মেদিনীপুর, 17 ই ডিসেম্বর : মেদিনীপুর শহরের মালিয়াড়ার সুকান্ত পল্লি এলাকায় 22 বছরের যুবক শাহাজান মোল্লা কাটাচ্ছেন শিকলবন্দি জীবন (Youth Chained in Medinipur Town) ৷ বৃহস্পতিবার এই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এই খবরের জেরে এবার শাহাজানকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে তৎপর হল প্রশাসন ৷ খবর প্রকাশের 24 ঘণ্টার মধ্য়েই শুক্রবার সকালে শাহাজানের বাড়িতে যান প্রশাসনিক কর্তারা ৷ তাঁরা খুলে দেন শাহাজানের পায়ের শিকল ৷
এদিন প্রশাসনিক আধিকারিকরা শাহাজানের অভিভাবকদের আশ্বাস দিয়েছেন, দ্রুত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ও যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা-সহ বিশেষজ্ঞ মেডিক্যাল টিম দিয়ে তাঁর চিকিৎসা করানোর ৷ এদিন সরকারি আধিকারিকরা কিছু পরামর্শ দেন শাহাজানের মা-বাবাকে ৷ এক সপ্তাহ পর তাঁরা ফের শাহাজানকে দেখতে আসবেন বলে জানিয়েছেন ৷ এদিন শাহাজানের বাড়ি গিয়েছিলেন ব্লক ওয়েলফেয়ার অফিসার চন্দন রজক ৷ তিনি বলেন, "আমরা এতদিন ওর খবর নিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা । তবে আজকে জানতে পেরে আমার সমস্ত ব্যবস্থা করে গেলাম এবং যাতে শাহাজান সবরকম সরকারি সুযোগ-সুবিধা পায় সেই ব্যবস্থা করার আমরা চেষ্টা করব ।"
আরও পড়ুন : 22 বছর পেরিয়েও শিকলবন্দি জীবন মেদিনীপুরের শাহাজানের
আর পাঁচটা যুবকের থেকে সম্পূর্ণ আলাদা ভাবে এতদিন কাটছিল শাহাজানের জীবন । কেননা ছোট থেকেই সে বন্দি শিকলে ৷ শাহাজানের বাবা বাবুয়া মোল্লা পেশায় রিকশা চালক, তাঁর মা মর্জিনা বিবি লোকের বাড়ি কাজ করেন ৷ তাঁদের তিন সন্তান । দুই মেয়ে সুলতানা খাতুন ও জান্নাতুন খাতুন এবং ছেলে শাহাজান৷ ছেলেই বড় ৷ কিন্তু জন্মানোর পর একটি দুর্ঘটনার ফলে মাথায় চোট পান শাহাজান ৷ তারপর থেকেই কিছুটা মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাঁর ৷ পরবর্তীতে বন্ধ হয়ে যায় কথাও ৷ রয়েছে আরও কিছু শারীরিক প্রতিবন্ধকতাও ৷ ছেলের এই অবস্থা গরিব পরিবারে বয়ে আনে আরও সঙ্কট ৷ পরিবারের মুখে দু'বেলা অন্ন তুলে দিতে হিমশিম খান বাবুয়া মোল্লা ৷ তাঁর পক্ষে আর সম্ভব হয়নি বিপুল অর্থ খরচ করে ছেলের চিকিৎসা করানো ৷ তাই শিকলবন্দি হয়েই এতদিন কেটেছে শাহাজানের কষ্টের জীবন । শাহাজানের বাবা জানিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েতে আবেদন করেও মেলেনি সাহায্য ৷ কিন্তু ইটিভি ভারতে খবর প্রকাশের পর এবার সক্রিয় হল প্রশাসন ৷