ETV Bharat / state

Kharagpur : খড়্গপুরে ফাইনান্স কর্মীকে গুলি, ছিনতাই প্রায় দেড় লক্ষ টাকা - ফাইনান্স কর্মীর পায়ে গুলি

প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন আক্রান্ত ফাইনান্স কর্মী ৷ তাঁর কাছে ব্যাগভর্তি টাকা ছিল ৷ দুষ্কৃতীরাও তাঁকে অনুসরণ করছিল ৷ সুযোগ বুঝে গুলি করে ফাইনান্স কর্মীর কাছ থেকে টাকাভর্তি ব্যাগ হাতিয়ে পালাল দুষ্কৃতীরা ৷

শেখ রাহুজুল কাজী
শেখ রাহুজুল কাজী
author img

By

Published : Nov 3, 2021, 7:52 AM IST

খড়্গপুর, 3 নভেম্বর : ফের গুলি চালনার ঘটনা রেল শহর খড়্গপুরে । ফাইনান্স কোম্পানির এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে শ্যামলপুর এলাকার রাজ্য সড়কে । ঘটনার তদন্ত নেমেছে নেমেছে লোকাল থানার পুলিশ ।

ঘাটালের যুবক শেখ রাহুজুল কাজী একটি ফাইনান্স কোম্পানিতে কাজ করেন ৷ প্রতিদিনের মতো গতকাল সারাদিন প্রাপ্য টাকা সংগ্রহ করে শ্যামলপুর থেকে ফিরছিলেন ৷ সেই সময় রাস্তায় হঠাৎ দুষ্কৃতীরা তাঁর পথ আটকায় ৷ তিনি বলেন, "দু'জন ছিল ৷ তাদের মাথায় হেলমেট ছিল ৷ একজনের মুখে রুমাল বাঁধা ছিল, একজনের মুখে ছিল না ৷" দুষ্কৃতীরা বাইকে করে এসে রাহুজুলের কলার চেপে ধরে তাঁকে বলে, "ব্যাগটা আমায় দিয়ে দে ৷" তিনি ব্যাগটি দিতে অস্বীকার করায় এক দুষ্কৃতী তাঁকে খুন করার হুমকি দেয় ৷ বচসা বাধে রাহুজুল আর দু'জন দুষ্কৃতীর মধ্যে ৷ এর মধ্যে তাঁর পা লক্ষ্য করে দু-রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা ৷ রাহুজুল জখম হয়ে মাটিতে পড়ে যেতেই তারা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Kolkata Murder: থিয়েটার রোডে বৃদ্ধা খুনে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক

রাহুজুল জানান, সারাদিন ধরে টাকা জোগাড় করেছিলেন ৷ ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিল ৷ তাঁকে অনুসরণ করে দুষ্কৃতীরা আসছিল ৷ কিন্তু সেটা তিনি বুঝতে পারেননি ৷ এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই রেল শহরে গুলি চালনা কোনও নতুন ঘটনা নয় । অতীতেও দেখা গিয়েছে টাকা লুঠ করতে এবং এটিএম-এ টাকা ভরার সময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে । কখনও আবার ব্যাঙ্কের টাকা লুঠের চেষ্টা করেছে দুষ্কৃতীরা । এক্ষেত্রে পুলিশের ভূমিকা আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে করছেন এলাকার মানুষ ।

খড়্গপুর, 3 নভেম্বর : ফের গুলি চালনার ঘটনা রেল শহর খড়্গপুরে । ফাইনান্স কোম্পানির এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে শ্যামলপুর এলাকার রাজ্য সড়কে । ঘটনার তদন্ত নেমেছে নেমেছে লোকাল থানার পুলিশ ।

ঘাটালের যুবক শেখ রাহুজুল কাজী একটি ফাইনান্স কোম্পানিতে কাজ করেন ৷ প্রতিদিনের মতো গতকাল সারাদিন প্রাপ্য টাকা সংগ্রহ করে শ্যামলপুর থেকে ফিরছিলেন ৷ সেই সময় রাস্তায় হঠাৎ দুষ্কৃতীরা তাঁর পথ আটকায় ৷ তিনি বলেন, "দু'জন ছিল ৷ তাদের মাথায় হেলমেট ছিল ৷ একজনের মুখে রুমাল বাঁধা ছিল, একজনের মুখে ছিল না ৷" দুষ্কৃতীরা বাইকে করে এসে রাহুজুলের কলার চেপে ধরে তাঁকে বলে, "ব্যাগটা আমায় দিয়ে দে ৷" তিনি ব্যাগটি দিতে অস্বীকার করায় এক দুষ্কৃতী তাঁকে খুন করার হুমকি দেয় ৷ বচসা বাধে রাহুজুল আর দু'জন দুষ্কৃতীর মধ্যে ৷ এর মধ্যে তাঁর পা লক্ষ্য করে দু-রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা ৷ রাহুজুল জখম হয়ে মাটিতে পড়ে যেতেই তারা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Kolkata Murder: থিয়েটার রোডে বৃদ্ধা খুনে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক

রাহুজুল জানান, সারাদিন ধরে টাকা জোগাড় করেছিলেন ৷ ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিল ৷ তাঁকে অনুসরণ করে দুষ্কৃতীরা আসছিল ৷ কিন্তু সেটা তিনি বুঝতে পারেননি ৷ এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই রেল শহরে গুলি চালনা কোনও নতুন ঘটনা নয় । অতীতেও দেখা গিয়েছে টাকা লুঠ করতে এবং এটিএম-এ টাকা ভরার সময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে । কখনও আবার ব্যাঙ্কের টাকা লুঠের চেষ্টা করেছে দুষ্কৃতীরা । এক্ষেত্রে পুলিশের ভূমিকা আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে করছেন এলাকার মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.