ETV Bharat / state

লালগড়ে দলছুট হয়ে কুয়োতে বাচ্চা হাতি - Baby Elephant felt in well

জঙ্গলে দলের সঙ্গে ফেরার পথে একটি পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় একটি বাচ্চা হাতি ৷ তাকে সঙ্গে নিয়ে যেতে চারপাশে ঘুরতে থাকে হাতির দল ৷ বন বিভাগ থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷

কুয়োতে বাচ্চা হাতি
কুয়োতে বাচ্চা হাতি
author img

By

Published : Mar 15, 2020, 6:27 AM IST

লালগড়, 15 মার্চ : দলছুট হয়ে পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় একটি বাচ্চা হাতি ৷ আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘুরতে থাকে হাতির দল । বন বিভাগ থেকে চেষ্টা চলছে বাচ্চা হাতিটিকে কুয়ো থেকে উদ্ধার করার ।

সোমবার অন্যান্য দিনের মতো দলের সঙ্গে একটি বাচ্চা হাতি ফিরছিল জঙ্গলের রাস্তায় । সেসময় ঝাড়গ্রামের লালগড় থানার মহিষডোবায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় বাচ্চা হাতিটি । আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । কুয়োয় জলের পরিবর্তে কাদা থাকায় হাতিটি অর্ধেক ডুবে যায় ।

বাচ্চা হাতির গর্জনে বাকি হাতির দল ফিরে আসে । খবর দেওয়া হয় ঝিটকা বন বিভাগে । বন বিভাগের কর্মীরা এসে চেষ্টা চালাচ্ছে হাতিটিকে উদ্ধার করার । বনকর্মীদের সঙ্গে ভিড় জমিয়েছে এলাকার মানুষ ।

লালগড়, 15 মার্চ : দলছুট হয়ে পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় একটি বাচ্চা হাতি ৷ আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘুরতে থাকে হাতির দল । বন বিভাগ থেকে চেষ্টা চলছে বাচ্চা হাতিটিকে কুয়ো থেকে উদ্ধার করার ।

সোমবার অন্যান্য দিনের মতো দলের সঙ্গে একটি বাচ্চা হাতি ফিরছিল জঙ্গলের রাস্তায় । সেসময় ঝাড়গ্রামের লালগড় থানার মহিষডোবায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় বাচ্চা হাতিটি । আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । কুয়োয় জলের পরিবর্তে কাদা থাকায় হাতিটি অর্ধেক ডুবে যায় ।

বাচ্চা হাতির গর্জনে বাকি হাতির দল ফিরে আসে । খবর দেওয়া হয় ঝিটকা বন বিভাগে । বন বিভাগের কর্মীরা এসে চেষ্টা চালাচ্ছে হাতিটিকে উদ্ধার করার । বনকর্মীদের সঙ্গে ভিড় জমিয়েছে এলাকার মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.