পিংলা, 29 মার্চ : হোলির দিন ৷ মাঠে বক্স চালিয়ে আনন্দ করা, কিনবা গানের তালে উদ্যাম নৃত্য করা এমন কোনও নতুন বিষয় নয় ৷ তা নিয়ে কারোর কোনও সমস্যাও থাকে না ৷ কিন্তু পিংলার স্কুলে ডিজে বক্স বাজিয়ে হোলি উৎসবে নেচে বিপদ বাধল ৷ সমালোচনায় কেন্দ্রীয় বাহিনীর এক দল জওয়ান ৷
রাজ্যে প্রথম দফা ভোট হয়েছে ৷ প্রথম দফায় 30 টি আসনে ভোট হয়েছে ৷ এই প্রথম বিধানসভা ভোট শান্তিপূর্ণ হওয়ার পিছনে মূল কারিগর কেন্দ্রীয় বাহিনী, এমনটাই মনে করছে এক দল মানুষ ৷ এখনও বাকি সাত দফা ৷ আগামী দফাগুলিতেও সেন্ট্রাল বাহিনীর উপর ভরসা করি ভোট করতে চাইছে শাসক বিরোধীরা । বিশেষ তাৎপর্যপূর্ণ যে এবারের বিধানসভা ভোটে প্রায় হাজার কোম্পানি কেন্দ্র বাহিনী ব্যবহার করছে নির্বাচন কমিশন । প্রতি বুথে থাকছে আট দশজন করে কেন্দ্র বাহিনী । পয়লা এপ্রিল দ্বিতীয় দফা । এই দফায় জঙ্গলমহলের বাকি নয়টি বিধানসভার মধ্যে ঘাটাল দাসপুর, কেশপুর, ডেবরা, পিংলা সহ রয়েছে খড়গপুর বিধানসভা । আর এর মধ্যেই পিংলা স্কুলের মাঠে বক্স বাজিয়ে, ডিজে-তে নাগিন ড্যান্স নেচে বিতর্কে কেন্দ্র বাহিনীর জওয়ানরা । আর তাতেই শুরু হয়েছে বিতর্ক । এদিন হোলি উৎসব পালন করে কেন্দ্রীয় বাহিনী ৷ সেখানেই ডিজে বাজিয়ে মাঠে নাচতে দেখা যায় তাঁদের ৷ আর এই নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষ ৷ পিংলা থানার বাগনাবাড় হাইস্কুলের একই ঘটনা দেখা যায়, পিংলা কলেজ ক্যাম্পেও ৷ তারস্বরে বক্স বাজিয়ে নাচ-গানে মত্ত হতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে ৷
আরও পড়ুুন :সঙ্গী আজ প্রতিপক্ষ, লড়াইয়ে বামেরাও ; কাকে বাছবে নন্দীগ্রাম ?
কমিশন যখন ভোট নিয়ে চিন্তিত, তখন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর হোলি উৎসব পালন ও উদ্দাম নৃত্য তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । স্থানীয় মানুষের মতে, এই ধরণের হোলি উৎসবে মেতে ওঠা ঠিক না বাহিনীর, কেননা এখনও নির্বাচন চলছে ৷ তারপর চলছে করোনা পরিস্থিতি ৷ এই অবস্থায় কেন্দ্র বাহিনীর জওয়ানরা নাগিন ডান্স নেচে বাংলার সংস্কৃতি নষ্ট করছে বলেই মত অনেকের ৷
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন যে কেন্দ্রীয় বাহিনীর উপর বিশ্বাস রেখেছে রাজ্যের মানুষ। সেই কেন্দ্র বাহিনী বাংলার অপসংস্কৃতি করছে। এটা অত্যন্ত অমানবিক যে তারা স্কুল-কলেজ চলাকালীন মদ খেয়ে উদ্দাম নৃত্য করছে আর এইটা দেখতে পেয়েও অন্ধ ধৃতরাষ্ট্রের মত বসে রয়েছে নির্বাচন কমিশন।এর দ্বারা প্রমাণিত হয় কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এই বাংলায়। যেখানে বিভিন্ন জায়গায় কেন্দ্র বাহিনী ভোট দিতে বলেছে বিজেপিকে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে বিজেপি ঘাটাল সভানেত্রী অন্তরা ভট্টাচার্য বলেন, এর মধ্যে খারাপ কিছু দেখছি না। যারা দিনের পর দিন পরিবার পরিবারের লোকজন ছেড়ে বাইরে কাটায় তারা এই হোলিতে সামান্য উৎসব অনুষ্ঠান পালন করবে এটাই স্বাভাবিক। এর মধ্যে খারাপের কিছু নেই বলেই আমার মনে হয়।