খড়্গপুর, 22 মার্চ: পিংলা বিধানসভায় বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের হয়ে প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন তিনি খড়গপুর গোকুলপুরে একটি সভা করতে আসেন এবং স্বভাবসিদ্ধ ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, সিন্ডিকেট রাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন চাই।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার অন্তর্গত গোকুলপুরে বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নির্বাচনীসভা করেন। এইদিন সভামঞ্চ থেকে একাধিক প্রতিশ্রুতি সহ তৃণমূল সরকারের উপর নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, কেন্দ্রের যা কিছু প্রকল্প বাংলায় এসেছে তার নাম পরিবর্তন করে চালানো হচ্ছে। কাজ করছে মোদি, ছবি তুলছে দিদি। পাশাপাশি আগামী নির্বাচনে পরিবর্তনের পরিবর্তনের বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি কৃষক প্রসঙ্গে বলেন, এলাকার কৃষকদের কেন্দ্রের কৃষি যোজনার সম্পর্কে তিনি বলেন, এখানের কৃষকরা কেন্দ্রীয় কৃষক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না দিদির কারণে। আমরা যদি ক্ষমতায় আসি কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ। পাশাপাশি সোনার বাংলা গড়ার বার্তাও দিলেন স্মৃতি ইরানি।
এছাড়াও দিদির প্রিয় ভাইপো প্রসঙ্গে বলতে গিয়েও তিনি তীব্র ভাষায় ভাইপোর প্রতি কটাক্ষ করেন । তিনি বলেন, দিদিমণি সমস্ত সিন্ডিকেট রাজ চালাচ্ছেন। তিনি শৌচালয়ের টাকা থেকে শুরু করে পঞ্চায়েত রাস্তাঘাটসহ সমস্ত প্রকল্পের টাকা নিজের নামে ছেড়ে দিচ্ছেন। সবেতেই ঘুষ খাচ্ছেন তাই এই ব্যবস্থাপনার পরিবর্তন অবিলম্বে দরকার। প্রথম দফার নির্বাচনের কটাদিন বাকি রয়েছে। তাই প্রচারের জন্য দিক দিকে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সহ সমস্ত নেতা-নেত্রীরা এখন অপেক্ষা শুধুমাত্র নির্বাচনের ফলপ্রকাশের।