ETV Bharat / state

10 জনের বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সিনিয়র নার্স - দাঁতন

চারিদিকে যখন টিকাকরণ নিয়ে একের পর এক ইস্যু সামনে আসছে তখন 10 জনের জন্য বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দাঁতন গ্রামীণ হাসপাতালে ৷ এ বিষয়ে কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ?

দাঁতন হাসপাতাল
দাঁতন হাসপাতাল
author img

By

Published : Jul 28, 2021, 9:32 AM IST

দাঁতন, 28 জুলাই : করোনার টিকা দেওয়া নিয়ে বিভিন্ন ঘটনা একাধিকবার সামনে এসেছে ৷ এবার 10 জনের জন্য বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে ৷ যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা । তাঁর বক্তব্য, সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিমাণ সঠিক হলে 10 জনের টিকা 12 জনকে দেওয়া যেতেই পারে ।

দাঁতন 1 নম্বর ব্লকের এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক । প্রশ্ন উঠছে পরিমাণের তুলনায় কম মাত্রায় টিকা শরীরে গেলে আদৌ কি তা কার্যকর হবে ? এ বিষয়ে অবশ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভয় দিয়েছেন ৷ তিনি বলছেন, জানুয়ারি মাসে একটি সরকারি নির্দেশিকায় বলা হয় একটি ভায়ালে ছয় জনকে প্রতিষেধক দেওয়া যেতে পারে । তাতে কোনও ক্ষতি হবে না । প্রতিষেধক যাতে নষ্ট না হয় সেই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে ।

জানা গিয়েছে, নিয়মানুযায়ী প্রতিষেধকের একটি ভায়াল থেকে 10 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তা দেওয়া হয়েছে 12 জনকে । অভিযোগের তির টিকাকরণের দায়িত্বে থাকা এক সিনিয়র নার্সের দিকে ।

10 জনের টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে, কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

আরও পড়ুন : HS Result : 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের কর্মী সংগঠনের নেতা সুব্রত সরকার জানান, দাঁতনের কয়েকজন নার্স ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর আমরা বিষয়টি স্বাস্থ্য বিভাগে জানিয়েছি ।
জেলায় জেলায় টিকাকরণ নিয়ে যখন একাধিক ঘটনা সামনে আসছে, সাধারণ মানুষ রাত-দিন টিকা নেওয়ার জন্য লাইন দিচ্ছেন, এমনকি পরস্পরের মধ্যে বচসাতেও জড়িয়ে পড়ছেন তখন একজন সিনিয়র নার্স কেন এইরকম ভুল করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন ।

দাঁতন, 28 জুলাই : করোনার টিকা দেওয়া নিয়ে বিভিন্ন ঘটনা একাধিকবার সামনে এসেছে ৷ এবার 10 জনের জন্য বরাদ্দ টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে ৷ যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা । তাঁর বক্তব্য, সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিমাণ সঠিক হলে 10 জনের টিকা 12 জনকে দেওয়া যেতেই পারে ।

দাঁতন 1 নম্বর ব্লকের এই ঘটনায় দেখা দিয়েছে বিতর্ক । প্রশ্ন উঠছে পরিমাণের তুলনায় কম মাত্রায় টিকা শরীরে গেলে আদৌ কি তা কার্যকর হবে ? এ বিষয়ে অবশ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক অভয় দিয়েছেন ৷ তিনি বলছেন, জানুয়ারি মাসে একটি সরকারি নির্দেশিকায় বলা হয় একটি ভায়ালে ছয় জনকে প্রতিষেধক দেওয়া যেতে পারে । তাতে কোনও ক্ষতি হবে না । প্রতিষেধক যাতে নষ্ট না হয় সেই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে ।

জানা গিয়েছে, নিয়মানুযায়ী প্রতিষেধকের একটি ভায়াল থেকে 10 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তা দেওয়া হয়েছে 12 জনকে । অভিযোগের তির টিকাকরণের দায়িত্বে থাকা এক সিনিয়র নার্সের দিকে ।

10 জনের টিকা 12 জনকে দেওয়ার অভিযোগ উঠল দাঁতন গ্রামীণ হাসপাতালে, কী বলছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

আরও পড়ুন : HS Result : 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের কর্মী সংগঠনের নেতা সুব্রত সরকার জানান, দাঁতনের কয়েকজন নার্স ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পর আমরা বিষয়টি স্বাস্থ্য বিভাগে জানিয়েছি ।
জেলায় জেলায় টিকাকরণ নিয়ে যখন একাধিক ঘটনা সামনে আসছে, সাধারণ মানুষ রাত-দিন টিকা নেওয়ার জন্য লাইন দিচ্ছেন, এমনকি পরস্পরের মধ্যে বচসাতেও জড়িয়ে পড়ছেন তখন একজন সিনিয়র নার্স কেন এইরকম ভুল করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.