ETV Bharat / state

ডাইনি অপবাদে একই পরিবারের 3 মহিলাকে মারধরের অভিযোগ - West Midnapore news

অভিযোগ, গ্রামে কারও শরীর খারাপ হলে বা কারও কোনও ক্ষতি হলেই দায়ি করা হচ্ছে একই পরিবারের তিন মহিলাকে । মারধর করে গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ।

Chandrakona news
ছবি
author img

By

Published : Oct 31, 2020, 9:27 PM IST

চন্দ্রকোনা, 31 অক্টোবর : ফের ডাইনি অপবাদে মারধরের অভিযোগ চন্দ্রকোনায় । একই পরিবারের তিনজনকে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই ছয় মাতব্বরের বিরুদ্ধে । গ্রামের কারও শরীর খারাপ হলেই তার জন্য দায়ি করা হচ্ছে পরিবারের তিন মহিলাকে । পরিবারের সদস্যদের মারধর করে গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে ।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভায় 12 ওয়ার্ডের ভাটপুকুর গ্রামে থাকেন লালী হেমব্রম । অভিযোগ, গ্রামে কারও শরীর খারাপ হলে বা কারও কোনও ক্ষতি হলেই দায়ি করা হচ্ছে লালীদেবী, তাঁর বউমা ও শাশুড়িকে । বেশ কিছুদিন ধরে এমনই অত্যাচার চলছিল লালী হেমব্রমের পরিবারের উপর । হুমকিও আসত মাঝে মাঝে । এরপর আজ বিষয়টি চরমে পৌঁছায় । এলাকারই কয়েকজন মাতব্বর এসে তাঁদের মারধর করে । গ্রামছাড়া করার হুমকিও দেয় । আর এরপরই প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার । এলাকার ছয় মাতব্বরের বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালী হেমব্রম ।

মারধর করে গ্রামছাড়া করার হুমকি একই পরিবারের তিনজনকে

যদিও অপরপক্ষের দাবি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে । অভিযোগকারীর আইনজীবী সমীর ঘোষ বলেন, "ওই পরিবারকে ডাইনির নাম দিয়ে গ্রামের কিছু মানুষ হেনস্থা করেছে । মারধর করে গ্রামছাড়া করার নিদানও দিয়েছে । আমার মক্কেলের সুবিচারের দাবিতে আমি পাশে দাঁড়িয়েছি ।"

চন্দ্রকোনা যুক্তিবাদী সংগঠনের তরফে দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা নিন্দনীয় এবং লজ্জাজনক । একজন মানুষ অন্য একজন মানুষকে একটি কুসংস্কারের নাম নিয়ে ডাইনি অপবাদ দিয়ে মারধর গ্রামছাড়া করবে, এটা খুবই লজ্জাজনক । আমরা খোঁজ নিয়ে অপবাদের শিকার হওয়া এই পরিবারের বাড়ি যাব । কথা বলব । পাশাপাশি প্রশাসনের সাহায্য নেব । তারপর বাকি ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে ।"

একবিংশ শতাব্দীতে এসেও এই ডাইনি কুসংস্কারে আচ্ছন্ন চন্দ্রকোনা । আর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এলাকায় । ডাইনি অপবাদের ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের সক্রিয়তার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

চন্দ্রকোনা, 31 অক্টোবর : ফের ডাইনি অপবাদে মারধরের অভিযোগ চন্দ্রকোনায় । একই পরিবারের তিনজনকে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই ছয় মাতব্বরের বিরুদ্ধে । গ্রামের কারও শরীর খারাপ হলেই তার জন্য দায়ি করা হচ্ছে পরিবারের তিন মহিলাকে । পরিবারের সদস্যদের মারধর করে গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে ।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভায় 12 ওয়ার্ডের ভাটপুকুর গ্রামে থাকেন লালী হেমব্রম । অভিযোগ, গ্রামে কারও শরীর খারাপ হলে বা কারও কোনও ক্ষতি হলেই দায়ি করা হচ্ছে লালীদেবী, তাঁর বউমা ও শাশুড়িকে । বেশ কিছুদিন ধরে এমনই অত্যাচার চলছিল লালী হেমব্রমের পরিবারের উপর । হুমকিও আসত মাঝে মাঝে । এরপর আজ বিষয়টি চরমে পৌঁছায় । এলাকারই কয়েকজন মাতব্বর এসে তাঁদের মারধর করে । গ্রামছাড়া করার হুমকিও দেয় । আর এরপরই প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার । এলাকার ছয় মাতব্বরের বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালী হেমব্রম ।

মারধর করে গ্রামছাড়া করার হুমকি একই পরিবারের তিনজনকে

যদিও অপরপক্ষের দাবি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে । অভিযোগকারীর আইনজীবী সমীর ঘোষ বলেন, "ওই পরিবারকে ডাইনির নাম দিয়ে গ্রামের কিছু মানুষ হেনস্থা করেছে । মারধর করে গ্রামছাড়া করার নিদানও দিয়েছে । আমার মক্কেলের সুবিচারের দাবিতে আমি পাশে দাঁড়িয়েছি ।"

চন্দ্রকোনা যুক্তিবাদী সংগঠনের তরফে দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা নিন্দনীয় এবং লজ্জাজনক । একজন মানুষ অন্য একজন মানুষকে একটি কুসংস্কারের নাম নিয়ে ডাইনি অপবাদ দিয়ে মারধর গ্রামছাড়া করবে, এটা খুবই লজ্জাজনক । আমরা খোঁজ নিয়ে অপবাদের শিকার হওয়া এই পরিবারের বাড়ি যাব । কথা বলব । পাশাপাশি প্রশাসনের সাহায্য নেব । তারপর বাকি ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে ।"

একবিংশ শতাব্দীতে এসেও এই ডাইনি কুসংস্কারে আচ্ছন্ন চন্দ্রকোনা । আর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এলাকায় । ডাইনি অপবাদের ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের সক্রিয়তার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.