ETV Bharat / state

Actor Dev Uncle Dead: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা দেবের জেঠুর, শেষকৃত্যে হাজির সাংসদ - দেব

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা তথা সাংসদ দেবের জেঠুর মৃত্যু (Actor Dev Uncle Died at Age of 65 Due to Cardiac Arrest) ৷ শুক্রবার দুপুরে তিনি মারা যান ৷ এদিন তাঁর শেষকৃত্য হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন দেব ৷

Actor Dev Uncle Died at Age of 65 Due to Cardiac Arrest in West Midnapore ETV BHARAT
Actor Dev Uncle Died at Age of 65 Due to Cardiac Arrest in West Midnapore
author img

By

Published : Dec 17, 2022, 7:43 PM IST

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা দেবের জেঠুর

কেশপুর, 17 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা তথা সাংসদ দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী ৷ শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর (Actor Dev Uncle Died at Age of 65 Due to Cardiac Arrest) ৷ দেব জেঠুর শেষকৃত্যে যোগ দেবেন বলে, তারাপদ অধিকারীর দেহ রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল ৷ এদিন সকালে তিনি মেদিনীপুর পৌঁছলে দেহ শেষকৃত্যের জন্য বের করা হয় ৷ জেঠুর দেহে মালা দিয়ে শেষশ্রদ্ধা জানান সাংসদ তথা অভিনেতা ৷

শনিবার সকালে দেব কলকাতা থেকে কেশপুরে যান জেঠুর শেষকৃত্যে যোগ দিতে ৷ সেখানে জেঠুর দেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি ৷ জেঠুর দেহ কাঁধে নিয়ে শ্মশানে যান অভিনেতা ৷ এদিন তিনি কেশপুরের বাড়িতে পৌঁছলে সাংবাদিকরা তাঁকে জেঠুকে নিয়ে প্রশ্ন করেন ৷ কিন্তু, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি ৷ জানান, শোকের মুহূর্তে অধিকারী পরিবারের সদস্যদের যেন বিরক্ত না করা হয় ৷ উল্লেখ্য, দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী একসময় মুম্বইয়ে থাকতেন ৷ সেখানে দেবের বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে গিয়েছিলেন ৷ মুম্বইতে দেবের বাবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিংয়ের ব্যবসা জেঠু তারাপদ অধিকারীর হাত দিয়েই শুরু হয়েছিল ৷

আরও পড়ুন: দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার

পরবর্তীতে দেবের পড়াশোনা এবং অভিনয়ে আসার পিছনে মুম্বইয়ের একটা বড় যোগ ছিল ৷ শুক্রবার দেব যখন জেঠুর মৃত্যুর খবর পান, তখন তিনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলেন ৷ তাছাড়াও বেশ কিছু কাজ থাকায় রাতে কেশপুরে যেতে পারেননি ৷ দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয় ৷ সকালে সাংসদ তথা অভিনেতা কেশপুর পৌঁছলে শেষকৃত্যের কাজ সম্পন্ন হয় ৷

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা দেবের জেঠুর

কেশপুর, 17 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা তথা সাংসদ দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী ৷ শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর (Actor Dev Uncle Died at Age of 65 Due to Cardiac Arrest) ৷ দেব জেঠুর শেষকৃত্যে যোগ দেবেন বলে, তারাপদ অধিকারীর দেহ রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল ৷ এদিন সকালে তিনি মেদিনীপুর পৌঁছলে দেহ শেষকৃত্যের জন্য বের করা হয় ৷ জেঠুর দেহে মালা দিয়ে শেষশ্রদ্ধা জানান সাংসদ তথা অভিনেতা ৷

শনিবার সকালে দেব কলকাতা থেকে কেশপুরে যান জেঠুর শেষকৃত্যে যোগ দিতে ৷ সেখানে জেঠুর দেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি ৷ জেঠুর দেহ কাঁধে নিয়ে শ্মশানে যান অভিনেতা ৷ এদিন তিনি কেশপুরের বাড়িতে পৌঁছলে সাংবাদিকরা তাঁকে জেঠুকে নিয়ে প্রশ্ন করেন ৷ কিন্তু, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি ৷ জানান, শোকের মুহূর্তে অধিকারী পরিবারের সদস্যদের যেন বিরক্ত না করা হয় ৷ উল্লেখ্য, দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী একসময় মুম্বইয়ে থাকতেন ৷ সেখানে দেবের বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে গিয়েছিলেন ৷ মুম্বইতে দেবের বাবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিংয়ের ব্যবসা জেঠু তারাপদ অধিকারীর হাত দিয়েই শুরু হয়েছিল ৷

আরও পড়ুন: দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার

পরবর্তীতে দেবের পড়াশোনা এবং অভিনয়ে আসার পিছনে মুম্বইয়ের একটা বড় যোগ ছিল ৷ শুক্রবার দেব যখন জেঠুর মৃত্যুর খবর পান, তখন তিনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলেন ৷ তাছাড়াও বেশ কিছু কাজ থাকায় রাতে কেশপুরে যেতে পারেননি ৷ দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয় ৷ সকালে সাংসদ তথা অভিনেতা কেশপুর পৌঁছলে শেষকৃত্যের কাজ সম্পন্ন হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.