ETV Bharat / state

Anti Landmine Car: মাও অধ্যুষিত জঙ্গলমহলের 'রক্ষাকর্তা' অ্যান্টি ল্যান্ডমাইন কার সংরক্ষণ জেলা পুলিশের - মাও অধ্যুষিত এলাকার রক্ষাকর্তা

2006 থেকে 2014 ৷ এই আট বছর তাকে পশ্চিম মেদিনীপুরের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলির 'রক্ষাকর্তা' বললে খুব একটা ভুল বলা হবে না ৷ সেই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি এখন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সংরক্ষিত করা হয়েছে থানায় ৷

Etv Bharat
অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 5:05 PM IST

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি সংরক্ষণ

পশ্চিম মেদিনীপুর, 24 অগস্ট: একটা সময় বহু অপারেশন-সহ সশস্ত্র বাহিনীর জওয়ানদের জীবন বাঁচিয়েছে সে। সেইসঙ্গে রুখেছে ভয়ংকর দুর্ঘটনা । জীবন বাঁচিয়েছে জঙ্গলমহলের মানুষের । সেই অ্যান্টি ল্যান্ডমাইন কার এখন শোভা পাচ্ছে থানার সামনে প্রদর্শনীতে । সেখানে তার কৃতিত্বের বয়ানও তুলে ধরা হয়েছে জেলাবাসীর সামনে ।

একদা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে ছিল মাওবাদীদের রমরমা। লাল পোস্টারে লেখা হুমকির পাশাপাশি তাদের সশস্ত্র অভিযানেও কেঁপে উঠত এই মেদিনীপুর জেলা। বিশেষ করে অবিভক্ত মেদিনীপুরের শালবনি, গড়বেতা, গোয়ালতোড়, পিংবনি, রামগড়, পিড়াকাটা, ভীমপুর, লালগড়, হুমগড় ও চাঁদড়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে এই মাওবাদীদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল জঙ্গলমহলবাসী । এমনকী খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি ল্যান্ডমাইন বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অবশেষে এই মাওবাদীদের দমন করতে আনা হয় কেন্দ্রীয় বাহিনীকে। রাতারাতি একাধিক যৌথ বাহিনীর ক্যাম্প গড়ে ওঠে এখানকার মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকা। তারপরও সশস্ত্র আক্রমণ অব্যাহত ছিল । ছিল ল্যান্ডমাইন বিস্ফোরণের মতন ভয়ংকর ঘটনা ।

এরকমই পরিস্থিতিতে 2006 সালে মেদিনীপুরে আনা হয় প্রথম অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি । এই গাড়ি যৌথবাহিনী-সহ রাজ্য পুলিশকে নিরাপত্তা দিত । বিভিন্ন বড় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে জীবন বাঁচিয়েছে বহু মানুষের । শুধু দুর্ঘটনা থেকে রক্ষায় নয়, সেই সঙ্গে ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে করেছে একাধিক অপারেশন। 2006 থেকে 2014 সাল পর্যন্ত এই গাড়ি অংশ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অপারেশনে । সেই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি এখন অবসর নিয়েছে । তবে তার কৃতিত্বকে ছোট করে দেখায়নি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যে সেই অবসর নেওয়া গাড়িকে সযত্নে রাখা হয়েছে মেদিনীপুর জেলা পুলিশ অফিসের সামনে ৷ যাতে সেখানে আসা সকলেই এই গাড়িটিকে দেখে তার বিষয়ে জানতে পারেন ৷

আরও পড়ুন : পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন কার, আহত 16 পুলিশ

এই গাড়িটি তার স্মৃতিতে লিখেছে, "আমি এমপিভি নং-34এস-3356 । আমার পুরো নাম মাইন প্রটেক্টেড ভেহিকেল । 2006 সালের 3 মে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে আমার যোগদান । বিভিন্ন থানার পাশাপাশি শালবনি পিড়াকাটার পিপিতে আমার বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে । আমি মাওবাদী হামলা, বন্দুক, গুলি, ল্যান্ডমাইন, আর ডিএক্স ও ডিনামাইট হামলার মুখোমুখি হয়েছি । কিন্তু কিছুই আমাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি । তারা জানে না আমি 14 কেজি পর্যন্ত আরডিএক্স প্রতিরোধ করতে পারি । সুবর্ণরেখা, কংসাবতী ও শিলাবতী নদীর যেমন জল বেড়েছে তেমনি আমার ধীরে ধীরে বয়স বেড়েছে । চাকরির নিয়ম অনুযায়ী 2014 সালের 3 মে আমি অবসর নিয়েছি । যদিও আমার কোনও সংসার নেই । তবে আমি সেইসব পুলিশকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছি যারা সংসার সন্তান, স্ত্রী বাবা-মা, বন্ধু-বান্ধব ছেড়ে জনগণের নিরাপত্তার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিল । আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল ৷ আপনার দিনটি শুভ হোক ।"

এই বিষয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "এই গাড়ি যেভাবে একের পর এক বড় বড় দুর্ঘটনার হাত থেকে পুলিশকে রক্ষা করেছে বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছে তাই তার কৃতিত্ব তুলে ধরতেই আমাদের এই প্রয়াস । শুধু পশ্চিম মেদিনীপুরে না বাঁকুড়া জেলাতেও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই ধরনের গাড়ি ।"

এই গাড়ি দেখতে আসা স্থানীয় বাসিন্দা অভিনন্দন মুখোপাধ্যায়, দেবাশিস দে-রা বলেন,"জেলার ক্ষেত্রে এ এক অন্য পালক । এই গাড়ি একসময় জঙ্গলমহলের পুলিশ বাহিনীকে পাহারা দিয়েছে । জঙ্গলমহলের বহু মানুষের জীবন বাঁচিয়েছে । তাকে কাছে দেখতে পেয়ে আমরা খুশি । তার কৃতিত্বে আমরা খুশি হয়েছি । জেলাবাসী হিসেবে আমরা গর্বিত ।"

আরও পড়ুন : ফের ল্যান্ডমাইন আতঙ্ক জঙ্গলমহলে

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি সংরক্ষণ

পশ্চিম মেদিনীপুর, 24 অগস্ট: একটা সময় বহু অপারেশন-সহ সশস্ত্র বাহিনীর জওয়ানদের জীবন বাঁচিয়েছে সে। সেইসঙ্গে রুখেছে ভয়ংকর দুর্ঘটনা । জীবন বাঁচিয়েছে জঙ্গলমহলের মানুষের । সেই অ্যান্টি ল্যান্ডমাইন কার এখন শোভা পাচ্ছে থানার সামনে প্রদর্শনীতে । সেখানে তার কৃতিত্বের বয়ানও তুলে ধরা হয়েছে জেলাবাসীর সামনে ।

একদা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে ছিল মাওবাদীদের রমরমা। লাল পোস্টারে লেখা হুমকির পাশাপাশি তাদের সশস্ত্র অভিযানেও কেঁপে উঠত এই মেদিনীপুর জেলা। বিশেষ করে অবিভক্ত মেদিনীপুরের শালবনি, গড়বেতা, গোয়ালতোড়, পিংবনি, রামগড়, পিড়াকাটা, ভীমপুর, লালগড়, হুমগড় ও চাঁদড়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে এই মাওবাদীদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল জঙ্গলমহলবাসী । এমনকী খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি ল্যান্ডমাইন বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অবশেষে এই মাওবাদীদের দমন করতে আনা হয় কেন্দ্রীয় বাহিনীকে। রাতারাতি একাধিক যৌথ বাহিনীর ক্যাম্প গড়ে ওঠে এখানকার মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকা। তারপরও সশস্ত্র আক্রমণ অব্যাহত ছিল । ছিল ল্যান্ডমাইন বিস্ফোরণের মতন ভয়ংকর ঘটনা ।

এরকমই পরিস্থিতিতে 2006 সালে মেদিনীপুরে আনা হয় প্রথম অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি । এই গাড়ি যৌথবাহিনী-সহ রাজ্য পুলিশকে নিরাপত্তা দিত । বিভিন্ন বড় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে জীবন বাঁচিয়েছে বহু মানুষের । শুধু দুর্ঘটনা থেকে রক্ষায় নয়, সেই সঙ্গে ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে করেছে একাধিক অপারেশন। 2006 থেকে 2014 সাল পর্যন্ত এই গাড়ি অংশ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অপারেশনে । সেই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি এখন অবসর নিয়েছে । তবে তার কৃতিত্বকে ছোট করে দেখায়নি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যে সেই অবসর নেওয়া গাড়িকে সযত্নে রাখা হয়েছে মেদিনীপুর জেলা পুলিশ অফিসের সামনে ৷ যাতে সেখানে আসা সকলেই এই গাড়িটিকে দেখে তার বিষয়ে জানতে পারেন ৷

আরও পড়ুন : পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন কার, আহত 16 পুলিশ

এই গাড়িটি তার স্মৃতিতে লিখেছে, "আমি এমপিভি নং-34এস-3356 । আমার পুরো নাম মাইন প্রটেক্টেড ভেহিকেল । 2006 সালের 3 মে জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে আমার যোগদান । বিভিন্ন থানার পাশাপাশি শালবনি পিড়াকাটার পিপিতে আমার বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে । আমি মাওবাদী হামলা, বন্দুক, গুলি, ল্যান্ডমাইন, আর ডিএক্স ও ডিনামাইট হামলার মুখোমুখি হয়েছি । কিন্তু কিছুই আমাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি । তারা জানে না আমি 14 কেজি পর্যন্ত আরডিএক্স প্রতিরোধ করতে পারি । সুবর্ণরেখা, কংসাবতী ও শিলাবতী নদীর যেমন জল বেড়েছে তেমনি আমার ধীরে ধীরে বয়স বেড়েছে । চাকরির নিয়ম অনুযায়ী 2014 সালের 3 মে আমি অবসর নিয়েছি । যদিও আমার কোনও সংসার নেই । তবে আমি সেইসব পুলিশকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছি যারা সংসার সন্তান, স্ত্রী বাবা-মা, বন্ধু-বান্ধব ছেড়ে জনগণের নিরাপত্তার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিল । আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল ৷ আপনার দিনটি শুভ হোক ।"

এই বিষয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "এই গাড়ি যেভাবে একের পর এক বড় বড় দুর্ঘটনার হাত থেকে পুলিশকে রক্ষা করেছে বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছে তাই তার কৃতিত্ব তুলে ধরতেই আমাদের এই প্রয়াস । শুধু পশ্চিম মেদিনীপুরে না বাঁকুড়া জেলাতেও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই ধরনের গাড়ি ।"

এই গাড়ি দেখতে আসা স্থানীয় বাসিন্দা অভিনন্দন মুখোপাধ্যায়, দেবাশিস দে-রা বলেন,"জেলার ক্ষেত্রে এ এক অন্য পালক । এই গাড়ি একসময় জঙ্গলমহলের পুলিশ বাহিনীকে পাহারা দিয়েছে । জঙ্গলমহলের বহু মানুষের জীবন বাঁচিয়েছে । তাকে কাছে দেখতে পেয়ে আমরা খুশি । তার কৃতিত্বে আমরা খুশি হয়েছি । জেলাবাসী হিসেবে আমরা গর্বিত ।"

আরও পড়ুন : ফের ল্যান্ডমাইন আতঙ্ক জঙ্গলমহলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.