চন্দ্রকোনা, 6 এপ্রিল : কোরোনা সচেতনতায় প্রচার করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ এবার পথে নামলেন লোকশিল্পীরাও ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার জাড়া গ্রামে গানের সুরে মানুষকে সচেতন করতে দেখা গেল তাঁদের ।
তাঁদের বক্তব্য , এখনও পর্যন্ত মানুষ লকডাউন উপেক্ষা করে বাইরে ঘোরাঘুরি করছেন ৷ মানছেন না দূরত্ব ৷ আবার কেউ কেউ মাস্ক ব্যবহার করছেন না ৷ তাই গ্রামের মানুষকে সচেতন করতে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে প্রচার করতে দেখা গেল তাদের ।
দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়েছে 4 হাজার ৷ মৃত শতাধিক ৷ এর মোকাবিলায় চলছে লকডাউন ৷ সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ ৷ বন্ধ জমায়েত ৷ এই অবস্থায় প্রচারে নামলেন লোকশিল্পীরা ।
অহেতুক ঘোরাঘুরি করে গোষ্ঠী সংক্রমণ না বাড়িয়ে বাড়িতে থাকার আবেদন জানান তাঁরা ।বোঝাচ্ছেন সচেতন হোন, নিজের জীবন বাঁচান অপরকে বাঁচতে দিন ৷