ETV Bharat / state

ডেবরার আদিবাসী মহিলা খুনে গ্রেপ্তার এক

মঙ্গলবার ডেবরার আদিবাসী মহিলার খুনের ঘটনায় শৈল দিয়াসি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

A man arrested in connection with murder of a tribal woman in Debra
A man arrested in connection with murder of a tribal woman in Debra
author img

By

Published : Jan 12, 2021, 9:58 PM IST

ডেবরা, 12 জানুয়ারি : ডেবরার আদিবাসী মহিলা খুনে অবশেষে গ্রেপ্তার হল এক ব্যক্তি ৷ আটক করা হয়েছে তার ছেলেকেও । অবৈধ সম্পর্কের জেরে খুন বলে দাবি পুলিশ সুপার দিনেশ কুমারের ।

মঙ্গলবার ডেবরার আদিবাসী মহিলার খুনের ঘটনায় শৈল দিয়াসি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তার ছেলে সঞ্জয় দিয়াসিকেও আটক করা হয়েছে । গত 10 জানুয়ারি রাতে বাড়ি থেকে বের হন মৃতা আদিবাসী মহিলা ৷ পরদিন সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় ৷ এরপর ওই এলাকার মানুষ বিক্ষোভ দেখায় ৷ দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধও হয় ৷ পরে বিজেপি নেত্রী ভারতী ঘোষ মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ৷ থানায় গিয়ে ধমক দেন কর্তব্যরত পুলিশ অফিসারদের । এরপর মঙ্গলবার সকাল গ্রেপ্তার করা হল শৈল দিয়াসি নামের এক ব্যক্তিকে ৷

আরও পড়ুন: ডেবরায় আদিবাসী মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, দাবি ভারতীর

মেদিনীপুর পুলিশ সুপার দিনেশ কুমার জানান, আমরা একজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করেছি । তদন্ত জানতে পারি, ওই মহিলার সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল । পরবর্তীকালে আর্থিক কারণে ঝামেলা হয় ৷ তার জেরেই দড়ির ফাঁস দিয়ে মহিলাকে খুন করেছে ওই ব্যক্তি ।

পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেনি । ময়না তদন্তের রিপোর্ট তাই বলছে ।

ডেবরা, 12 জানুয়ারি : ডেবরার আদিবাসী মহিলা খুনে অবশেষে গ্রেপ্তার হল এক ব্যক্তি ৷ আটক করা হয়েছে তার ছেলেকেও । অবৈধ সম্পর্কের জেরে খুন বলে দাবি পুলিশ সুপার দিনেশ কুমারের ।

মঙ্গলবার ডেবরার আদিবাসী মহিলার খুনের ঘটনায় শৈল দিয়াসি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তার ছেলে সঞ্জয় দিয়াসিকেও আটক করা হয়েছে । গত 10 জানুয়ারি রাতে বাড়ি থেকে বের হন মৃতা আদিবাসী মহিলা ৷ পরদিন সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় ৷ এরপর ওই এলাকার মানুষ বিক্ষোভ দেখায় ৷ দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধও হয় ৷ পরে বিজেপি নেত্রী ভারতী ঘোষ মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ৷ থানায় গিয়ে ধমক দেন কর্তব্যরত পুলিশ অফিসারদের । এরপর মঙ্গলবার সকাল গ্রেপ্তার করা হল শৈল দিয়াসি নামের এক ব্যক্তিকে ৷

আরও পড়ুন: ডেবরায় আদিবাসী মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, দাবি ভারতীর

মেদিনীপুর পুলিশ সুপার দিনেশ কুমার জানান, আমরা একজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করেছি । তদন্ত জানতে পারি, ওই মহিলার সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল । পরবর্তীকালে আর্থিক কারণে ঝামেলা হয় ৷ তার জেরেই দড়ির ফাঁস দিয়ে মহিলাকে খুন করেছে ওই ব্যক্তি ।

পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেনি । ময়না তদন্তের রিপোর্ট তাই বলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.