শালবনী, 24 এপ্রিল: পঞ্চায়েতে ভোট দিতে হবে বুথে থাকা তৃণমূল এজেন্টের দেখিয়ে ! জনসংযোগে গিয়ে এইরকম নিদান দিয়ে বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্য ফুলটুসি দাস। পঞ্চায়েত সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলেরই জেলা সভাপতি। ঘটনায় তীব্র কটাক্ষ বিরোধীদের ।
একদিকে সাধারণ ভোটারদের গুরুত্ব দিতে দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 'তৃণমূলের নব জোয়ার' কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ শুরু করছেন ৷ তখনই শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের তিলাবনী বুথের এক পঞ্চায়েত সদস্য ফুলটুসির দাসের বক্তব্যে বিতর্ক শুরু হয়েছে । অভিযোগ, বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচির সময়েই পঞ্চায়েত সদস্য ফুলটুসি দাসের নিদান, পঞ্চায়েত নির্বাচনের সময় বুথে থাকা তৃণমূলের এজেন্টদের দেখিয়ে ভোট দিতে হবে ভোটারদের । এটাই দলের নির্দেশ বলেও গ্রামবাসীদের কাছে দাবি করতে শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ।
অভিযোগ, সম্প্রতি তিনি এলাকায় গ্রামবাসীদের কাছে যান এবং সেখানে তিনি দিদির কর্মসূচির কথা যেমন তুলে ধরেন ৷ তেমনি নানান ধরনের প্রকল্পের কথাও জানান গ্রামবাসীদের । এক প্রকার ধমকের সুরেই বলেন, "দিদি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সুবিধা দিয়েছে, তাই আপনারা ভোট দেবেন একমাত্র তৃণমূলকে । অন্য কোথাও যেন ভোট না পড়ে ।" তিনি আরও জানান, এবারের ভোট সম্পূর্ণভাবে আপনারা আমাদের দলের এজেন্টকে দেখিয়ে দেবেন ৷ তবেই আমরা মানব। পঞ্চায়েত সদস্যের এমন মন্তব্যে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল ।
ওই নেত্রীর মন্তব্যকে দল যে অনুমোদন করে না এমনটাই দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচির কথা উল্লেখ করে জেলার তৃণমূল সভাপতির দাবি, দলের অবস্থান না-বুঝেই মন্তব্য করেছেন পঞ্চায়েত সদস্য। এমনকী পঞ্চায়েত সদস্যের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ দলের জেলা সভাপতি । যদিও নিজের অবস্থানে অনড় তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। এমন মন্তব্যে কোন ভুলই দেখছেন না তৃণমূলের দাপুটে নেত্রী ফুলটুসি দাস ।
আরও পড়ুন: কর্পোরেটের ধাঁচে তৈরি হচ্ছে অভিষেকের তাঁবু, দুই জেলায় খরচ 73 লক্ষ
পঞ্চায়েত সদস্য়ার এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, "যেখানে তৃণমূল সুপ্রিমো নানান ধরনের মন্তব্য করে থাকেন, সেখানে পঞ্চায়েত সদস্য এই ধরনের মন্তব্য করবে; এটাই তো স্বাভাবিক । তবে এটা অসাংবিধানিক এবং পুলিশের অবিলম্বে গ্রেফতার করা উচিত ওই পঞ্চায়েত সদস্যাকে ।