মেদিনীপুর, 13 এপ্রিল : নির্বাচনী প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ সেখানে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরা ৷
ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া ও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য় করায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন ৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেন মমতা ৷ এবং তাঁকে অনুসরণ করে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পক্ষ থেকে ধর্না মঞ্চ করা হয় ৷ সেই মঞ্চে অবস্থান করেন তৃণমূলের জেলা নেতারা। মঞ্চে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি প্রাক্তন বিধায়ক দীনেন রায়, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, মানস ভুঁইয়া, যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সৌরভ বসু প্রমুখ।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : দিলীপ
আজকের সভামঞ্চ থেকে কমিশনকে একহাত নেন তৃণমূল নেতারা ৷ নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট এবং দালাল বলে কটাক্ষ করেন। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "এই নির্বাচনে কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। কেন্দ্র বাহিনী তাদের প্ররোচনায় পা দিয়ে সাধারণ মানুষকে মারধর করছে এবং ভোট লুট করছে।’’
অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "মোদি ও অমিত শাহ বাংলাকে বারুদের স্তূপে পরিণত করেছে ৷ তাই আগামী চার দফা নির্বাচনে বাংলায় শান্তি আনতে বাঙালি বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করতে ঘাসফুল চিহ্নে ভোট দিন ৷ "