ETV Bharat / state

Theft Case in Paschim Medinipur: দোকান থেকে 5 হাজার টাকা হাতানোর অভিযোগে নাবালককে পিছমোড়া করে জিজ্ঞাসাবাদ - টাকা হাতানোর অভিযোগ নাবালকের বিরুদ্ধে

দোকানের জিনিস কেনার অছিলায় টাকা হাতানোর অভিযোগে (Allegation of Theft Against a Minor Boy) ৷ নাবালককে পিছমোড়া করে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান নেশার টাকার জন্যই সে চুরি করতে গিয়েছিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 5:42 PM IST

নাবালককে পিছমোড়া করে বেঁধে জিজ্ঞাসাবাদ

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 13 মার্চ: দোকানে জিনিস কিনতে এসে টাকা হাতানোর অভিযোগ নাবালকের বিরুদ্ধে (Theft in Paschim Medinipur)৷ সবক শেখাতে 8 বছরের বালককে হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ স্থানীয়দের ৷ রবিবার দাসপুরের টালিভাটায় এই ঘটনাটি ঘটেছে ৷ যদিও দোকান মালিক টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন ৷ তবে এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার টালিভাটা বাজার এলাকায় বিশ্বনাথ শাসমল নামের এক ব্যক্তির আলু পেঁয়াজের দোকান আছে ।সেখানে রবিবার বিকেল নাগাদ দুই বালক ডিম কিনতে যায় । অভিযোগ, তাদের মধ্যে একজন বালক ওই দোকানির চোখের আড়ালে হতেই, তার ক্যাশ বাক্স থেকে 5 হাজার টাকা পকেটে পুরে নেয়। দোকানের মালিক বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন ওই বালককে । ঘটনাটি এলাকায় চাউর হতেই হতেই স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন ৷ চুরির অভিযোগে ধৃত বালককে খুঁটিতে পেছনমোড়া করে দড়ি দিয়ে বেঁধে চলে জিজ্ঞাসাবাদ ।

দোকানের মালিক জানান, তাঁর ক্যাশ বাক্সে 5000 টাকা ছিল ৷ সেটা নিয়ে পকেটে ঢুকিয়ে দেয় এক বালক । সেটি বুঝতে পেরেই তাকে হাতেনাতে ধরে ফেলেন । যদিও সেই টাকা ফেরত পেয়েছেন বলে জানান দোকান মালিক বিশ্বনাথ শাসমল। ধৃত ওই নাবালকের কাছে বেশকিছু নেশাজাত দ্রব্যও মিলেছে বলে জানা গিয়েছে । এরপরেই স্থানীয় বাসিন্দারা দাসপুর থানায় খবর দেন ৷ পুলিশ এসে 8 বছরের এই উদ্ধার করে ৷ থানায় কোনও চুরির অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযুক্ত স্থানীয় এলাকার বাসিন্দা ৷ এদিকে অভিযুক্তের সঙ্গে থাকা অপর বালক পলাতক ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত বালক ওই এলাকাতেই থাকে । প্রাথমিকভাবে অনুমান, এই বয়সে নেশা-ভান করার টাকা জোগাড় করতে গিয়ে এমন চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই বালক ৷ তবে যাইহোক চুরির দায়ে এক বালককে পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে এভাবে দীর্ঘক্ষণ জেরার নামে আটকে রাখার ভিডিয়ো সোশাল মাধ্যমে ভাইরাল হতেই মানবিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷

আরও পডু়ন : দত্তপুকুরে এক মোবাইলের দোকানে বড় চুরি

প্রসঙ্গত, জঙ্গলমহল সহ ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা এবং খড়গপুর এলাকায় প্রায়দিনই কোন না কোনও চুরির ঘটনা ঘটছে । যেখানে শুধু টাকা চুরি নয় সেই সঙ্গে মোটরসাইকেল সাইকেল-সহ চারচাকা চুরির ঘটনা ঘটছে । দিনে-দুপুরে শহরের বিধান নগর শরৎপল্লী এলাকাতেও চুরির ঘটনা ঘটছে । যেখানে মোবাইল এবং দরজা ভেঙে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে ৷ বাদ যাচ্ছে না মন্দিরে চুরির ঘটনাও ৷ তবে এই ঘটনায় পুলিশের সক্রিয়তা এবং সচেতনতার সঙ্গে সঙ্গে যাতে মানুষের সচেতন হয় সেই বিষয়েই বার্তা দেওয়া দরকার আছে বলে মনে করছে এলাকার মানুষজন ।

নাবালককে পিছমোড়া করে বেঁধে জিজ্ঞাসাবাদ

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 13 মার্চ: দোকানে জিনিস কিনতে এসে টাকা হাতানোর অভিযোগ নাবালকের বিরুদ্ধে (Theft in Paschim Medinipur)৷ সবক শেখাতে 8 বছরের বালককে হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ স্থানীয়দের ৷ রবিবার দাসপুরের টালিভাটায় এই ঘটনাটি ঘটেছে ৷ যদিও দোকান মালিক টাকা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন ৷ তবে এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার টালিভাটা বাজার এলাকায় বিশ্বনাথ শাসমল নামের এক ব্যক্তির আলু পেঁয়াজের দোকান আছে ।সেখানে রবিবার বিকেল নাগাদ দুই বালক ডিম কিনতে যায় । অভিযোগ, তাদের মধ্যে একজন বালক ওই দোকানির চোখের আড়ালে হতেই, তার ক্যাশ বাক্স থেকে 5 হাজার টাকা পকেটে পুরে নেয়। দোকানের মালিক বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন ওই বালককে । ঘটনাটি এলাকায় চাউর হতেই হতেই স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন ৷ চুরির অভিযোগে ধৃত বালককে খুঁটিতে পেছনমোড়া করে দড়ি দিয়ে বেঁধে চলে জিজ্ঞাসাবাদ ।

দোকানের মালিক জানান, তাঁর ক্যাশ বাক্সে 5000 টাকা ছিল ৷ সেটা নিয়ে পকেটে ঢুকিয়ে দেয় এক বালক । সেটি বুঝতে পেরেই তাকে হাতেনাতে ধরে ফেলেন । যদিও সেই টাকা ফেরত পেয়েছেন বলে জানান দোকান মালিক বিশ্বনাথ শাসমল। ধৃত ওই নাবালকের কাছে বেশকিছু নেশাজাত দ্রব্যও মিলেছে বলে জানা গিয়েছে । এরপরেই স্থানীয় বাসিন্দারা দাসপুর থানায় খবর দেন ৷ পুলিশ এসে 8 বছরের এই উদ্ধার করে ৷ থানায় কোনও চুরির অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযুক্ত স্থানীয় এলাকার বাসিন্দা ৷ এদিকে অভিযুক্তের সঙ্গে থাকা অপর বালক পলাতক ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত বালক ওই এলাকাতেই থাকে । প্রাথমিকভাবে অনুমান, এই বয়সে নেশা-ভান করার টাকা জোগাড় করতে গিয়ে এমন চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই বালক ৷ তবে যাইহোক চুরির দায়ে এক বালককে পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে এভাবে দীর্ঘক্ষণ জেরার নামে আটকে রাখার ভিডিয়ো সোশাল মাধ্যমে ভাইরাল হতেই মানবিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷

আরও পডু়ন : দত্তপুকুরে এক মোবাইলের দোকানে বড় চুরি

প্রসঙ্গত, জঙ্গলমহল সহ ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা এবং খড়গপুর এলাকায় প্রায়দিনই কোন না কোনও চুরির ঘটনা ঘটছে । যেখানে শুধু টাকা চুরি নয় সেই সঙ্গে মোটরসাইকেল সাইকেল-সহ চারচাকা চুরির ঘটনা ঘটছে । দিনে-দুপুরে শহরের বিধান নগর শরৎপল্লী এলাকাতেও চুরির ঘটনা ঘটছে । যেখানে মোবাইল এবং দরজা ভেঙে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে ৷ বাদ যাচ্ছে না মন্দিরে চুরির ঘটনাও ৷ তবে এই ঘটনায় পুলিশের সক্রিয়তা এবং সচেতনতার সঙ্গে সঙ্গে যাতে মানুষের সচেতন হয় সেই বিষয়েই বার্তা দেওয়া দরকার আছে বলে মনে করছে এলাকার মানুষজন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.