কেশপুর, 17 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা তথা সাংসদ দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী ৷ শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর (Actor Dev Uncle Died at Age of 65 Due to Cardiac Arrest) ৷ দেব জেঠুর শেষকৃত্যে যোগ দেবেন বলে, তারাপদ অধিকারীর দেহ রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল ৷ এদিন সকালে তিনি মেদিনীপুর পৌঁছলে দেহ শেষকৃত্যের জন্য বের করা হয় ৷ জেঠুর দেহে মালা দিয়ে শেষশ্রদ্ধা জানান সাংসদ তথা অভিনেতা ৷
শনিবার সকালে দেব কলকাতা থেকে কেশপুরে যান জেঠুর শেষকৃত্যে যোগ দিতে ৷ সেখানে জেঠুর দেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি ৷ জেঠুর দেহ কাঁধে নিয়ে শ্মশানে যান অভিনেতা ৷ এদিন তিনি কেশপুরের বাড়িতে পৌঁছলে সাংবাদিকরা তাঁকে জেঠুকে নিয়ে প্রশ্ন করেন ৷ কিন্তু, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি ৷ জানান, শোকের মুহূর্তে অধিকারী পরিবারের সদস্যদের যেন বিরক্ত না করা হয় ৷ উল্লেখ্য, দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী একসময় মুম্বইয়ে থাকতেন ৷ সেখানে দেবের বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে গিয়েছিলেন ৷ মুম্বইতে দেবের বাবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিংয়ের ব্যবসা জেঠু তারাপদ অধিকারীর হাত দিয়েই শুরু হয়েছিল ৷
আরও পড়ুন: দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার
পরবর্তীতে দেবের পড়াশোনা এবং অভিনয়ে আসার পিছনে মুম্বইয়ের একটা বড় যোগ ছিল ৷ শুক্রবার দেব যখন জেঠুর মৃত্যুর খবর পান, তখন তিনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলেন ৷ তাছাড়াও বেশ কিছু কাজ থাকায় রাতে কেশপুরে যেতে পারেননি ৷ দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয় ৷ সকালে সাংসদ তথা অভিনেতা কেশপুর পৌঁছলে শেষকৃত্যের কাজ সম্পন্ন হয় ৷