ETV Bharat / state

বাপ ব্যাটার অনুমতিতে ঢুকেছিল চটি পরা পুলিশ, বিস্ফোরক মমতা - nandigram land movement

রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷

bengal-election-2021
bengal-election-2021
author img

By

Published : Mar 29, 2021, 9:30 AM IST

নন্দীগ্রাম, 29 মার্চ : 2007 সাল ৷ 14 মার্চ ৷ নন্দীগ্রামের প্রসঙ্গ যতবার উঠে আসে, ততবার এই তারিখটার কথাও যেন একইসঙ্গে উঠে আসে ৷

রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কেমিকেল হাব তৈরির বরাত দেওয়া হল সালেমদের ৷ স্পেশাল ইকোনমিক জ়োনের জন্য বেছে নেওয়া হল নন্দীগ্রাম ৷ 10 হাজার একর জমি অধিগ্রহণ করতে চাইলেন বুদ্ধবাবুরা ৷ রুখে দাঁড়াল নন্দীগ্রাম ৷ তৈরি হল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ৷ স্লোগান উঠল, রক্ত দেব, প্রাণ দেব.. নন্দীগ্রাম দেব না ৷

প্রমাদ গুণল সরকার ৷ ভয়ও পেল ৷ প্রশাসনকে নির্দেশ দেওয়া হল, আন্দোলন ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ৷ হাজার তিনেক পুলিশ দিয়ে ঘিরে ফেলা হল নন্দীগ্রাম ৷ সশস্ত্র পুলিশ ৷ সঙ্গে ছিল পুলিশের উর্দি গায়ে হাওয়াই চটি পরা কিছু মানুষ ৷ শোনা যায়, তাঁরা ছিল সিপিএমের ক্যাডার বাহিনী ৷ তাঁরাও সশস্ত্র ৷ দা-হাঁসুয়া-তির ধনুক হাতে প্রতিরোধ করল নন্দীগ্রাম ৷ সেদিন শাসকদলের রক্তচক্ষুর সামনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 14 জন ৷ আহতের সংখ্যা আরও বেশি ৷ রক্তে লাল হয়ে গিয়েছিল হলদি নদী ৷

আরও পড়ুন : নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার

ভোটের মুখে ফের খবরের শিরোনামে নন্দীগ্রাম ৷ আমনে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ও শুভেন্দু অধিকারী ৷ একসময়ের সঙ্গী আজ প্রতিপক্ষ ৷ সেই নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে 14 মার্চের কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে জানিয়ে দিলেন সেদিন নন্দীগ্রামে চটি পরা পুলিশ ঢোকার খবর ছিল শুভেন্দু ও শিশির অধিকারীর কাছে ৷ তাঁরা অনুমতি না দিলে গ্রামে পুলিশ ঢুকতে পারত না ৷ আকারে ইঙ্গিতে নন্দীগ্রামে সেদিন পুলিশ ঢোকার দায় চাপালেন শুভেন্দু-শিশিরের উপর ৷

মমতা বিস্ফোরক দাবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

গতকাল নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "যারা গুলি চালিয়েছিল আপনাদের মনে আছে ? পুলিশের ড্রেস পরে এসেছিল ৷ নিশ্চয় ভুলে যাননি ৷ হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গিয়েছিল ৷ এবারও সেইসব কেলেঙ্কারি করছে ৷ অনেক বিএসএফ, সিআইএসএফ-এর ড্রেস কিনেছে ৷ আমি চ্যালেঞ্জ করে বলছি ৷ এই বাপ ব্যাটার পারমিশন ছাড়া নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারত না ৷"

1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে সবার নজরে রয়েছে নন্দীগ্রাম ৷ তার আগে মমতার এই বিস্ফোরক দাবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷

নন্দীগ্রাম, 29 মার্চ : 2007 সাল ৷ 14 মার্চ ৷ নন্দীগ্রামের প্রসঙ্গ যতবার উঠে আসে, ততবার এই তারিখটার কথাও যেন একইসঙ্গে উঠে আসে ৷

রাজ্যে তখন বাম সরকার ৷ রব উঠেছে শিল্প চাই, কাজ চাই ৷ ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে রাজ্যে ডেকে আনলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কেমিকেল হাব তৈরির বরাত দেওয়া হল সালেমদের ৷ স্পেশাল ইকোনমিক জ়োনের জন্য বেছে নেওয়া হল নন্দীগ্রাম ৷ 10 হাজার একর জমি অধিগ্রহণ করতে চাইলেন বুদ্ধবাবুরা ৷ রুখে দাঁড়াল নন্দীগ্রাম ৷ তৈরি হল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ৷ স্লোগান উঠল, রক্ত দেব, প্রাণ দেব.. নন্দীগ্রাম দেব না ৷

প্রমাদ গুণল সরকার ৷ ভয়ও পেল ৷ প্রশাসনকে নির্দেশ দেওয়া হল, আন্দোলন ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ৷ হাজার তিনেক পুলিশ দিয়ে ঘিরে ফেলা হল নন্দীগ্রাম ৷ সশস্ত্র পুলিশ ৷ সঙ্গে ছিল পুলিশের উর্দি গায়ে হাওয়াই চটি পরা কিছু মানুষ ৷ শোনা যায়, তাঁরা ছিল সিপিএমের ক্যাডার বাহিনী ৷ তাঁরাও সশস্ত্র ৷ দা-হাঁসুয়া-তির ধনুক হাতে প্রতিরোধ করল নন্দীগ্রাম ৷ সেদিন শাসকদলের রক্তচক্ষুর সামনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 14 জন ৷ আহতের সংখ্যা আরও বেশি ৷ রক্তে লাল হয়ে গিয়েছিল হলদি নদী ৷

আরও পড়ুন : নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার

ভোটের মুখে ফের খবরের শিরোনামে নন্দীগ্রাম ৷ আমনে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ও শুভেন্দু অধিকারী ৷ একসময়ের সঙ্গী আজ প্রতিপক্ষ ৷ সেই নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে 14 মার্চের কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে জানিয়ে দিলেন সেদিন নন্দীগ্রামে চটি পরা পুলিশ ঢোকার খবর ছিল শুভেন্দু ও শিশির অধিকারীর কাছে ৷ তাঁরা অনুমতি না দিলে গ্রামে পুলিশ ঢুকতে পারত না ৷ আকারে ইঙ্গিতে নন্দীগ্রামে সেদিন পুলিশ ঢোকার দায় চাপালেন শুভেন্দু-শিশিরের উপর ৷

মমতা বিস্ফোরক দাবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

গতকাল নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "যারা গুলি চালিয়েছিল আপনাদের মনে আছে ? পুলিশের ড্রেস পরে এসেছিল ৷ নিশ্চয় ভুলে যাননি ৷ হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গিয়েছিল ৷ এবারও সেইসব কেলেঙ্কারি করছে ৷ অনেক বিএসএফ, সিআইএসএফ-এর ড্রেস কিনেছে ৷ আমি চ্যালেঞ্জ করে বলছি ৷ এই বাপ ব্যাটার পারমিশন ছাড়া নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারত না ৷"

1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে সবার নজরে রয়েছে নন্দীগ্রাম ৷ তার আগে মমতার এই বিস্ফোরক দাবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.