ETV Bharat / state

মিলান থেকে মেদিনীপুর! আদিবাসী শিশুকে দত্তক নিলেন ইতালীয় দম্পতি - Medinipur News

Child Adopt: মেদিনীপুরের সরকারি হোম থেকে একটি বাচ্চাকে দত্তক নিলেন ইতালির এক দম্পতি ৷ ভিসা ও পাসপোর্ট-সহ যাবতীয় কাগজপত্র রেডি করে তিন বছরের শিশুকে দম্পতির হাতে তুলে দিলেন জেলাশাসক ৷

Etv Bharat
মেদিনীপুরের এক আদিবাসী বাচ্চাকে দত্তক নিলেন ইতালিয়ান দম্পতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 6:41 PM IST

Updated : Jan 16, 2024, 1:31 PM IST

জেলাশাসক ও আন্তর্জাতিক দত্তক সংস্থার প্রতিনিধির বক্তব্য

মেদিনীপুর, 15 জানুয়ারি: সুদূর ইতালি থেকে ভারতে এলেন সন্তান দত্তক নিতে ৷ আন্তর্জাতিক দত্তক সংস্থা-আফার সাহায্যে মেদিনীপুরে এসে এক আদিবাসী অনাথ শিশুকে দত্তক নিলেন ইতালির দম্পতি ৷ তাঁদের একটি 7 বছরের মেয়ে রয়েছে ৷ তারপরেও আরেকটি সন্তান দত্তক নিতে ইতালির মিলান থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই দম্পতি । এরপর আন্তর্জাতিক দত্তক সংস্থা (আফা)-র সাহায্যে মেদিনীপুরের সরকারি হোম থেকে 3 বছরের এক আদিবাসী শিশুকে দত্তক নিলেন তাঁরা ৷ ভিসা পাসপোর্ট সব তৈরি করে নিয়ে যান । সোমবার মেদিনীপুরে দত্তক নেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ওই শিশুকে ইতালিয় দম্পতির কাছে হস্তান্তর করেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি । উপস্থিত ছিলেন আফা-র আধিকারিক প্রতিনিধি সারা আন্দ্রিজ ৷

ঘটনাক্রমে জানা যায়, ইতালির মিলান এলাকার ইঞ্জিনিয়ার এলবাস্ত রিবনি । তাঁর স্ত্রী এলিজাবেথ ফাক্কো একজন ভিডিয়ো মেকার । তাঁদের একটি সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে । এরপর আরও একটি সন্তান নেওয়ার জন্য উদ্যোগী হয়েছিলেন । সেই মতো ভারতবর্ষের পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমে থাকা অনাথ বাচ্চাদের সন্ধান পেয়েছিলেন তাঁরা ৷ সরকারি নিয়ম মেনে আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন তারা । গত 6 মাস আগে করা সেই আবেদনের বিভিন্ন রকম ভেরিফিকেশন শুরু হয় ।

আন্তর্জাতিক দত্তক প্রদানকারী সংস্থার (আফা) মাধ্যমে ভারতীয় সরকার সেই সমস্ত কাগজের পরীক্ষা-নিরীক্ষা করে । এরপর ভারত সরকারের সঙ্গে উদ্যোগ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে যায় । সোমবার মেদিনীপুর শহরে জেলাশাসকের দফতরে সরকারি হোমের অনাথ শিশুকে তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে ।

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের সরকারি হোমে এখনও এমন 12টি অনাথ বাচ্চা রয়েছে । যাদের মধ্যে দু'জন খুব শিগগিরই বেলজিয়াম চলে যাবে ৷ তাদেরও দত্তক নেওয়ার প্রক্রিয়া চলছে ৷ এমনটাই জানিয়েছেন জেলাশাসক ৷ আজ পুরো কর্মসূচি সম্পন্ন পর্বে জেলাশাসক ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতিকে । একইভাবে ওই দম্পতিও ভারতীয় অফিসার ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।

আরও পড়ুন :

  1. সমকামী বিবাহ ও সন্তান দত্তক বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কী বলছে টলিউড ?
  2. দত্তক নিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা, 109 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা
  3. জলপাইগুড়িতে চালু হল সরকারি দত্তক সংস্থা

জেলাশাসক ও আন্তর্জাতিক দত্তক সংস্থার প্রতিনিধির বক্তব্য

মেদিনীপুর, 15 জানুয়ারি: সুদূর ইতালি থেকে ভারতে এলেন সন্তান দত্তক নিতে ৷ আন্তর্জাতিক দত্তক সংস্থা-আফার সাহায্যে মেদিনীপুরে এসে এক আদিবাসী অনাথ শিশুকে দত্তক নিলেন ইতালির দম্পতি ৷ তাঁদের একটি 7 বছরের মেয়ে রয়েছে ৷ তারপরেও আরেকটি সন্তান দত্তক নিতে ইতালির মিলান থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই দম্পতি । এরপর আন্তর্জাতিক দত্তক সংস্থা (আফা)-র সাহায্যে মেদিনীপুরের সরকারি হোম থেকে 3 বছরের এক আদিবাসী শিশুকে দত্তক নিলেন তাঁরা ৷ ভিসা পাসপোর্ট সব তৈরি করে নিয়ে যান । সোমবার মেদিনীপুরে দত্তক নেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ওই শিশুকে ইতালিয় দম্পতির কাছে হস্তান্তর করেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি । উপস্থিত ছিলেন আফা-র আধিকারিক প্রতিনিধি সারা আন্দ্রিজ ৷

ঘটনাক্রমে জানা যায়, ইতালির মিলান এলাকার ইঞ্জিনিয়ার এলবাস্ত রিবনি । তাঁর স্ত্রী এলিজাবেথ ফাক্কো একজন ভিডিয়ো মেকার । তাঁদের একটি সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে । এরপর আরও একটি সন্তান নেওয়ার জন্য উদ্যোগী হয়েছিলেন । সেই মতো ভারতবর্ষের পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমে থাকা অনাথ বাচ্চাদের সন্ধান পেয়েছিলেন তাঁরা ৷ সরকারি নিয়ম মেনে আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন তারা । গত 6 মাস আগে করা সেই আবেদনের বিভিন্ন রকম ভেরিফিকেশন শুরু হয় ।

আন্তর্জাতিক দত্তক প্রদানকারী সংস্থার (আফা) মাধ্যমে ভারতীয় সরকার সেই সমস্ত কাগজের পরীক্ষা-নিরীক্ষা করে । এরপর ভারত সরকারের সঙ্গে উদ্যোগ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে যায় । সোমবার মেদিনীপুর শহরে জেলাশাসকের দফতরে সরকারি হোমের অনাথ শিশুকে তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে ।

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের সরকারি হোমে এখনও এমন 12টি অনাথ বাচ্চা রয়েছে । যাদের মধ্যে দু'জন খুব শিগগিরই বেলজিয়াম চলে যাবে ৷ তাদেরও দত্তক নেওয়ার প্রক্রিয়া চলছে ৷ এমনটাই জানিয়েছেন জেলাশাসক ৷ আজ পুরো কর্মসূচি সম্পন্ন পর্বে জেলাশাসক ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পতিকে । একইভাবে ওই দম্পতিও ভারতীয় অফিসার ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।

আরও পড়ুন :

  1. সমকামী বিবাহ ও সন্তান দত্তক বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কী বলছে টলিউড ?
  2. দত্তক নিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা, 109 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা
  3. জলপাইগুড়িতে চালু হল সরকারি দত্তক সংস্থা
Last Updated : Jan 16, 2024, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.