মোহনপুর (পশ্চিম মেদিনীপুর), 22 মার্চ : সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৈয়দ সাদ্দাম আলির হয়ে প্রচারে এসে তৃণমূল ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ মহম্মদ সেলিমের। তাঁর কথায়, এক দলের চোর-ডাকাত আরেক দলে গিয়ে সাধু হয়েছে ৷ কিন্তু, এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বাঁদর কখনো হনুমান হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, খড়গপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকেই এভাবে নিশানা করলেন তিনি ৷
সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সৈয়দ সাদ্দাম আলির হয়ে মোহনপুরে জনসভা করলেন মহম্মদ সেলিম এবং আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। সোমবার রাতের ওই জনসভায় মোহনপুর মাঠে সংযুক্ত মোর্চার হয়ে প্রচারে অংশ নেন তাঁরা । সভায় ভাষণ দিতে উঠে শুরু থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মহম্মদ সেলিম । তিনি বলেন, ‘‘যে বিজেপি সেই তৃণমূল। এরা একই পাঠশালায় পড়াশোনা করেছে ৷ তা হল আদবানির পাঠশালা। একজন পকোড়া ভাজতে বলে, তো আরেকজন তেলেভাজা । আসলে দুটোই এক। হিন্দিতে যাকে পকোড়া বলা হয়, বাংলাতে তাকে তেলেভাজা বলে। এভাবেই একে অপরের সঙ্গ দিয়ে গোটা বাংলা এবং দিল্লি লুঠছে । চোর-ডাকাতে ভরিয়ে তুলেছে তাঁরা।’’
আরও পড়ুন : গরিবের পার্টি লাল ঝান্ডা, বললেন রানিগঞ্জের সিপিআইএম প্রার্থী
সোমবারের জনসভায় খড়গপুরে দাঁড়িয়ে দলবদল নিয়ে নাম না করেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মহম্মদ সেলিম ৷ তিনি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে বলেন, ‘‘যারা তৃণমূলের চোর-ডাকাত ছিল ৷ যারা কাটমানি খেয়েছে, তারাই দল পরিবর্তন করে বিজেপিতে গিয়েছে। যদিও আমি এই দলগুলিকে দল বলি না ৷ আমি ডাল থেকে ডাল পরিবর্তন বলি। বাঁদর এক ডাল থেকে অন্য ডালে লাফায়। কিন্তু কখনও শুনেছেন বাঁদর এক ডাল থেকে অন্য ডালে গিয়ে হুনুমান হয়েছে, হয়নি ৷ কিছু মিডিয়া সেই বাঁদরকে মেক আপ করিয়ে, ফেট্টি বেঁধে সাধু সাজিয়েছে ।’’