ETV Bharat / state

10 জনের বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সিনিয়র নার্স

চারিদিকে যখন টিকাকরণ নিয়ে একের পর এক ইস্যু সামনে আসছে তখন 10 জনের জন্য বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দাঁতন গ্রামীণ হাসপাতালে ৷ এ বিষয়ে কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ?

দাঁতন হাসপাতাল
দাঁতন হাসপাতাল
author img

By

Published : Jul 28, 2021, 9:32 AM IST

দাঁতন, 28 জুলাই : করোনার টিকা দেওয়া নিয়ে বিভিন্ন ঘটনা একাধিকবার সামনে এসেছে ৷ এবার 10 জনের জন্য বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে ৷ যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা । তাঁর বক্তব্য, সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিমাণ সঠিক হলে 10 জনের টিকা 12 জনকে দেওয়া যেতেই পারে ।

দাঁতন 1 নম্বর ব্লকের এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক । প্রশ্ন উঠছে পরিমাণের তুলনায় কম মাত্রায় টিকা শরীরে গেলে আদৌ কি তা কার্যকর হবে ? এ বিষয়ে অবশ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভয় দিয়েছেন ৷ তিনি বলছেন, জানুয়ারি মাসে একটি সরকারি নির্দেশিকায় বলা হয় একটি ভায়ালে ছয় জনকে প্রতিষেধক দেওয়া যেতে পারে । তাতে কোনও ক্ষতি হবে না । প্রতিষেধক যাতে নষ্ট না হয় সেই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে ।

জানা গিয়েছে, নিয়মানুযায়ী প্রতিষেধকের একটি ভায়াল থেকে 10 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তা দেওয়া হয়েছে 12 জনকে । অভিযোগের তির টিকাকরণের দায়িত্বে থাকা এক সিনিয়র নার্সের দিকে ।

10 জনের টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে, কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

আরও পড়ুন : HS Result : 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের কর্মী সংগঠনের নেতা সুব্রত সরকার জানান, দাঁতনের কয়েকজন নার্স ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর আমরা বিষয়টি স্বাস্থ্য বিভাগে জানিয়েছি ।
জেলায় জেলায় টিকাকরণ নিয়ে যখন একাধিক ঘটনা সামনে আসছে, সাধারণ মানুষ রাত-দিন টিকা নেওয়ার জন্য লাইন দিচ্ছেন, এমনকি পরস্পরের মধ্যে বচসাতেও জড়িয়ে পড়ছেন তখন একজন সিনিয়র নার্স কেন এইরকম ভুল করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন ।

দাঁতন, 28 জুলাই : করোনার টিকা দেওয়া নিয়ে বিভিন্ন ঘটনা একাধিকবার সামনে এসেছে ৷ এবার 10 জনের জন্য বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে ৷ যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা । তাঁর বক্তব্য, সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিমাণ সঠিক হলে 10 জনের টিকা 12 জনকে দেওয়া যেতেই পারে ।

দাঁতন 1 নম্বর ব্লকের এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক । প্রশ্ন উঠছে পরিমাণের তুলনায় কম মাত্রায় টিকা শরীরে গেলে আদৌ কি তা কার্যকর হবে ? এ বিষয়ে অবশ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভয় দিয়েছেন ৷ তিনি বলছেন, জানুয়ারি মাসে একটি সরকারি নির্দেশিকায় বলা হয় একটি ভায়ালে ছয় জনকে প্রতিষেধক দেওয়া যেতে পারে । তাতে কোনও ক্ষতি হবে না । প্রতিষেধক যাতে নষ্ট না হয় সেই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে ।

জানা গিয়েছে, নিয়মানুযায়ী প্রতিষেধকের একটি ভায়াল থেকে 10 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তা দেওয়া হয়েছে 12 জনকে । অভিযোগের তির টিকাকরণের দায়িত্বে থাকা এক সিনিয়র নার্সের দিকে ।

10 জনের টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে, কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

আরও পড়ুন : HS Result : 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের কর্মী সংগঠনের নেতা সুব্রত সরকার জানান, দাঁতনের কয়েকজন নার্স ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর আমরা বিষয়টি স্বাস্থ্য বিভাগে জানিয়েছি ।
জেলায় জেলায় টিকাকরণ নিয়ে যখন একাধিক ঘটনা সামনে আসছে, সাধারণ মানুষ রাত-দিন টিকা নেওয়ার জন্য লাইন দিচ্ছেন, এমনকি পরস্পরের মধ্যে বচসাতেও জড়িয়ে পড়ছেন তখন একজন সিনিয়র নার্স কেন এইরকম ভুল করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.