ETV Bharat / state

Abhishek on TMCs Factionalism: পাহারাদারের নাম অভিষেক, কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’

শনিবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কেশপুরে রাজনৈতিক সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বক্তৃতার শুরুতেই তিনি গোষ্ঠীদ্বন্দ্ব (TMCs Factionalism) নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের নেতাদেরই ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By

Published : Feb 4, 2023, 3:34 PM IST

Updated : Feb 4, 2023, 4:40 PM IST

কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তিনি বলেছেন, ‘‘নিজেদের রেষারেষিতে যদি দলের মাথা নত হয়, তাহলে ছেড়ে কথা বলব না ৷’’ শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সভা করেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকেই তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷

এদিনের সভা থেকে তিনি স্পষ্ট করেছেন যে দলের নেতারা যা করছেন, সব তাঁর নজরে রয়েছে ৷ বলেছেন, ‘‘কে কোথায় কী করছেন, করছেন না, সবার উপর আমি নজর রাখছি ৷’’ নিজেকে জনগণের জন্য পাহারাদার বলেও উল্লেখ করেছেন ঘাসফুল শিবিরের এই তরুণ তুর্কি ৷ নেতাদের হুঁশিয়ারি দিতে গিয়ে বলেছেন, ‘‘পাহারাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী পাঁচ বছর যারা মানুষের জন্য কাজ করবেন, তাঁরাই প্রার্থী হবেন ৷ যাঁরা মানুষের জন্য কাজ করবেন না, দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ৷’’

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ৷ মাস কয়েকের মধ্যেই ওই নির্বাচন হবে ৷ আর সেই ভোটে তৃণমূলের প্রার্থী বাছাই যে কড়া প্রক্রিয়ার মাধ্যমে হবে, তা এর আগে একাধিকবার বলেছেন অভিষেক ৷ মানুষ যাঁকে চাইবে, তাঁকেই প্রার্থী করা হবে বলে গত দু’মাসে বেশ কয়েকটা জনসভায় তিনি উল্লেখ করেছেন ৷ শনিবার কেশপুরের আনন্দপুর বিদ্যালয়ের মাঠে জনসভা থেকে সেই প্রসঙ্গ আবার তোলেন ৷

অভিষেকের কথায়, অনেক নেতাই বলে বেড়াচ্ছেন যে তাঁদের কথায় প্রার্থী ঠিক করা হবে পঞ্চায়েত ভোটে ৷ কিন্তু সেটা হবে না ৷ এই প্রসঙ্গে তাঁর দাবি, পঞ্চায়েতের প্রার্থী জেলা সভাপতি, ব্লক সভাপতি বা প্রাক্তন সভাপতি ঠিক দেবেন না ৷ পঞ্চায়েতের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ঠিক করবেন ৷ মানুষ যাঁকে চাইবে তাঁকেই প্রার্থী করা হবে বলে এদিনের সভা মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ৷ আর এটাকেই তিনি নতুন তৃণমূল বলে ব্যাখ্যা করেছেন ৷

অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা দিয়েছেন দলের নেতাদের একাংশের উদ্দেশ্যে ৷ স্পষ্ট জানিয়েছেন যে এখনও ওই নেতাদের শুধরে নেওয়ার সুযোগ রয়েছে ৷ না হলে ব্যবস্থা নেওয়া ৷ সেই সময় শুধরানোর আর কোনও সুযোগ পাওয়া যাবে না ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘সময় দিচ্ছি এখনও শুধরান ৷ ওষুধ প্রয়োগ করলে শুধরানোর সময় পাবেন না ৷’’

আরও পড়ুন: সমাবেশের আগেই গ্রামে, সমস্যা শুনে পাট্টা দেওয়ার আশ্বাস ! জনসংযোগে জোর অভিষেকের

কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তিনি বলেছেন, ‘‘নিজেদের রেষারেষিতে যদি দলের মাথা নত হয়, তাহলে ছেড়ে কথা বলব না ৷’’ শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সভা করেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকেই তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷

এদিনের সভা থেকে তিনি স্পষ্ট করেছেন যে দলের নেতারা যা করছেন, সব তাঁর নজরে রয়েছে ৷ বলেছেন, ‘‘কে কোথায় কী করছেন, করছেন না, সবার উপর আমি নজর রাখছি ৷’’ নিজেকে জনগণের জন্য পাহারাদার বলেও উল্লেখ করেছেন ঘাসফুল শিবিরের এই তরুণ তুর্কি ৷ নেতাদের হুঁশিয়ারি দিতে গিয়ে বলেছেন, ‘‘পাহারাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী পাঁচ বছর যারা মানুষের জন্য কাজ করবেন, তাঁরাই প্রার্থী হবেন ৷ যাঁরা মানুষের জন্য কাজ করবেন না, দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ৷’’

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ৷ মাস কয়েকের মধ্যেই ওই নির্বাচন হবে ৷ আর সেই ভোটে তৃণমূলের প্রার্থী বাছাই যে কড়া প্রক্রিয়ার মাধ্যমে হবে, তা এর আগে একাধিকবার বলেছেন অভিষেক ৷ মানুষ যাঁকে চাইবে, তাঁকেই প্রার্থী করা হবে বলে গত দু’মাসে বেশ কয়েকটা জনসভায় তিনি উল্লেখ করেছেন ৷ শনিবার কেশপুরের আনন্দপুর বিদ্যালয়ের মাঠে জনসভা থেকে সেই প্রসঙ্গ আবার তোলেন ৷

অভিষেকের কথায়, অনেক নেতাই বলে বেড়াচ্ছেন যে তাঁদের কথায় প্রার্থী ঠিক করা হবে পঞ্চায়েত ভোটে ৷ কিন্তু সেটা হবে না ৷ এই প্রসঙ্গে তাঁর দাবি, পঞ্চায়েতের প্রার্থী জেলা সভাপতি, ব্লক সভাপতি বা প্রাক্তন সভাপতি ঠিক দেবেন না ৷ পঞ্চায়েতের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ঠিক করবেন ৷ মানুষ যাঁকে চাইবে তাঁকেই প্রার্থী করা হবে বলে এদিনের সভা মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ৷ আর এটাকেই তিনি নতুন তৃণমূল বলে ব্যাখ্যা করেছেন ৷

অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা দিয়েছেন দলের নেতাদের একাংশের উদ্দেশ্যে ৷ স্পষ্ট জানিয়েছেন যে এখনও ওই নেতাদের শুধরে নেওয়ার সুযোগ রয়েছে ৷ না হলে ব্যবস্থা নেওয়া ৷ সেই সময় শুধরানোর আর কোনও সুযোগ পাওয়া যাবে না ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘সময় দিচ্ছি এখনও শুধরান ৷ ওষুধ প্রয়োগ করলে শুধরানোর সময় পাবেন না ৷’’

আরও পড়ুন: সমাবেশের আগেই গ্রামে, সমস্যা শুনে পাট্টা দেওয়ার আশ্বাস ! জনসংযোগে জোর অভিষেকের

Last Updated : Feb 4, 2023, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.