ETV Bharat / state

নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই, অফিসার বদল নিয়ে আক্রমণ মমতার - তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দাঁতনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্রের সমর্থনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘এখন নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে । বিজেপি যেভাবে ভোট করাতে চাইছে, তাঁরা সেই ভাবে ভোট করাচ্ছে ।’’

পুলিশ আধিকারিক বদল নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার
পুলিশ আধিকারিক বদল নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার
author img

By

Published : Mar 25, 2021, 11:09 PM IST

দাঁতন, 25 মার্চ : নির্বাচনী প্রচারে আজ দাঁতনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে স্বভাবসিদ্ধ ভাষায় বিজেপিকে কটাক্ষ করেন তিনি ৷ একইসঙ্গে একহাত নিলেন নির্বাচন কমিশনকেও ৷ বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে ৷ হেরে যাওয়ার ভয়ে এখন তাঁরা বদলির খেলায় মেতেছে ।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দাঁতনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্রের সমর্থনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘এখন নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে । বিজেপি যেভাবে ভোট করাতে চাইছে, তাঁরা সেই ভাবে ভোট করাচ্ছে । এতে আমাদের অসুবিধা নেই । মা বোনেদের বলব তারা যেন তাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করেন ।’’

পুলিশ আধিকারিক বদল নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার

এছাড়া নির্বাচনের সময় অফিসার বদলি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘ বিজেপি আগেই ম্যাচে হেরে গিয়েছে ৷ তাই তারা নির্বাচন কমিশনকে দিয়ে অফিসারদের বদলির খেলায় মেতে উঠেছে । আমরা জানি বিজেপি নির্বাচন কমিশন কী ষড়যন্ত্র করছে ৷ সবার সব খবরই আমাদের কাছে রয়েছে । তাই বেছে বেছে আমাদের বিভিন্ন অফিসারকে বদলি করেছে । তবে যাদের বদলি করে আনা হয়েছে তারাও আমাদের লোক এটা মনে রাখবেন ।’’

দাঁতনে বক্তব্য রাখার পর হেলিকাপ্টারে মেদিনীপুর শহরের উদ্দেশে রওনা দেন তিনি ৷

দাঁতন, 25 মার্চ : নির্বাচনী প্রচারে আজ দাঁতনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে স্বভাবসিদ্ধ ভাষায় বিজেপিকে কটাক্ষ করেন তিনি ৷ একইসঙ্গে একহাত নিলেন নির্বাচন কমিশনকেও ৷ বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে ৷ হেরে যাওয়ার ভয়ে এখন তাঁরা বদলির খেলায় মেতেছে ।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দাঁতনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্রের সমর্থনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘এখন নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে । বিজেপি যেভাবে ভোট করাতে চাইছে, তাঁরা সেই ভাবে ভোট করাচ্ছে । এতে আমাদের অসুবিধা নেই । মা বোনেদের বলব তারা যেন তাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করেন ।’’

পুলিশ আধিকারিক বদল নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার

এছাড়া নির্বাচনের সময় অফিসার বদলি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘ বিজেপি আগেই ম্যাচে হেরে গিয়েছে ৷ তাই তারা নির্বাচন কমিশনকে দিয়ে অফিসারদের বদলির খেলায় মেতে উঠেছে । আমরা জানি বিজেপি নির্বাচন কমিশন কী ষড়যন্ত্র করছে ৷ সবার সব খবরই আমাদের কাছে রয়েছে । তাই বেছে বেছে আমাদের বিভিন্ন অফিসারকে বদলি করেছে । তবে যাদের বদলি করে আনা হয়েছে তারাও আমাদের লোক এটা মনে রাখবেন ।’’

দাঁতনে বক্তব্য রাখার পর হেলিকাপ্টারে মেদিনীপুর শহরের উদ্দেশে রওনা দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.