনা কেস দিয়েছে তারা একটা আসল সোনা কেসে ফেঁসে গেছে । আজ কাস্টমস ডাকছে, সুপ্রিম কোর্ট অবজ়ারভেশন পাশ করছে । এটা অনেক দূর পর্যন্ত যাবে । আসল সোনা নিয়ে যারা ডিল করে তারা আজ ফেঁসে গেছে। আজকে তদন্ত হচ্ছে । কয়েকদিনের মধ্যেই সত্যটা বেরোবে ।"

লকেটের বাড়ি ভাঙচুর।বিজেপি কর্মিদের।।আজ হুগলি মোর থেকে প্রচারে বেরিয়ে যে সব জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে না যাওয়ায় ক্ষোভ।প্রচারের মাঝ পথে বাড়ি ফিরে আসেন লকেট।ব্যান্ডেল গ্রীন পার্কে যে বাড়িতে থাকছেন লকেট সেই বাড়িতে চরাও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মিরা,তছনছ করে দেয় ঘর।খবর পেয়ে ঘটাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ।লকেটের অভিযোগ তৃনমূল এই কাজ করেছ।অনেকদিন থেকেই তার বাড়ি টার্গেট করা হচ্ছিল।তৃনমূল বলছে নিজেদের দ্বন্দ্ব ঢাকতে আষাঢ়ে গল্প ফাঁদছেন বিজেপি প্রার্থী।।।
Last Updated : Apr 20, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.