ETV Bharat / state

আর্সেনিক দূষণের খোঁজে মডেল তৈরি IIT খড়গপুরের গবেষকদের

author img

By

Published : Sep 18, 2020, 5:11 PM IST

আর্সেনিক যুক্ত জল যে সমস্ত জায়গায় রয়েছে গবেষকরা সেই সমস্ত অঞ্চলগুলি চিহ্নিত করেছেন । সেই সমস্ত অঞ্চলে আর্সেনিকের পরিমাণ নির্ধারণ করেছেন ।

IIT Kharagpur
IIT Kharagpur

খড়গপুর, 18 সেপ্টেম্বর : বিভিন্ন জায়গায় জলে আর্সেনিক দূষণ রয়েছে । না জেনেই বহু মানুষ তা পান করেন । এবার আর্সেনিক দূষণের খোঁজে খড়গপুর IIT- এর একদল গবেষক আবিষ্কার করলেন একটি মডেল ।

প্রায় দুই দশক ধরে পূর্ব ভারতে আর্সেনিক বিশেষত গঙ্গার তীরে একটি বিপদ হয়ে দাঁড়িয়েছে । লাখ লাখ মানুষকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে । তার থেকে রক্ষা পেতে IIT খড়গপুরের একদল গবেষক ক্ষতিগ্রস্থ অঞ্চলে ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পূর্বাভাস দিয়েছেন ।

আর্সেনিক যুক্ত জল যে সমস্ত জায়গায় রয়েছে গবেষকরা সেই সমস্ত অঞ্চলগুলি চিহ্নিত করেছেন । সেই সমস্ত অঞ্চলে আর্সেনিকের পরিমাণ নির্ধারণ করেছেন ।

এ প্রসঙ্গে এক গবেষক বলেন, “আমাদের AI মডেলগুলি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রশাসনিক অঞ্চলের মধ্য রয়েছে । যা 25 টিরও বেশি আয়তনের অঞ্চলকে গঙ্গা নদীর বদ্বীপের অর্ধেকেরও বেশি জুড়ে ভূগর্ভস্থ জলে উচ্চ আর্সেনিকের উপস্থিতির পূর্বাভাস দিয়েছে । " আর এক গবেষক মধুমিতা চক্রবর্তী বলেন, " গঙ্গা নদী বদ্বীপে মোট 33.3 মিলিয়ন মানুষ মারাত্মক উচ্চ ঝুঁকিতে পড়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে ।"

গবেষকরা বলেছেন, পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রভাবিত অঞ্চলে পানীয় জলের উৎস চিহ্নিত করার জন্য ভবিষ্যদ্বাণীমূলক মডেল কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । তবে, দেশের অন্যান্য অংশেও এটি ব্যবহার করা যেতে পারে যেখানে ভূগর্ভস্থ জলের দূষণে মানুষ ভুগছে । IIT খড়গপুরের ভূতত্ত্ব ও জিওফিজিক্স বিভাগের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "2024 সালের মধ্যে দেশের প্রত্যেক পরিবারকে স্বাস্থ্যকর পানীয় জল সরবরাহের পরিকল্পনার অংশ এই মিশন । এই গবেষণার সাহায্যে দেশের কোথায় কোথায় স্বাস্থ্যকর পানীয় জল রয়েছে, সেই তথ্য জানাতে সাহায্য করবে । কারণ, দেশের বেশিরভাগ জায়গাতেই ভূগর্ভস্থ জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয় । "

খড়গপুর, 18 সেপ্টেম্বর : বিভিন্ন জায়গায় জলে আর্সেনিক দূষণ রয়েছে । না জেনেই বহু মানুষ তা পান করেন । এবার আর্সেনিক দূষণের খোঁজে খড়গপুর IIT- এর একদল গবেষক আবিষ্কার করলেন একটি মডেল ।

প্রায় দুই দশক ধরে পূর্ব ভারতে আর্সেনিক বিশেষত গঙ্গার তীরে একটি বিপদ হয়ে দাঁড়িয়েছে । লাখ লাখ মানুষকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে । তার থেকে রক্ষা পেতে IIT খড়গপুরের একদল গবেষক ক্ষতিগ্রস্থ অঞ্চলে ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পূর্বাভাস দিয়েছেন ।

আর্সেনিক যুক্ত জল যে সমস্ত জায়গায় রয়েছে গবেষকরা সেই সমস্ত অঞ্চলগুলি চিহ্নিত করেছেন । সেই সমস্ত অঞ্চলে আর্সেনিকের পরিমাণ নির্ধারণ করেছেন ।

এ প্রসঙ্গে এক গবেষক বলেন, “আমাদের AI মডেলগুলি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রশাসনিক অঞ্চলের মধ্য রয়েছে । যা 25 টিরও বেশি আয়তনের অঞ্চলকে গঙ্গা নদীর বদ্বীপের অর্ধেকেরও বেশি জুড়ে ভূগর্ভস্থ জলে উচ্চ আর্সেনিকের উপস্থিতির পূর্বাভাস দিয়েছে । " আর এক গবেষক মধুমিতা চক্রবর্তী বলেন, " গঙ্গা নদী বদ্বীপে মোট 33.3 মিলিয়ন মানুষ মারাত্মক উচ্চ ঝুঁকিতে পড়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে ।"

গবেষকরা বলেছেন, পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রভাবিত অঞ্চলে পানীয় জলের উৎস চিহ্নিত করার জন্য ভবিষ্যদ্বাণীমূলক মডেল কাঠামোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । তবে, দেশের অন্যান্য অংশেও এটি ব্যবহার করা যেতে পারে যেখানে ভূগর্ভস্থ জলের দূষণে মানুষ ভুগছে । IIT খড়গপুরের ভূতত্ত্ব ও জিওফিজিক্স বিভাগের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "2024 সালের মধ্যে দেশের প্রত্যেক পরিবারকে স্বাস্থ্যকর পানীয় জল সরবরাহের পরিকল্পনার অংশ এই মিশন । এই গবেষণার সাহায্যে দেশের কোথায় কোথায় স্বাস্থ্যকর পানীয় জল রয়েছে, সেই তথ্য জানাতে সাহায্য করবে । কারণ, দেশের বেশিরভাগ জায়গাতেই ভূগর্ভস্থ জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয় । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.