ETV Bharat / state

দেওয়াল লিখনে এগিয়ে বাম, মানুষ পাশে নেই তাই প্রচার; দাবি তৃণমূলের - বাম প্রার্থী

পৌরসভার ভোটের দামামা বেজে উঠেছে । আর তাই বামেরা রীতিমত নেমে পড়েছে দেওয়াল লিখনের কাজে । 5 নম্বর ওয়ার্ড, বিধাননগর এলাকায় দেওয়াল লিখতে শুরু করেছে বামফ্রণ্টের কর্মীরা । তাদের কর্মসূচি নিয়ে মন্তব্য করতে ছাড়েনি মেদিনীপুর পৌরসভার অন্তর্গত শাসকদল ।

midnapore
দেওয়াল লিখনে এগিয়ে বাম
author img

By

Published : Mar 14, 2020, 2:00 PM IST

Updated : Mar 14, 2020, 2:39 PM IST

মেদিনীপুর, 14 মার্চ : পৌরসভার ভোটের দামামা বেজে উঠেছে । আর তাই বামেরা রীতিমত নেমে পড়েছে দেওয়াল লিখনের কাজে । 5 নম্বর ওয়ার্ড, বিধাননগর এলাকায় দেওয়াল লিখতে শুরু করেছে বামফ্রন্টের কর্মীরা । বামেদের কর্মসূচি নিয়ে কটাক্ষ শাসকদলের ৷

শাসক দলের কাউন্সিলরের দাবি, যারা NPR করতে ব্যস্ত ও হার্মাদ গিরি করে, মানুষের সঙ্গে থাকে না তারাই প্রচারের কাজ শুরু করেছে । আসন্ন পৌরভোটে দেওয়াল লেখার কাজে এগিয়ে রইল বামেরা । বিধাননগর এলাকায় গতবারে প্রার্থীকে 632 ভোটে হারিয়ে জয় লাভ করেছিল তৃণমূল প্রার্থী মৌ রায় । তারপর দীর্ঘদিন ভোট না হওয়ার সুবাদে একচ্ছত্র দখলে ছিল এই তৃণমূল প্রার্থীর ।

এলাকায় পৌরভোটে দেওয়াল লেখা, মিটিং-মিছিল করা সহ প্রচারের কাজ চলছে । ভোটের ঘোষণার পূর্বেই কাজে নেমেছে বামপন্থী কর্মীরা । অন্যদিকে শাসক দলের কথায়, মানুষের সঙ্গে আছি, আমাদের আগে থেকে প্রচারের দরকার নেই । দল যখন বলবে তখনই প্রচারে নামবো ।

তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এলাকার কাউন্সিলর কাজই করেনি । শুধু ঘরে বসে থেকেছে । তাছাড়া রয়েছে এলাকার গোষ্ঠীদ্বন্দ্বের কথা, যা কান পাতলেই শোনা যায় । পৌরভোটের প্রচারে বামেরা যখন এগিয়ে তবে লড়াইটাও হবে কাঁটায় কাঁটায় ।

মেদিনীপুর, 14 মার্চ : পৌরসভার ভোটের দামামা বেজে উঠেছে । আর তাই বামেরা রীতিমত নেমে পড়েছে দেওয়াল লিখনের কাজে । 5 নম্বর ওয়ার্ড, বিধাননগর এলাকায় দেওয়াল লিখতে শুরু করেছে বামফ্রন্টের কর্মীরা । বামেদের কর্মসূচি নিয়ে কটাক্ষ শাসকদলের ৷

শাসক দলের কাউন্সিলরের দাবি, যারা NPR করতে ব্যস্ত ও হার্মাদ গিরি করে, মানুষের সঙ্গে থাকে না তারাই প্রচারের কাজ শুরু করেছে । আসন্ন পৌরভোটে দেওয়াল লেখার কাজে এগিয়ে রইল বামেরা । বিধাননগর এলাকায় গতবারে প্রার্থীকে 632 ভোটে হারিয়ে জয় লাভ করেছিল তৃণমূল প্রার্থী মৌ রায় । তারপর দীর্ঘদিন ভোট না হওয়ার সুবাদে একচ্ছত্র দখলে ছিল এই তৃণমূল প্রার্থীর ।

এলাকায় পৌরভোটে দেওয়াল লেখা, মিটিং-মিছিল করা সহ প্রচারের কাজ চলছে । ভোটের ঘোষণার পূর্বেই কাজে নেমেছে বামপন্থী কর্মীরা । অন্যদিকে শাসক দলের কথায়, মানুষের সঙ্গে আছি, আমাদের আগে থেকে প্রচারের দরকার নেই । দল যখন বলবে তখনই প্রচারে নামবো ।

তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এলাকার কাউন্সিলর কাজই করেনি । শুধু ঘরে বসে থেকেছে । তাছাড়া রয়েছে এলাকার গোষ্ঠীদ্বন্দ্বের কথা, যা কান পাতলেই শোনা যায় । পৌরভোটের প্রচারে বামেরা যখন এগিয়ে তবে লড়াইটাও হবে কাঁটায় কাঁটায় ।

Last Updated : Mar 14, 2020, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.