নারায়ণগড়, 27 মার্চ : মঞ্চ থেকে বল নিয়ে খেলা শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে খেলা হবে স্লোগানে ভোটের ময়দানে ঝড় তুলেছে তৃণমূল, আজ তা আক্ষরিক অর্থে মঞ্চে দেখা গেল ৷ নারায়ণগড়ের সভামঞ্চে হুইল চেয়ারে বসেই দর্শকাসনের এক মহিলা সামনে ডেকে নিলেন মমতা ৷ তারপর তাঁর দিকে ছুড়ে দিলেন একটি প্লাস্টিকের ফুটবল ৷ বল সেই মহিলা তালুবন্দি করতেই তৃণমূল সুপ্রিমোর উল্লাস, ‘‘ বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট ৷ ’’ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যে ৷ তাই বলাই যায় নারায়ণগড়ের মঞ্চ থেকে খেলা শুরুর ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এক পায়ে শট মেরে বিজেপিকে মাঠের বাইরে পাঠানোর হুমকিও দিলেন তিনি ৷ বললেন, ‘‘এমন শট দেব না, বিজেপি তোমাকে কান মুলে রাজনৈতির মাঠের বাইরে পাঠিয়ে দেব ৷’’ নিজের ভাঙা পায়ের দিকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘‘আমি তো বসে আছি । কী ভাবে খেলব । একজন মা, বোন চলে আসুন । সামনা সামনি বলটা আপনার হাতে তুলে দেব ।’’ তারপর হুইল চেয়ারে বসেই সেই মহিলার দিকে বল ছুড়ে দেন তিনি ৷
নারায়ণগড়ের সভা থেকে ফের একবার বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরুদ্ধে ভোটে অশান্তি ও লুঠের অভিযোগ করেন তিনি ৷ 1 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ সেদিন বাংলাসহ গোটা ভারতের চোখ থাকবে নন্দীগ্রামের দিকে । সম্মুখ সমরে মমতা ও শুভেন্দু ৷ আর দুই হেভিওয়েটের লড়াইয়ে এখন থেকেই তৈরি হতে শুরু করেছে ময়দান । দ্বিতীয় দফার ভোটের আগে নন্দীগ্রামে থাকতে চান মমতা ৷