রামজীবনপুর, 20 ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore news) রামজীবনপুরে কাঁসা পিতল ও তাঁত ঐতিহ্যবাহী দুই শিল্প (Bronze brass utensil makers weavers poor condition)৷ দশকের পর দশক বংশপরম্পরায় এই শিল্পের উপরই নির্ভর করে চলছে কয়েকশো মানুষের জীবন ৷ ভোটের সময় নানা প্রতিশ্রুতি মিললেও এত বছরে তাঁদের অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷ আবারও এসেছে পৌরভোট ৷ এই মানুষগুলির সমস্যা দূর করার প্রতিশ্রুতি নিয়ে আবারও হাজির প্রার্থীরা ৷
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভা । 11টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভাতেও 27 ফেব্রুয়ারি ভোট (Bengal civic polls 2022)৷ কাঁসা, পিতল ও তাঁত শিল্পের জন্য বিশেষ পরিচিতি রয়েছে রামজীবনপুরের । বর্তমানে এই দুই ঐতিহ্যের শিল্পের করুণ দশা । রামজীবনপুর পৌরসভার 6নং ওয়ার্ডে কর্মকার পল্লিতে রয়েছে কাঁসা পিতল শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলি । এই ওয়ার্ডে মোট ভোটার 1940 জন এবং তার মধ্যে এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মকার পল্লির পরিবারগুলির ভোটারের সংখ্যা প্রায় 500 জন । বংশপরম্পরায় চলে আসা এই কাঁসা পিতল শিল্প এখন ধুঁকছে ।
রামজীবনপুর পৌরসভার বনডাঙ্গা মৌজায় সরকারি খাস জায়গা থেকে কাঁসা পিতলের জন্য মিলত মাটি কিন্তু বাম আমলে সেই জমি পাট্টা হিসাবে বিলি করে দেওয়ায় তখন থেকেই মাটির সমস্যায় ভুগছেন কারিগররা । পাশাপাশি কয়লার দাম আকাশছোঁয়া, তার জোগানও কম ।
আরও পড়ুন: Bengal civic polls 2022 : লিফলেট বিতর্কে তরজা চুঁচুড়া ও আদিসপ্তগ্রামের বিধায়কের
তবে প্রতিবারের মতো এ বারও পৌর ভোটের আগে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের প্রতিশ্রুতির কোনও খামতি নেই । 6নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নির্মল চৌধুরী ৷ ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন কৌশিক আশ । দুজনেই প্রতিশ্রুতি দিয়েছেন এ বার পৌর বোর্ডে তাঁরা ক্ষমতায় এলে আগে এই শিল্প পুনরুদ্ধারে নজর দেবেন ।
কাঁসা পিতল ছাড়াও রামজীবনপুর পৌরসভার 2 ও 3নং ওয়ার্ডে রয়েছে ঐতিহ্যের তাঁত শিল্পও । আগে এই তাঁত শিল্পের সঙ্গে অধিকাংশ পরিবারই যুক্ত ছিল । কিন্তু তাঁত শিল্পে আগের মতো আর রুজি রোজগার না মেলায় অনেকেই তা ছেড়ে ভিন্ন পেশায় চলে গিয়েছেন । রামজীবনপুর পৌরসভার 3নং ওয়ার্ডে রয়েছে 1352 জন ভোটার ৷ তার মধ্যে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলির ভোটার সংখ্যা প্রায় 400 জন । পাশের 2নং ওয়ার্ডে প্রায় 1800-র কাছাকাছি ভোটারের মধ্যে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত 450 জন । পৌর ভোটে বড় ভূমিকা থাকে এই তাঁত শিল্পীদের । সে কথা মাথায় রেখে ভোটের আগে এঁদের জন্যও প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলি ৷ এ বারের নির্বাচনে যেই পৌর বোর্ড গঠন করুক, তাদের বংশপরম্পরায় চলে আসা ঐতিহ্যের এই দুই শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হবে, এই আশাতেই রয়েছে পরিবারগুলি ৷
আরও পড়ুন: Bengal Civic polls 2022: জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গৌতম দেব