ETV Bharat / state

ক্ষুদিরাম দার্শনিক, বললেন অভিষেক - বিপ্লবী ক্ষুদিরাম ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দার্শনিক বলে মন্তব্য

ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষেরও সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়  ৷ বলেন, ‘‘একদিকে কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদি, অমিত শাহ সমস্ত সরকারি জিনিস, এমনকী রেল পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ৷ তেমনি এই ডেবরার বিজেপি প্রার্থীকে যদি জেতান তাহলে উনি কল লিস্ট ধরে আপনার বাড়িঘর জায়গা-সম্পত্তি, গাড়ি-বাড়ি সব বিক্রি করে দেবে।

বিতর্কিত মন্তব্য অভিষেকের
বিতর্কিত মন্তব্য অভিষেকের
author img

By

Published : Mar 20, 2021, 10:26 PM IST

ডেবরা, 20 মার্চ : স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুকে দার্শনিক বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও দার্শনিক বলেন ।

প্রসঙ্গত আজ ডেবরার তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের হয়ে প্রচার করতে আসেন তিনি ৷ প্রার্থীকে নিয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর দাসপুরে সভামঞ্চে ভাষণ দেন ।

সেখানেই বিজেপি নেতা নেত্রীদের কটাক্ষও করেন তিনি ৷ বলেন, ‘‘ এই বাংলা আমাদের বাংলা। বিজেপির বহিরাগতরা এই বাংলাকে রাজস্থানের সঙ্গে মিশিয়ে দিচ্ছে, মধ্যপ্রদেশের সঙ্গে মিশিয়ে দিচ্ছে, তাদের বোঝাতে হবে এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ৷ আমাদের জীবন গেলে যাবে ৷ আমাদের গলা কেটে দিলেও মুখ দিয়ে জয় বাংলা, জয় মা মাটি মানুষ বেরোবে ।’’

তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের হয়ে প্রচারে অভিষেক


আরও পড়ুন : শান্তিকুঞ্জে মোদির মন্ত্রী, অমিতের সভায় আমন্ত্রণ শিশির অধিকারীকে

এছাড়া ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষেরও সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘একদিকে কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদি, অমিত শাহ সমস্ত সরকারি জিনিস, এমনকী রেল পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ৷ তেমনি এই ডেবরার বিজেপি প্রার্থীকে যদি জেতান তাহলে উনি কল লিস্ট ধরে আপনার বাড়িঘর জায়গা-সম্পত্তি, গাড়ি-বাড়ি সব বিক্রি করে দেবে । ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো ।’’ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন তিনি ৷

ডেবরা, 20 মার্চ : স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুকে দার্শনিক বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও দার্শনিক বলেন ।

প্রসঙ্গত আজ ডেবরার তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের হয়ে প্রচার করতে আসেন তিনি ৷ প্রার্থীকে নিয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর দাসপুরে সভামঞ্চে ভাষণ দেন ।

সেখানেই বিজেপি নেতা নেত্রীদের কটাক্ষও করেন তিনি ৷ বলেন, ‘‘ এই বাংলা আমাদের বাংলা। বিজেপির বহিরাগতরা এই বাংলাকে রাজস্থানের সঙ্গে মিশিয়ে দিচ্ছে, মধ্যপ্রদেশের সঙ্গে মিশিয়ে দিচ্ছে, তাদের বোঝাতে হবে এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ৷ আমাদের জীবন গেলে যাবে ৷ আমাদের গলা কেটে দিলেও মুখ দিয়ে জয় বাংলা, জয় মা মাটি মানুষ বেরোবে ।’’

তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের হয়ে প্রচারে অভিষেক


আরও পড়ুন : শান্তিকুঞ্জে মোদির মন্ত্রী, অমিতের সভায় আমন্ত্রণ শিশির অধিকারীকে

এছাড়া ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষেরও সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘একদিকে কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদি, অমিত শাহ সমস্ত সরকারি জিনিস, এমনকী রেল পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ৷ তেমনি এই ডেবরার বিজেপি প্রার্থীকে যদি জেতান তাহলে উনি কল লিস্ট ধরে আপনার বাড়িঘর জায়গা-সম্পত্তি, গাড়ি-বাড়ি সব বিক্রি করে দেবে । ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো ।’’ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.