ETV Bharat / state

বেথুনের পর মেদিনীপুর কলেজও ভরতির ফর্মে "মানবধর্ম" - religion

মানবধর্মকে কলেজে ভরতির ফর্মে জায়গা দিয়ে নজির গড়েছিল বেথুন কলেজ । এবার মেদিনীপুর কলেজও প্রথম বর্ষে ভরতির ফর্মে ধর্মের কলামে মানবধর্মকে নিজের ধর্ম হিসেবে বেছে নেওয়ার সুযোগ দিল ।

মেদিনীপুর কলেজ
author img

By

Published : Jun 2, 2019, 8:54 AM IST

মেদিনীপুর, 2 জুন: "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম । বেথুন কলেজের পর এবার মেদিনীপুর অটোনমাস কলেজ । কলেজের প্রথম বর্ষে ভরতির ফর্মে ধর্মের কলামে যে অপশনগুলি দেওয়া রয়েছে তাতে প্রথমেই জায়গা করে নিয়েছে মানবধর্ম । আবেদনকারীরা হিন্দু, ইসলাম, খ্রিস্ট বা অন্য কোনও ধর্মকে বাদ দিয়ে মানবধর্মকে নিজের ধর্ম হিসেবে পছন্দের সুযোগ পাচ্ছেন ।

কিন্তু কেন এই উদ্যোগ?

কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা বলেন, "অনেককেই দেখেছি তাদের ধর্ম প্রকাশ্যে আনতে চায় না । বা অনেকে মানেও না । এটা যেমন একটা বিষয় । তেমনই মানবতাই তো সব চেয়ে বড় ধর্ম । এই ধারণাটাও ছাত্রীদের মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করেছি । আবেদনকারীদের স্বাধীনতা দেওয়া হল, তারা নিজেদের ধর্মও উল্লেখ করতে পারে বা মানবতাকে নিজেদের ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে পারে । "

এই বিষয়ে ছাত্রী বা অভিভাবকদের কী প্রতিক্রিয়া ?

গোপালবাবু বলেন, "এখনও পর্যন্ত ডেটা অ্যানালিসিস করিনি । তবে আমরা যা শুনতে পাচ্ছি যে স্টুডেন্টরা বিষয়টা মেনে নিয়েছে । " পাশাপাশি তিনি জানান, এবার 22টি অনার্স ও 14 টি PG ডিপার্টমেন্ট খোলা হয়েছে । ভর্তি চলবে 10 জুন পর্যন্ত ।

মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আবেদনকারী ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকদের অনেকেই । তাদের একাংশের মতে, এর ফলে অনেকেই নিজের মত প্রকাশের সুযোগ পাচ্ছেন । তবে শুধু কলেজে ভর্তির ক্ষেত্রেই নয় । চাকরির আবেদন থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রেও ধর্ম উল্লেখ করতে হয় আবেদনকারীকে । সেখানে অনেকক্ষেত্রে বিভিন্ন ধর্মের সঙ্গে "অন্যান্য" বলে একটি অপশন থাকে । তবে "অন্যান্য" অপশনের সঙ্গে যদি মানবধর্ম অপশন হিসেবে থাকে তাহলে যে বা যারা কোনও ধর্মেই বিশ্বাস রাখেন না তারা এই অপশনটা পছন্দ করতে পারবে ।

মেদিনীপুর, 2 জুন: "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম । বেথুন কলেজের পর এবার মেদিনীপুর অটোনমাস কলেজ । কলেজের প্রথম বর্ষে ভরতির ফর্মে ধর্মের কলামে যে অপশনগুলি দেওয়া রয়েছে তাতে প্রথমেই জায়গা করে নিয়েছে মানবধর্ম । আবেদনকারীরা হিন্দু, ইসলাম, খ্রিস্ট বা অন্য কোনও ধর্মকে বাদ দিয়ে মানবধর্মকে নিজের ধর্ম হিসেবে পছন্দের সুযোগ পাচ্ছেন ।

কিন্তু কেন এই উদ্যোগ?

কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা বলেন, "অনেককেই দেখেছি তাদের ধর্ম প্রকাশ্যে আনতে চায় না । বা অনেকে মানেও না । এটা যেমন একটা বিষয় । তেমনই মানবতাই তো সব চেয়ে বড় ধর্ম । এই ধারণাটাও ছাত্রীদের মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করেছি । আবেদনকারীদের স্বাধীনতা দেওয়া হল, তারা নিজেদের ধর্মও উল্লেখ করতে পারে বা মানবতাকে নিজেদের ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে পারে । "

এই বিষয়ে ছাত্রী বা অভিভাবকদের কী প্রতিক্রিয়া ?

গোপালবাবু বলেন, "এখনও পর্যন্ত ডেটা অ্যানালিসিস করিনি । তবে আমরা যা শুনতে পাচ্ছি যে স্টুডেন্টরা বিষয়টা মেনে নিয়েছে । " পাশাপাশি তিনি জানান, এবার 22টি অনার্স ও 14 টি PG ডিপার্টমেন্ট খোলা হয়েছে । ভর্তি চলবে 10 জুন পর্যন্ত ।

মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আবেদনকারী ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকদের অনেকেই । তাদের একাংশের মতে, এর ফলে অনেকেই নিজের মত প্রকাশের সুযোগ পাচ্ছেন । তবে শুধু কলেজে ভর্তির ক্ষেত্রেই নয় । চাকরির আবেদন থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রেও ধর্ম উল্লেখ করতে হয় আবেদনকারীকে । সেখানে অনেকক্ষেত্রে বিভিন্ন ধর্মের সঙ্গে "অন্যান্য" বলে একটি অপশন থাকে । তবে "অন্যান্য" অপশনের সঙ্গে যদি মানবধর্ম অপশন হিসেবে থাকে তাহলে যে বা যারা কোনও ধর্মেই বিশ্বাস রাখেন না তারা এই অপশনটা পছন্দ করতে পারবে ।

মানবতাই শ্রেষ্ঠ ধর্ম ,বেথুন কলেজের পর এরকমই নিদর্শন সৃষ্টি করলো মেদিনীপুর অটোনোমাস কলেজ l বলা যায় যে গত সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে সেই রাত থেকেই অনলাইনে বিভিন্ন কলেজের ফর্ম পূরণ শুরু হয়েছে l আর সেখানেই বেথুন ও মেদিনীপুর কলেজের জন্য ফর্ম ভর্তি করতে গিয়ে আবেদনকারী ছাত্রীরা দেখতে পাচ্ছেন, ধর্মের কলামে তালিকার প্রথমেই রয়েছে মানবধর্ম l হিন্দু, ইসলাম, খ্রিস্ট বা অন্য যে কোনও ধর্মকে বাদ দিয়ে মানবতাকে নিজের ধর্ম হিসেবে ঘোষণা করার সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা l কেন এই উদ্যোগ? মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা বলছেন, ‘‘মানুষের প্রথম পরিচয় সে মানুষ l মানবতাই তার সর্বশ্রেষ্ঠ পরিচয় ,তাই কলামটি এমন রাখা হয়েছে পাশাপপাশি তিনি বলেন এবারে 22টি অনার্স ও 14 টি পিজি ডিপার্টমেন্ট খোলা হয়েছে , ভর্তি চলবে 10ই জুন প্রযন্ত l বেথুন ও মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন আবেদনকারী ছাত্রী থেকে শুরু করে তাঁদের অভিভাবকদের অনেকেই l তাঁদের একাংশের মতে, এর ফলে অনেকেই নিজের মত প্রকাশের সুযোগ পাচ্ছেন। তবে শুধু কলেজে ভর্তির ক্ষেত্রেই নয় l চাকরির আবেদন থেকে শুরু করে নানা জায়গায় ফর্ম ভর্তি করার সময়ে ধর্মের নাম লেখার একটি জায়গা থাকে, যা আবেদনকারীকে লিখতেই হয়। সেখানে বিভিন্ন ধর্মের নামের সঙ্গে সঙ্গে ‘অন্যান্য’ বলেও লেখা থাকে। মেদিনীপুর কলেজের মতো এ বার সেই সব জায়গায় ধর্মের কলামে মানবতাকে রাখা যেতেই পারে বলে মনে করছেন অনেকে l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.