ETV Bharat / state

জন্মানোর কিছুক্ষণের মধ্যেই মৃত্য়ু চার হাত-পা বিশিষ্ট শিশুর - ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল

শিশুর জন্মের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে । একই শরীরে চার হাত , চার পা নিয়ে জন্ম নেওয়া শিশুকে দেখে হতবাক হয়ে যান সকলেই ।

চার হাত-পা যুক্ত শিশুর জন্ম হল ঘাটালে
চার হাত-পা যুক্ত শিশুর জন্ম হল ঘাটালে
author img

By

Published : Mar 3, 2021, 11:05 AM IST

ঘাটাল, 3 মার্চ : একই শরীরে চার হাত ও চার পা নিয়ে জন্মাল শিশু । পরে অবশ্য শিশুটি মারা যায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ।

মঙ্গলবার বিকেলে কেশপুর থানার মারখা বলরামপুরের বাসিন্দা ইসমা খাতুন ওই শিশুর জন্ম দেন । জন্মানোর পর দেখা যায়, শিশুটির চারটি হাত ও চারটি পা রয়েছে । প্রসবের পর এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান চিকিৎসক থেকে নার্স সকলেই ।

আরও পড়ুন : ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান

কিন্তু, জন্মানোর কিছুক্ষণের মধ্যে মারা যায় শিশুটি । চিকিৎসকরা জানিয়েছেন, জন্ম নেওয়া এই ধরনের শিশুদের কোনওভাবেই বাঁচানো যায় না এবং অনেক সময় বাঁচানো গেলেও পরবর্তীকালে প্রবল সমস্যায় ভোগে তারা ।

ভূমিষ্ঠ হওয়ার পরের মুহূর্তে শিশুটি মারা গেলেও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ঘাটাল, 3 মার্চ : একই শরীরে চার হাত ও চার পা নিয়ে জন্মাল শিশু । পরে অবশ্য শিশুটি মারা যায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ।

মঙ্গলবার বিকেলে কেশপুর থানার মারখা বলরামপুরের বাসিন্দা ইসমা খাতুন ওই শিশুর জন্ম দেন । জন্মানোর পর দেখা যায়, শিশুটির চারটি হাত ও চারটি পা রয়েছে । প্রসবের পর এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান চিকিৎসক থেকে নার্স সকলেই ।

আরও পড়ুন : ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান

কিন্তু, জন্মানোর কিছুক্ষণের মধ্যে মারা যায় শিশুটি । চিকিৎসকরা জানিয়েছেন, জন্ম নেওয়া এই ধরনের শিশুদের কোনওভাবেই বাঁচানো যায় না এবং অনেক সময় বাঁচানো গেলেও পরবর্তীকালে প্রবল সমস্যায় ভোগে তারা ।

ভূমিষ্ঠ হওয়ার পরের মুহূর্তে শিশুটি মারা গেলেও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.