ETV Bharat / state

Madhyamik Examination 2022 : সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা ছাত্রের - chandrokona

রাতের অন্ধকারে কামড়েছে সাপ ৷ গ্রামীণ হাসপাতালে বসে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী (After snake bite student gives Madhyamik exam in Chandrakona) । চিকিৎসকের পরামর্শ মতই চলেছে তার পরীক্ষা। শারীরিক পরীক্ষার রিপোর্ট এলেই জানা যাবে কোন সাপে কামড়েছে তাকে ৷

Chandrakona Madhyamik Exam News
chandrakona student
author img

By

Published : Mar 7, 2022, 7:03 PM IST

Updated : Mar 7, 2022, 7:24 PM IST

চন্দ্রকোনা, 7 মার্চ : সাপের কামড় খেয়েও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী পলাশচাবড়ি নিগমানন্দ হাইস্কুলের ছাত্র গৌতম ঘোষ (after snake bite student gives Madhyamik exam in Chandrakona) ৷ আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পরে সে ।

প্রসঙ্গত, গতকাল রাতে গৌতম ঘোষকে কোনও কিছু কামড়ায় ৷ বাড়ির লোক লাইট মেরে দেখেন সেটা সাপ ৷ তারপরই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে । গৌতমের কোনওরকম উপসর্গ না থাকায় চিকিৎসক বাড়ি ফেরত পাঠিয়ে দেয় ছাত্রটিকে ৷ কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে সে ফের অসুস্থ হয়ে পড়ে ৷ পা ফুলে যায়, বমি করে ৷ অবশেষে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে চন্দ্রকোনা জিরাট হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আবার চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে আসেন শিক্ষকরা ৷ সেখানে চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসারত অবস্থায় পরীক্ষা দেয় গৌতম (Madhyamik Examination 2022) ।

হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল গৌতম

আরও পড়ুন : Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বপননীল মিস্ত্রি বলেন, "রবিবার রাতে বাড়ির মধ্যে সাপে কামড় দেয় গৌতম ঘোষকে । চিকিৎসকদের অনুমান চন্দ্রবোড়া সাপই তাকে কামড় দিয়েছিল । রাতেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য সে আসে ৷ কিন্তু কোনওরকম উপসর্গ না থাকায় চিকিৎসকরা বাড়ি ফেরত পাঠিয়ে দেয় ছাত্রটিকে ৷ আজ আবার অসুস্থ হলে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে । হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিয়েছে গৌতম । তার শারীরিক পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে কোন সাপে কামড়েছে তাকে ৷ "

চন্দ্রকোনা, 7 মার্চ : সাপের কামড় খেয়েও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী পলাশচাবড়ি নিগমানন্দ হাইস্কুলের ছাত্র গৌতম ঘোষ (after snake bite student gives Madhyamik exam in Chandrakona) ৷ আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পরে সে ।

প্রসঙ্গত, গতকাল রাতে গৌতম ঘোষকে কোনও কিছু কামড়ায় ৷ বাড়ির লোক লাইট মেরে দেখেন সেটা সাপ ৷ তারপরই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে । গৌতমের কোনওরকম উপসর্গ না থাকায় চিকিৎসক বাড়ি ফেরত পাঠিয়ে দেয় ছাত্রটিকে ৷ কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে সে ফের অসুস্থ হয়ে পড়ে ৷ পা ফুলে যায়, বমি করে ৷ অবশেষে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে চন্দ্রকোনা জিরাট হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আবার চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে আসেন শিক্ষকরা ৷ সেখানে চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসারত অবস্থায় পরীক্ষা দেয় গৌতম (Madhyamik Examination 2022) ।

হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল গৌতম

আরও পড়ুন : Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বপননীল মিস্ত্রি বলেন, "রবিবার রাতে বাড়ির মধ্যে সাপে কামড় দেয় গৌতম ঘোষকে । চিকিৎসকদের অনুমান চন্দ্রবোড়া সাপই তাকে কামড় দিয়েছিল । রাতেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য সে আসে ৷ কিন্তু কোনওরকম উপসর্গ না থাকায় চিকিৎসকরা বাড়ি ফেরত পাঠিয়ে দেয় ছাত্রটিকে ৷ আজ আবার অসুস্থ হলে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে । হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিয়েছে গৌতম । তার শারীরিক পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে কোন সাপে কামড়েছে তাকে ৷ "

Last Updated : Mar 7, 2022, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.