বেলদা, 13 অক্টোবর : পিস্তল দেখিয়ে বেসরকারি ব্যাঙ্কের লোন কালেকশনের টাকা বন্দুক দেখিয়ে ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ঠাকুরচক এলাকায় ৷ ভর দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
এই কোরোনা প্যানডেমিকের সময় চুরি ছিনতাই বেড়েই চলছে রাজ্যে । এবার বড় ছিনতাইয়ের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরে । বেলদা থানার ঠাকুরচক এলাকার কাছে পিস্তল দেখিয়ে বন্ধন ব্যাংকের কর্মীর কাছ থেকে প্রায় 2 লাখ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে গ্রামে গ্রামে গ্রুপ লোনের কালেকশনের টাকা নিয়ে ফিরছিলেন বন্ধন ব্যাঙ্কের কর্মী উত্তম দাস । কিন্তু বেলদা থানার ঠাকুরচকের কাছে আসতেই তাঁর বাইক আটকায় দুষ্কৃতীরা । তাঁর বন্দুক দেখিয়ে প্রায় 2 লাখ টাকা ছিনতাই করে প্রাইভেট গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা । কালো কাপড়ে মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারেননি বলে দাবি করেন উত্তম ৷ ভর দুপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ ।
উত্তম দাসের বক্তব্য, ‘‘গ্রাম থেকে গ্রামে লোনের কিস্তির টাকা সংগ্রহ করে ফিরছিলাম । কিন্তু বেলদার ঠাকুরচকের কাছে একটি গাড়ি নিয়ে এসে দুই দুষ্কৃতী রাস্তা আটকায় । এরপর তারা বন্দুক দেখিয়ে টাকা নিয়ে পালায় । আমার দুই লাখ টাকা ছিনতাই হয়েছে ।’’ তবে এবারই প্রথম নয় এর আগেও বেলদা থানা এলাকায় এই রকম ঘটনা ঘটেছে ৷