ETV Bharat / state

Sabooj Sathi Scheme: সবুজ সাথীর সাইকেল পিছু টাকা নেওয়ার অভিযোগ, স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের - Sabooj Sathi Cycle Scheme

টাকা নিয়ে এলে তবেই মিলবে সবুজ সাথীর সাইকেল ৷ এমনই নির্দেশ দিয়ে বিতর্কে প্রধান শিক্ষক ৷ চন্দ্রকোনা 2 ব্লকের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷

ETV Bharat
সবুজ সাথীর সাইকেল পিছু পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ
author img

By

Published : Mar 30, 2023, 10:40 PM IST

সবুজ সাথীর সাইকেল পিছু পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ

চন্দ্রকোনা, 30 মার্চ: 50 টাকা নিয়ে এলে তবেই দেওয়া হবে সাইকেল ৷ এমনটাই নাকি বলেছেন স্কুলের প্রধান শিক্ষক ৷ আর তাতেই বেজায় চটেছে ছাত্ররা ৷ স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভে নেমে পড়েছে তারা ৷ এমনকী বিষয়টা ইতিমধ্যেই স্থানীয় বিডিওকেও জানিয়েছে পড়ুয়ারা ৷ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ৷ বুধবার থেকে স্কুলে সবুজ সাথীর সাইকেল দেওয়া শুরু হচ্ছে ৷ কিন্তু দশম শ্রেণির ছাত্রদের অভিযোগ, যারা 50 টাকা করে নিয়ে আসছে একমাত্র তাদেরই সাইকেল দেওয়া হচ্ছে ৷ বাকিদের বলা হচ্ছে আগে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে তারপর তাদের সাইকেল দেওয়া হবে ৷

বিষয়টি ছাত্রদের থেকে জানতে পারার পরই তৎপর হন চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও অমিত ঘোষ ৷ তিনি বলেন, "অভিযোগ পেয়েছি যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার জন্য পড়ুয়াদের থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে ৷ যদি এটা সত্যিই হয়ে থাকে তবে তা চরম অন্যায় ৷ সরকারি প্রকল্পে কোনও টাকা নেওয়া যায় না ৷ সাইকেল পৌঁছনোর গাড়ি ভাড়া বাবদ ছাত্রদের থেকে এই 50 টাকা করে চাওয়া হচ্ছে ৷ কিন্তু সাইকেল তো আমরাই পৌঁছে দিয়ে থাকি ৷ তাহলে কেন ছাত্রদের থেকে নেওয়া হবে টাকা ? তেমন হলে আমাদের বলুক আমরা টাকা পাঠিয়ে দেব ৷"

যদিও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্কুলের টিচার ইন চার্জ ঝন্টু কুমার রায় । স্কুলের প্রধান শিক্ষক বলেন, "কয়েকজন ছাত্রের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে ।" এই ঘটনায় ছাত্ররা জানায়, বিডিওর কাছ থেকে নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ ৷ তড়িঘড়ি পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হয় টাকা ৷

আরও পড়ুন : সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে হাটে, উদ্ধার 17টি সাইকেল

সবুজ সাথীর সাইকেল পিছু পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ

চন্দ্রকোনা, 30 মার্চ: 50 টাকা নিয়ে এলে তবেই দেওয়া হবে সাইকেল ৷ এমনটাই নাকি বলেছেন স্কুলের প্রধান শিক্ষক ৷ আর তাতেই বেজায় চটেছে ছাত্ররা ৷ স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভে নেমে পড়েছে তারা ৷ এমনকী বিষয়টা ইতিমধ্যেই স্থানীয় বিডিওকেও জানিয়েছে পড়ুয়ারা ৷ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ৷ বুধবার থেকে স্কুলে সবুজ সাথীর সাইকেল দেওয়া শুরু হচ্ছে ৷ কিন্তু দশম শ্রেণির ছাত্রদের অভিযোগ, যারা 50 টাকা করে নিয়ে আসছে একমাত্র তাদেরই সাইকেল দেওয়া হচ্ছে ৷ বাকিদের বলা হচ্ছে আগে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে তারপর তাদের সাইকেল দেওয়া হবে ৷

বিষয়টি ছাত্রদের থেকে জানতে পারার পরই তৎপর হন চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও অমিত ঘোষ ৷ তিনি বলেন, "অভিযোগ পেয়েছি যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার জন্য পড়ুয়াদের থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে ৷ যদি এটা সত্যিই হয়ে থাকে তবে তা চরম অন্যায় ৷ সরকারি প্রকল্পে কোনও টাকা নেওয়া যায় না ৷ সাইকেল পৌঁছনোর গাড়ি ভাড়া বাবদ ছাত্রদের থেকে এই 50 টাকা করে চাওয়া হচ্ছে ৷ কিন্তু সাইকেল তো আমরাই পৌঁছে দিয়ে থাকি ৷ তাহলে কেন ছাত্রদের থেকে নেওয়া হবে টাকা ? তেমন হলে আমাদের বলুক আমরা টাকা পাঠিয়ে দেব ৷"

যদিও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্কুলের টিচার ইন চার্জ ঝন্টু কুমার রায় । স্কুলের প্রধান শিক্ষক বলেন, "কয়েকজন ছাত্রের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে ।" এই ঘটনায় ছাত্ররা জানায়, বিডিওর কাছ থেকে নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ ৷ তড়িঘড়ি পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হয় টাকা ৷

আরও পড়ুন : সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে হাটে, উদ্ধার 17টি সাইকেল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.