ETV Bharat / state

মেদিনীপুরে কোরোনা প্রতিরোধে ব্যবহার হবে আর্সেনিকম অ্য়ালবাম 30

author img

By

Published : May 8, 2020, 11:08 AM IST

মূলত কোরোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি । তবে প্রতিরোধ করতে কিছুটা কাজে আসবে আর্সেনিকম অ্য়ালবাম 30 । এই নির্দেশ পাওয়ার পরই মেদিনীপুর সদরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে ।

midnapore
midnapore

মেদিনীপুর, 8মে : কোরোনা প্রতিরোধে একধাপ এগিয়ে গেল মেদিনীপুর । সবকিছু ঠিকঠাক চললে কোরোনা প্রতিরোধে আর্সেনিকম এলবাম30 দেওয়ার কাজ শুরু করতে চলেছে জেলা প্রশাসন । মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে বৈঠক করা হবে । এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ও কোথায় এই প্রতিরোধী ওষুধ দেওয়ার কাজ শুরু হবে বলে জানান প্রশাসক দীননারায়ণ ঘোষ।

মেদিনীপুরে কোরোনা প্রতিরোধে আর্সেনিকম অ্য়ালবাম -30-র ব্যবহার শুরু করা হবে । এই ওষুধটি সেন্ট্রাল হোমিওপ্যাথিক কাউন্সিল নির্ধারণ করে । মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এই ওষুধটি নিজেদের আউটডোর থেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় । মূলত কেন্দ্র সরকারের নির্দেশিকার পরই রাজ্য সব জেলাকে এই চিঠি পাঠিয়েছে । পশ্চিম মেদিনীপুর জেলায় এই চিঠি এসেছে । এই বিষয়ে অনুমতি চেয়ে বুধবার মেদিনীপুর সদরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষকে কলেজের কর্তৃপক্ষের তরফে চিঠি পাঠানো হয় । সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহ থেকে শুরু হবে এই ওষুধ দেওয়ার কাজ ।

মূলত কোরোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি । তবে প্রতিরোধ করতে কিছুটা কাজে আসবে আর্সেনিকম অ্য়ালবাম 30 । এই নির্দেশ পাওয়ার পরই মেদিনীপুর সদরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে ।

এই বিষয়ে দীননারায়ণ ঘোষ বলেন, “ আমরা চিঠি পেয়েছি । মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে এই বিষয়ে বৈঠক করব । আর্সেনিকম অ্য়ালবাম 30 কীভাবে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব । শহরের নির্দিষ্ট একটি ওয়ার্ডকে প্রথমে ট্রায়াল হিসাবে বেছে নেব । যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সামনের সপ্তাহ থেকে আমাদের এই ওষুধ দেওয়ার কাজ শুরু হবে । শহরের প্রথমে আমরা 12নম্বর ওয়ার্ডকে এই ওষুধ দেওয়ার কাজে ব্যবহার করব ।”

যদিও এই বিষয়ে তথ্য জানার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরাকে যোগাযোগ করা যায়নি ।

মেদিনীপুর, 8মে : কোরোনা প্রতিরোধে একধাপ এগিয়ে গেল মেদিনীপুর । সবকিছু ঠিকঠাক চললে কোরোনা প্রতিরোধে আর্সেনিকম এলবাম30 দেওয়ার কাজ শুরু করতে চলেছে জেলা প্রশাসন । মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে বৈঠক করা হবে । এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ও কোথায় এই প্রতিরোধী ওষুধ দেওয়ার কাজ শুরু হবে বলে জানান প্রশাসক দীননারায়ণ ঘোষ।

মেদিনীপুরে কোরোনা প্রতিরোধে আর্সেনিকম অ্য়ালবাম -30-র ব্যবহার শুরু করা হবে । এই ওষুধটি সেন্ট্রাল হোমিওপ্যাথিক কাউন্সিল নির্ধারণ করে । মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এই ওষুধটি নিজেদের আউটডোর থেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় । মূলত কেন্দ্র সরকারের নির্দেশিকার পরই রাজ্য সব জেলাকে এই চিঠি পাঠিয়েছে । পশ্চিম মেদিনীপুর জেলায় এই চিঠি এসেছে । এই বিষয়ে অনুমতি চেয়ে বুধবার মেদিনীপুর সদরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষকে কলেজের কর্তৃপক্ষের তরফে চিঠি পাঠানো হয় । সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহ থেকে শুরু হবে এই ওষুধ দেওয়ার কাজ ।

মূলত কোরোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি । তবে প্রতিরোধ করতে কিছুটা কাজে আসবে আর্সেনিকম অ্য়ালবাম 30 । এই নির্দেশ পাওয়ার পরই মেদিনীপুর সদরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে ।

এই বিষয়ে দীননারায়ণ ঘোষ বলেন, “ আমরা চিঠি পেয়েছি । মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে এই বিষয়ে বৈঠক করব । আর্সেনিকম অ্য়ালবাম 30 কীভাবে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব । শহরের নির্দিষ্ট একটি ওয়ার্ডকে প্রথমে ট্রায়াল হিসাবে বেছে নেব । যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সামনের সপ্তাহ থেকে আমাদের এই ওষুধ দেওয়ার কাজ শুরু হবে । শহরের প্রথমে আমরা 12নম্বর ওয়ার্ডকে এই ওষুধ দেওয়ার কাজে ব্যবহার করব ।”

যদিও এই বিষয়ে তথ্য জানার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরাকে যোগাযোগ করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.