দাসপুর, 30 মার্চ : দ্বিতীয় দফার ভোটের 24 ঘণ্টা বাকি। তার আগে দু’টি তাজাবোমা উদ্ধার দাসপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বোমা উদ্ধার হতেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বোমা দু’টি নিষ্ক্রিয় করার চেষ্টা করেছে ৷
দ্বিতীয় দফার ভোটের আগের দিন দাসপুরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রাজানগরের রাসতলায় রাস্তার ধারে একটি পলিথিনে দু’টি তাজাবোমা দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে বোমা দু’টি উদ্ধার করে তাতে জল ঢেলে নিস্ক্রিয় করার চেষ্টা করে পুলিশ । 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগের দিন সকালে এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ায় ভোটে অশান্তি হওয়ার আশঙ্কা স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন : কুলটির লছিপুরে তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
অন্যদিকে, বোমা উদ্ধারকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে । তৃণমূলের অভিযোগ ভোটের আগে পরিস্থিতি অশান্ত করতেই বিজেপি চক্রান্ত করে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূল হেরে যাবে বুঝে গিয়ে এলাকায় সন্ত্রাসের পরিকল্পনা করছে ৷ প্রথম দফায় যে হারে ভোট পড়েছে, তাতে তৃণমূল হেরে যাওয়ার ভয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে ৷ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুরের মোট 9টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে ৷ তার মধ্যে রয়েছে দাসপুরও ৷