ETV Bharat / state

অবমাননাকর মন্তব্যের জেরে খড়গপুর আইআইটির অধ্যাপিকার বিরুদ্ধে মামলা রুজু - সীমা সিং

অনলাইন ক্লাসে অনগ্রসর ছাত্র-ছাত্রীদের প্রতি কুৎসিত ও অবমাননাকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন আইআইটি খড়গপুরের কলা ও সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সীমা সিং ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে আইআইটি কর্তৃপক্ষ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত 10 মে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করেছিল আইআইটি কর্তৃপক্ষ । এবার ওই অধ্যাপিকার বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করা হল খড়গপুর টাউন থানায় ।

অবমাননাকর মন্তব্যের জেরে খড়গপুর আইআইটির অধ্যাপিকার বিরুদ্ধে মামলা রুজু থানায়
অবমাননাকর মন্তব্যের জেরে খড়গপুর আইআইটির অধ্যাপিকার বিরুদ্ধে মামলা রুজু থানায়
author img

By

Published : May 23, 2021, 6:09 PM IST

খড়গপুর, 23 মে : অনলাইন ক্লাস চলাকালীন অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের প্রতি অবমাননাকর মন্তব্য করেন খড়গপুর আইআইটির এক অধ্যাপিকা ৷ এর জেরেই ওই অধ্যাপিকার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় সুয়োমোটো মামলা দায়ের করা হল ।

প্রসঙ্গত, অনলাইন ক্লাসে অনগ্রসর ছাত্র-ছাত্রীদের প্রতি কুৎসিত ও অবমাননাকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন আইআইটি খড়গপুরের কলা ও সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সীমা সিং ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে আইআইটি কর্তৃপক্ষ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গত 10 মে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করেছিল আইআইটি কর্তৃপক্ষ । এবার ওই অধ্যাপিকার বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করা হল খড়গপুর টাউন থানায় ।

মূলত তফশিলি জাতি ও উপজাতি নিপীড়ন বিরোধী আইন 1989 অনুযায়ী এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । কেন্দ্রীয় সরকারের জাতীয় তফশিলি কমিশনের নির্দেশে রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার পরই সুয়োমোটো মামলা রুজু করা হয় অভিযুক্ত অধ্যাপিকার বিরুদ্ধে ।

প্রসঙ্গত, গত 16 এপ্রিল ও 23 এপ্রিল অনলাইন ক্লাসে তফশিলি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের ক্লাস চলছিল । সেই ক্লাস চলাকালীন সেখানেই কয়েকজন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে কুৎসিত ও অবমাননাকর মন্তব্য করেন ওই অধ্যাপিকা । নিমেষে ভাইরাল হয়ে যায় অনলাইন ক্লাসের ওই ভিডিও ৷

আরও পড়ুন : যশ নিয়ে একাধিক নির্দেশ মোদির, ত্রাণ-উদ্ধারে তৈরি বাহিনী

এই ঘটনার পরে চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ । এদিকে তফশিলি জনজাতি কমিশনও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে । গত 29 এপ্রিল তাদের পক্ষ থেকে রাজ্য সরকারের মুখ্যসচিব এবং মানবাধিকার বিষয়ক দফতরে চিঠি পাঠানো হয় । প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পর খড়গপুর টাউন থানাকে সুয়োমোটো মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয় । সেই নির্দেশ অনুযায়ী গত 21 মে শুক্রবার খড়গপুর টাউন থানায় তফশিলি জাতি ও উপজাতি নিপীড়ন বিরোধী আইন, 1989 অনুযায়ী মামলা রুজু করা হয় ৷

খড়গপুর আইআইটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে একজন অধ্যাপিকা এই অবমাননাকর মন্তব্য করতে পারেন তা নিয়েই উঠছে প্রশ্ন ।

খড়গপুর, 23 মে : অনলাইন ক্লাস চলাকালীন অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের প্রতি অবমাননাকর মন্তব্য করেন খড়গপুর আইআইটির এক অধ্যাপিকা ৷ এর জেরেই ওই অধ্যাপিকার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় সুয়োমোটো মামলা দায়ের করা হল ।

প্রসঙ্গত, অনলাইন ক্লাসে অনগ্রসর ছাত্র-ছাত্রীদের প্রতি কুৎসিত ও অবমাননাকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন আইআইটি খড়গপুরের কলা ও সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সীমা সিং ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে আইআইটি কর্তৃপক্ষ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গত 10 মে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করেছিল আইআইটি কর্তৃপক্ষ । এবার ওই অধ্যাপিকার বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করা হল খড়গপুর টাউন থানায় ।

মূলত তফশিলি জাতি ও উপজাতি নিপীড়ন বিরোধী আইন 1989 অনুযায়ী এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । কেন্দ্রীয় সরকারের জাতীয় তফশিলি কমিশনের নির্দেশে রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার পরই সুয়োমোটো মামলা রুজু করা হয় অভিযুক্ত অধ্যাপিকার বিরুদ্ধে ।

প্রসঙ্গত, গত 16 এপ্রিল ও 23 এপ্রিল অনলাইন ক্লাসে তফশিলি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের ক্লাস চলছিল । সেই ক্লাস চলাকালীন সেখানেই কয়েকজন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে কুৎসিত ও অবমাননাকর মন্তব্য করেন ওই অধ্যাপিকা । নিমেষে ভাইরাল হয়ে যায় অনলাইন ক্লাসের ওই ভিডিও ৷

আরও পড়ুন : যশ নিয়ে একাধিক নির্দেশ মোদির, ত্রাণ-উদ্ধারে তৈরি বাহিনী

এই ঘটনার পরে চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ । এদিকে তফশিলি জনজাতি কমিশনও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে । গত 29 এপ্রিল তাদের পক্ষ থেকে রাজ্য সরকারের মুখ্যসচিব এবং মানবাধিকার বিষয়ক দফতরে চিঠি পাঠানো হয় । প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পর খড়গপুর টাউন থানাকে সুয়োমোটো মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয় । সেই নির্দেশ অনুযায়ী গত 21 মে শুক্রবার খড়গপুর টাউন থানায় তফশিলি জাতি ও উপজাতি নিপীড়ন বিরোধী আইন, 1989 অনুযায়ী মামলা রুজু করা হয় ৷

খড়গপুর আইআইটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে একজন অধ্যাপিকা এই অবমাননাকর মন্তব্য করতে পারেন তা নিয়েই উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.