ETV Bharat / state

ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা চলছে, অভিযোগ সম্বিত পাত্রর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ৷ সেখানে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে তিনি অভিযোগ করলেন ‘‘ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা ৷ গত 10 বছর ধরে এই খেলা চলছে ৷’’

ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা চলছে, অভিযোগ সম্বিত পাত্রর
ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা চলছে, অভিযোগ সম্বিত পাত্রর
author img

By

Published : Mar 25, 2021, 1:40 PM IST

কলকাতা, 25 মার্চ : নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের স্লোগান ‘খেলা হবে’ ৷ এই স্লোগানের মাধ্যমে কীসের ‘খেলা’র কথা বলছে পশ্চিমবঙ্গের শাসক দল ? বৃহস্পতিবার সকালে এই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সম্বিত পাত্র ৷

এদিন তিনি হাজির হন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷ সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখন তিনি বলেন, ‘‘দিদি বলছেন খেলা হবে ৷ মোদিজি বলছেন বিকাশ হবে ৷’’ এর পর তিনি প্রশ্ন তোলেন, ‘‘এই খেলাটা কী ? এটা কি বাংলার উন্নয়নের খেলা ?’’

অপেক্ষা না করেই প্রশ্নের উত্তরও দিয়ে দেন বিজেপির এই মুখপাত্র ৷ তিনি বলেন, ‘‘একদমই না ৷ ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা ৷ গত 10 বছর ধরে এই খেলা চলছে ৷’’

উল্লেখ্য, বিজেপি বরাবর তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছেন ৷ তাছাড়া শাসক দলের অন্য নেতাদের মতো বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷

কিন্তু অভিষেকের বিরুদ্ধে এই আক্রমণ একেবারে চরমে উঠেছে, গত ডিসেম্বরের মাঝ থেকে ৷ মেদিনীপুর কলেজ ময়দানে যেদিন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তার পর থেকেই অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে গেরুয়া শিবির ৷ শুভেন্দুর বলা ‘ভাইপো’ শব্দটিকে ব্যবহার করেই বিজেপির অন্য নেতারা আক্রমণ করছেন অভিষেককে ৷

সেই আক্রমণকে এদিন একেবারে অন্যমাত্রা দিলেন সম্বিত পাত্র ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চান বলে সরাসরি অভিযোগ করলেন তিনি ৷ আর এই কথা তিনি যখন বললেন, তখন তাঁর পাশে বসে বঙ্গ বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷

এদিন একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন সম্বিত পাত্র ৷ তাছাড়া বিজেপির ইস্তাহারে উল্লেখ থাকা বিষয়গুলিকে ব্যাখ্যা করেন ৷ বিজেপি কীভাবে সোনার বাংলা গড়বে, তার ব্যাখ্যাও দেন তিনি ৷

আরও পড়ুন : শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর প্রধানমন্ত্রী বহিরাগত ? মমতাকে একহাত দিলীপের

একই সঙ্গে তাঁর দাবি, এতদিন নরেন্দ্র মোদি ও অমিত শাহরা বলতেন যে বাংলায় এবার বিজেপির সরকার আসবে ৷ এখন ওপিনিয়ন পোলেও সেই বিষয়টি উঠে আসছে ৷ তাই এবার বাংলায় বিজেপির সরকার নিশ্চিত বলে সম্বিত পাত্রের দাবি ৷

কলকাতা, 25 মার্চ : নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের স্লোগান ‘খেলা হবে’ ৷ এই স্লোগানের মাধ্যমে কীসের ‘খেলা’র কথা বলছে পশ্চিমবঙ্গের শাসক দল ? বৃহস্পতিবার সকালে এই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সম্বিত পাত্র ৷

এদিন তিনি হাজির হন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷ সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখন তিনি বলেন, ‘‘দিদি বলছেন খেলা হবে ৷ মোদিজি বলছেন বিকাশ হবে ৷’’ এর পর তিনি প্রশ্ন তোলেন, ‘‘এই খেলাটা কী ? এটা কি বাংলার উন্নয়নের খেলা ?’’

অপেক্ষা না করেই প্রশ্নের উত্তরও দিয়ে দেন বিজেপির এই মুখপাত্র ৷ তিনি বলেন, ‘‘একদমই না ৷ ভাইপোকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর খেলা ৷ গত 10 বছর ধরে এই খেলা চলছে ৷’’

উল্লেখ্য, বিজেপি বরাবর তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছেন ৷ তাছাড়া শাসক দলের অন্য নেতাদের মতো বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷

কিন্তু অভিষেকের বিরুদ্ধে এই আক্রমণ একেবারে চরমে উঠেছে, গত ডিসেম্বরের মাঝ থেকে ৷ মেদিনীপুর কলেজ ময়দানে যেদিন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তার পর থেকেই অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে গেরুয়া শিবির ৷ শুভেন্দুর বলা ‘ভাইপো’ শব্দটিকে ব্যবহার করেই বিজেপির অন্য নেতারা আক্রমণ করছেন অভিষেককে ৷

সেই আক্রমণকে এদিন একেবারে অন্যমাত্রা দিলেন সম্বিত পাত্র ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চান বলে সরাসরি অভিযোগ করলেন তিনি ৷ আর এই কথা তিনি যখন বললেন, তখন তাঁর পাশে বসে বঙ্গ বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷

এদিন একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন সম্বিত পাত্র ৷ তাছাড়া বিজেপির ইস্তাহারে উল্লেখ থাকা বিষয়গুলিকে ব্যাখ্যা করেন ৷ বিজেপি কীভাবে সোনার বাংলা গড়বে, তার ব্যাখ্যাও দেন তিনি ৷

আরও পড়ুন : শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর প্রধানমন্ত্রী বহিরাগত ? মমতাকে একহাত দিলীপের

একই সঙ্গে তাঁর দাবি, এতদিন নরেন্দ্র মোদি ও অমিত শাহরা বলতেন যে বাংলায় এবার বিজেপির সরকার আসবে ৷ এখন ওপিনিয়ন পোলেও সেই বিষয়টি উঠে আসছে ৷ তাই এবার বাংলায় বিজেপির সরকার নিশ্চিত বলে সম্বিত পাত্রের দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.