ETV Bharat / state

PM Aawas Yojana: যোগ্য হয়েও আবাস যোজনার তালিকায় নেই নাম, রাজনীতির অভিযোগ বাসিন্দাদের - PM Aawas Yojana

একটি গ্রামের সকলের মাটির বাড়ি ৷ তাও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নেই কারও নাম (Although Eligible Name is Not in List of Pradhan Mantri Aawas Yojana) ৷ এমনটাই অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলাইকুন্ডু গ্রামের বাসিন্দাদের ৷

Pradhan Mantri Aawas Yojana ETV BHARAT
Pradhan Mantri Aawas Yojana
author img

By

Published : Jan 10, 2023, 9:02 PM IST

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই কলাইকুন্ডু গ্রামের বাসিন্দাদের

দাসপুর, 10 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে চরম গাফিলতির অভিযোগ ৷ যোগ্য হয়েও পুরো একটি বুথের একজন উপভোক্তাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ উঠেছে (Although Eligible Name is Not in List of Pradhan Mantri Aawas Yojana) ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলাইকুন্ডু গ্রামের ঘটনা ৷ ওই বুথের বাসিন্দা এবং বিজেপির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছিল বিজেপি ৷ সেই কারণে সরকারি সমস্ত পরিষেবা থেকে ওই বুথের নাগরিকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ৷ এক কথায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই গ্রামের বাসিন্দারা ৷ এমনই অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের ৷

রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড ও বসতবাড়ি ৷ কিন্তু, ওই গ্রামে আবাস যোজনার তালিকাতেই আসল না কারও নাম ৷ তবে, কি গ্রামে নেই কোনও দরিদ্র পরিবার ? কিন্তু, ওই গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে বিজেপিপ্রার্থী জয়লাভ করেছেন ৷ তাই শাসকদলের তরফে সরকারি পরিষেবা আটকে রাখা হয়েছে ৷ এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলাইকুন্ডু গ্রামে ৷ জানা গিয়েছে, গ্রামে ভোটার সংখ্যা প্রায় 1 হাজার ৷

গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার তালিকাতে গ্রামের কোন মানুষেরই নাম নেই ৷ কিন্তু, গ্রামের প্রত্যেকটি মানুষই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য ৷ ভাঙাচোরা মাটির বাড়িতে অধিকাংশ মানুষের জীবনযাপন ৷ তারপরেও আবাস যোজনার তালিকায় গ্রামের কারও নাম নেই ৷ আর সেই নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে ।গ্রাম পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় বিজেপি নেতা নির্মল বেরা বলেন, ‘‘এই গ্রাম অর্থাৎ, বুথের মানুষ সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন ৷ এই নিয়ে তাঁরা একাধিক বার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি ৷ তৃণমুল কারসাজি করে এই বুথ তথা কলাইকুন্ডু গ্রামের মানুষদের সমস্ত সরকারি পরষেবা থেকে বঞ্চিত রেখেছে ৷’’

আরও পড়ুন: আবাসে দুর্নীতি নয়, দেরি হয়েছে ! বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

অপরদিকে তৃণমূল পরিচালিত পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী ঘোষের বিস্ফোরক দাবি, শুধু একটি গ্রাম নয় এরকম কয়েকটি গ্রাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাই তিনি দুঃখিত ৷ প্রকৃত গরীব মানুষরা বাড়ি পাক তিনিও চান ৷ এনিয়ে ব্লক প্রশাসনকে তিনি জানিয়েছেন বলে জানান দিপালী ঘোষ ৷ গ্রামবাসীদের অভিযোগ, সরকারি পাকা বাড়ি পাওয়ার আশায় প্রশাসনের দরজায় ঘুরেও কোনও সুরাহা হয়নি ৷ সরকারি আবাস যোজনার বাড়ি তো দূর অস্ত অন্যান্য একাধিক সুযোগ সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত বলে অভিযোগ ৷

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই কলাইকুন্ডু গ্রামের বাসিন্দাদের

দাসপুর, 10 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে চরম গাফিলতির অভিযোগ ৷ যোগ্য হয়েও পুরো একটি বুথের একজন উপভোক্তাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ উঠেছে (Although Eligible Name is Not in List of Pradhan Mantri Aawas Yojana) ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলাইকুন্ডু গ্রামের ঘটনা ৷ ওই বুথের বাসিন্দা এবং বিজেপির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছিল বিজেপি ৷ সেই কারণে সরকারি সমস্ত পরিষেবা থেকে ওই বুথের নাগরিকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ৷ এক কথায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই গ্রামের বাসিন্দারা ৷ এমনই অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের ৷

রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড ও বসতবাড়ি ৷ কিন্তু, ওই গ্রামে আবাস যোজনার তালিকাতেই আসল না কারও নাম ৷ তবে, কি গ্রামে নেই কোনও দরিদ্র পরিবার ? কিন্তু, ওই গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে বিজেপিপ্রার্থী জয়লাভ করেছেন ৷ তাই শাসকদলের তরফে সরকারি পরিষেবা আটকে রাখা হয়েছে ৷ এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলাইকুন্ডু গ্রামে ৷ জানা গিয়েছে, গ্রামে ভোটার সংখ্যা প্রায় 1 হাজার ৷

গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার তালিকাতে গ্রামের কোন মানুষেরই নাম নেই ৷ কিন্তু, গ্রামের প্রত্যেকটি মানুষই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য ৷ ভাঙাচোরা মাটির বাড়িতে অধিকাংশ মানুষের জীবনযাপন ৷ তারপরেও আবাস যোজনার তালিকায় গ্রামের কারও নাম নেই ৷ আর সেই নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে ।গ্রাম পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় বিজেপি নেতা নির্মল বেরা বলেন, ‘‘এই গ্রাম অর্থাৎ, বুথের মানুষ সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন ৷ এই নিয়ে তাঁরা একাধিক বার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি ৷ তৃণমুল কারসাজি করে এই বুথ তথা কলাইকুন্ডু গ্রামের মানুষদের সমস্ত সরকারি পরষেবা থেকে বঞ্চিত রেখেছে ৷’’

আরও পড়ুন: আবাসে দুর্নীতি নয়, দেরি হয়েছে ! বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

অপরদিকে তৃণমূল পরিচালিত পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী ঘোষের বিস্ফোরক দাবি, শুধু একটি গ্রাম নয় এরকম কয়েকটি গ্রাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাই তিনি দুঃখিত ৷ প্রকৃত গরীব মানুষরা বাড়ি পাক তিনিও চান ৷ এনিয়ে ব্লক প্রশাসনকে তিনি জানিয়েছেন বলে জানান দিপালী ঘোষ ৷ গ্রামবাসীদের অভিযোগ, সরকারি পাকা বাড়ি পাওয়ার আশায় প্রশাসনের দরজায় ঘুরেও কোনও সুরাহা হয়নি ৷ সরকারি আবাস যোজনার বাড়ি তো দূর অস্ত অন্যান্য একাধিক সুযোগ সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.