চন্দ্রকোনা, 25 সেপ্টেম্বর: বড় ডেঙ্গি মশা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ৷ আর সেটিকে দেখে ভয় পাচ্ছে পথ চলতি মানুষ । না না এটা আসল মশা নয় ৷ আসলে ডেঙ্গির মশা সাজে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক ৷ উৎসবের মরসুমে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এভাবেই ডেঙ্গি থেকে মানুষকে সচেতন করতে দেখা গেল তৃণাঙ্কুর পালকে (32) ।
কে এই তৃণাঙ্কুর ?
তিনি পেশায় একজন কৃষক । তাঁর নেশা সচেতনতামূলক প্রচার করা । এভাবেই কয়েক বছর ধরে নানান সচেতনতামূলক প্রচারে বেরিয়ে পড়েন তিনি । জেলা ছাড়িয়ে তাঁর প্রচার চলে ভিন জেলাতেও ৷ কখনও সাইকেল নিয়ে তো কখনও পায়ে হেঁটে সেই প্রচার সারেন তৃণাঙ্কুর । এর আগে প্লাস্টিক ব্যবহার বন্ধ থেকে রাজ্যে করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতেও রাস্তায় নেমেছেন এই যুবক ।
তিনি বলেন, "শুধু একা সরকার চেষ্টা করলে এই ডেঙ্গি রোধ করতে পারবে না । এর সঙ্গে দরকার সাধারণ মানুষের সচেতনতা ও সতর্কতা । মানুষকে বলব, রাতের পাশাপাশি দিনের বেলাও মশারি টাঙিয়ে শোবেন । আর এলাকায় কোনওভাবেই জল জমতে দেবেন না । আমরা সবাই চেষ্টা করলেই এই ডেঙ্গি রোগ থেকে নিজেদের মুক্ত রাখতে পারি এবং ছড়ানো বন্ধ করতে পারি ।"
বর্তমান ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে রাজ্যবাসীর ৷ দিনে দিনে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ঘটছে মৃত্যু । স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে । তবে প্রশাসনের থেকে সচেতন করলেও প্রত্যেক মানুষের নিজেদের সামাজিক কর্তব্য রয়েছে ৷ তাই তুলে ধরছেন চন্দ্রকোনার তৃণাঙ্কুর পাল । এই উদ্দেশে তিনি নিজে ডেঙ্গি মশা সেজে প্রচার চালাচ্ছেন শহরে ৷ বিশেষ করে পুজোর মরসুমে মণ্ডপগুলিতে তিনি প্রচার চালাবেন বলেও জানালেন ।
একদিকে ডেঙ্গি মশা সাজে তৃণাঙ্কুরকে দেখে ভয় পাচ্ছে খুদেরা ৷ অন্যদিকে, তাঁর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসছে তরুণ-তরুণীরা ৷ পথ চলতি মানুষকে যুবককে বলতে শোনা গেল, বাড়িতে জল জমতে দেবেন না ৷ রাতে মশারি ব্যবহার করুন ৷ জ্বর হলেই স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন । সমস্যা বুঝলেই রক্ত পরীক্ষা করুন । মূলত এই বার্তা নিয়েই হেঁটে চলেছেন ত্রিনাঙ্কুর ।
আরও পড়ুন: ছোট্ট কৃষ্ণ কোলে দরজায় মা যশোদা, জন্মাষ্টমীতে ডেঙ্গি সচেতনতায় অভিনব উদ্যোগ
এ দিন ঘাটাল কলেজমোড় এলাকায় একটি গণেশ পুজো মণ্ডপের সামনে তাঁকে সচেতনতামুলক প্রচার চালাতে দেখা যায় । তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পথ চলতি মানুষও ।