ETV Bharat / state

GST প্রত্যাহারে প্রাণ ফিরেছে শালপাতা শিল্পে, আয় বেড়েছে শ্রমিকদের

author img

By

Published : Feb 12, 2020, 11:45 PM IST

শালপাতার উপর থেকে GST উঠে যাওয়ার পর লাভের মুখ দেখতে শুরু করেছেন শালপাতা শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন ৷ আবারও চাঙ্গা হয়ে উঠেছে শালপাতা শিল্প ৷

aa
শালপাতা

গড়বেতা, 12 ফেব্রুয়ারি : প্রাণ ফিরছে শালপাতা শিল্পের ৷ GST উঠে যাওয়ায় ছন্দে ফিরেছে বাংলার শালপাতা শিল্প ৷ ফের লাভের মুখ দেখতে শুরু করেছেন শালপাতা ব্যবসায়ীরা ৷ আয় বেড়েছে শ্রমিকদেরও ৷ GST লাগু হওয়ার পর শালপাতাজাত দ্রব্যের উৎপাদন ব্যয় বেড়ে যায় ৷ লাভ তলানিতে ঠেকে ৷ আয় কমে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েন শ্রমিকরা ৷ এরপর শালপাতার উপর থেকে GST প্রত্যাহারে দাবি নিয়ে দিল্লির যন্তর-মন্তরে ধরনা দেয় শালপাতা বাঁচাও কমিটি ৷ এরপর সরকার শালপাতার উপর থেকে GST প্রত্যাহার করে ৷ এখন আয় বাড়তে শুরু করেছে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের ৷

মেদিনীপুরের গড়বেতা জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষদের একমাত্র উপার্জনের পথ শালপাতা ৷ শুধু জঙ্গলমহল নয় ৷ গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড, শালবনির বনাঞ্চল এলাকায় বসবাসকারী মানুষদের রুটি-রুজির একমাত্র মাধ্যম শালপাতা । 2017 সালে শালপাতাতে 18% GST লাগু হয় ৷ দাম কমতে থাকে শালপাতার ৷ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন শালপাতা শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা ৷ কাজ হারিয়ে ফেলার আশঙ্কা তৈরি হয় ৷ শালপাতার উপর থেকে GST প্রত্যাহারে দাবি নিয়ে 2018 সালে 5 এপ্রিল যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভে বসে শালপাতা বাঁচাও কমিটি ৷ 2018 সালে 21 জুলাই শালপাতার উপর GST কমিয়ে 5 % করা হয় ৷ 2019-এর শেষে পুরোপুরিভাবে শালপাতার উপর থেকে GST তুলে নেওয়া হয়েছে ৷ এরফলে এখন ফের চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে শালপাতা শিল্প ৷ লাভের মুখ দেখতে পাচ্ছেন শ্রমিকরাও ৷

শুনে নিন শালপাতা শিল্প সংগঠনের সম্পাদকের বক্তব্য

এই বিষয়ে শালপাতা শিল্প শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সতীশ সিং জানান, GST লাগু হওয়ার আগে শালপাতা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা সঠিক দাম পেতেন ৷ GST চালু হওয়ার ফলে উৎপাদন ব্যয় বাড়ে ৷ কম টাকা দিয়েই শালপাতা কিনতে হচ্ছিল শালপাতা বিক্রেতাদের কাছ থেকে ৷ স্বাভাবিকভাবেই তাঁদের আয় কমে যায় ৷ এরপর আমরা শালপাতার থেকে GST প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে ধরনা দিই ৷ প্রধানমন্ত্রীর দপ্তরে GST প্রত্যাহারের দাবি জানানো হয় ৷ GST লাগু হওয়ার ফলে ব্যবসায়ীরা শ্রমিকদের থেকে 120 টাকা (হাজার প্রতি) দামে শালপাতা কিনছিল ৷ পুরোপুরিভাবে GST প্রত্যাহারের পরে তাঁরা এখন শ্রমিকদের থেকে 220 টাকা (হাজার প্রতি) দামে শালপাতা কিনছে ৷ এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় 32 লাখ মানুষ যাঁরা শালপাতার সঙ্গে যুক্ত তাঁদের আয় বৃদ্ধি হয়েছে ৷ তাঁর আবেদন, থার্মোকলের ব্যবহার বন্ধ করে, শালপাতার ব্যবহার বাড়ান ৷ তাতে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখবে ৷ আয়ও বাড়াবে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের ৷

শালপাতার শিল্পের সঙ্গে যুক্ত এক মহিলা শ্রমিক স্বপ্না বাগ জানান, যখন শালপাতার উপর GST লাগু ছিল তখন শালপাতার সেলাইয়ের মজুরি কমিয়ে দেওয়া হয়েছিল ৷ 60 টাকা করে দেওয়া হত (হাজার প্রতি) ৷ GST প্রত্যাহার হওয়ার 90 টাকা মজুরি দেওয়া হচ্ছে ৷ এতে আমরা খুশি ৷

গড়বেতা, 12 ফেব্রুয়ারি : প্রাণ ফিরছে শালপাতা শিল্পের ৷ GST উঠে যাওয়ায় ছন্দে ফিরেছে বাংলার শালপাতা শিল্প ৷ ফের লাভের মুখ দেখতে শুরু করেছেন শালপাতা ব্যবসায়ীরা ৷ আয় বেড়েছে শ্রমিকদেরও ৷ GST লাগু হওয়ার পর শালপাতাজাত দ্রব্যের উৎপাদন ব্যয় বেড়ে যায় ৷ লাভ তলানিতে ঠেকে ৷ আয় কমে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েন শ্রমিকরা ৷ এরপর শালপাতার উপর থেকে GST প্রত্যাহারে দাবি নিয়ে দিল্লির যন্তর-মন্তরে ধরনা দেয় শালপাতা বাঁচাও কমিটি ৷ এরপর সরকার শালপাতার উপর থেকে GST প্রত্যাহার করে ৷ এখন আয় বাড়তে শুরু করেছে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের ৷

মেদিনীপুরের গড়বেতা জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষদের একমাত্র উপার্জনের পথ শালপাতা ৷ শুধু জঙ্গলমহল নয় ৷ গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড, শালবনির বনাঞ্চল এলাকায় বসবাসকারী মানুষদের রুটি-রুজির একমাত্র মাধ্যম শালপাতা । 2017 সালে শালপাতাতে 18% GST লাগু হয় ৷ দাম কমতে থাকে শালপাতার ৷ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন শালপাতা শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা ৷ কাজ হারিয়ে ফেলার আশঙ্কা তৈরি হয় ৷ শালপাতার উপর থেকে GST প্রত্যাহারে দাবি নিয়ে 2018 সালে 5 এপ্রিল যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভে বসে শালপাতা বাঁচাও কমিটি ৷ 2018 সালে 21 জুলাই শালপাতার উপর GST কমিয়ে 5 % করা হয় ৷ 2019-এর শেষে পুরোপুরিভাবে শালপাতার উপর থেকে GST তুলে নেওয়া হয়েছে ৷ এরফলে এখন ফের চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে শালপাতা শিল্প ৷ লাভের মুখ দেখতে পাচ্ছেন শ্রমিকরাও ৷

শুনে নিন শালপাতা শিল্প সংগঠনের সম্পাদকের বক্তব্য

এই বিষয়ে শালপাতা শিল্প শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সতীশ সিং জানান, GST লাগু হওয়ার আগে শালপাতা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা সঠিক দাম পেতেন ৷ GST চালু হওয়ার ফলে উৎপাদন ব্যয় বাড়ে ৷ কম টাকা দিয়েই শালপাতা কিনতে হচ্ছিল শালপাতা বিক্রেতাদের কাছ থেকে ৷ স্বাভাবিকভাবেই তাঁদের আয় কমে যায় ৷ এরপর আমরা শালপাতার থেকে GST প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে ধরনা দিই ৷ প্রধানমন্ত্রীর দপ্তরে GST প্রত্যাহারের দাবি জানানো হয় ৷ GST লাগু হওয়ার ফলে ব্যবসায়ীরা শ্রমিকদের থেকে 120 টাকা (হাজার প্রতি) দামে শালপাতা কিনছিল ৷ পুরোপুরিভাবে GST প্রত্যাহারের পরে তাঁরা এখন শ্রমিকদের থেকে 220 টাকা (হাজার প্রতি) দামে শালপাতা কিনছে ৷ এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় 32 লাখ মানুষ যাঁরা শালপাতার সঙ্গে যুক্ত তাঁদের আয় বৃদ্ধি হয়েছে ৷ তাঁর আবেদন, থার্মোকলের ব্যবহার বন্ধ করে, শালপাতার ব্যবহার বাড়ান ৷ তাতে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখবে ৷ আয়ও বাড়াবে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের ৷

শালপাতার শিল্পের সঙ্গে যুক্ত এক মহিলা শ্রমিক স্বপ্না বাগ জানান, যখন শালপাতার উপর GST লাগু ছিল তখন শালপাতার সেলাইয়ের মজুরি কমিয়ে দেওয়া হয়েছিল ৷ 60 টাকা করে দেওয়া হত (হাজার প্রতি) ৷ GST প্রত্যাহার হওয়ার 90 টাকা মজুরি দেওয়া হচ্ছে ৷ এতে আমরা খুশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.