ডেবরা, 4 অক্টোবর : ভোট আসে ভোট যায় ৷ কিন্তু, বেহাল রাস্তার হাল ফেরে না ৷ যার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে ৷ কখনও কখনও তা হয় প্রাণঘাতী ৷ দুর্ভোগের এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার মির্জাপুর এলাকায় ৷ গ্রামের ভিতরে গাড়ি ঢোকার ব্যবস্থা নেই ৷ তাই শেষমেশ খাটিয়ায় রোগীকে শুইয়ে, সেই খাটিয়ায় বাঁশ বেঁধে দোলনার মতো রোগীকে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে ৷ পরে সেই ঘটনার ভিডিয়ো তুলে ফেসবুকে পোস্ট করেন রোগীর পরিবারের সদস্যরা ৷ মুহূর্তে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এদিকে, এত চেষ্টা করেও শেষ পর্যন্ত বৃদ্ধ ওই রোগীকে বাঁচানো সম্ভব হয়নি ৷ আর তাতেই ক্ষোভে ফুঁসছেন পরিজন ও প্রতিবেশীরা ৷ তাঁদের অভিযোগ, বেহাল রাস্তাই এই মৃত্যুর জন্য দায়ী ৷
আরও পড়ুন : Damaged Road: দীর্ঘদিন ধরে বেহাল তিস্তাবাঁধের রাস্তা, রোজ যন্ত্রণার সফর স্থানীয়দের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের মির্জাপুর গ্রাম থেকে মেইন রোড পর্যন্ত একটি মাটির কাঁচা রাস্তা রয়েছে ৷ প্রায় দু’কিলোমিটার এই পথের বেহাল দশা ৷ রক্ষণাবেক্ষণের বালাই নেই ৷ এখানে-ওখানে গর্ত ৷ তাতে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে কাদা ৷ পা পড়লে আছাড় খেতেই হবে ৷ তবুও সেই পথ ধরেই কোনও মতে রোগীকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা ৷ স্থানীয় হাসপাতাল থেকে গ্রামের দূরত্ব প্রায় চার কিলোমিটার ৷ কিন্তু, প্রথম দু’কিলোমিটার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এইটুকু পথ পেরোতেই নাভিশ্বাস উঠে যায় রোগীর পরিবারের সদস্যদের ৷
এই এলাকারই বাসিন্দা ছিলেন 72 বছরের মনোজ মণ্ডল ৷ বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি ৷ পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিলেও বাধ সাধে বেহাল পথ ৷ খাটিয়ায় বাঁশ বেঁধে মনোজকে নিয়ে গ্রামের রাস্তা পার করেন আত্মীয়রা ৷ তারপর বাকি পথটুকু যাওয়া হয় গাড়িতে ৷ এর ফলে ডেবরা হাসপাতাল পৌঁছতে অনেকটা সময় চলে যায় ৷ পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় মনোজের ৷
আরও পড়ুন : বেহাল রাস্তা সারানোর দাবিতে মহিষাদলে ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের
মনোজ মণ্ডলের ভাইপো পীযূষ মণ্ডল বলেন, ‘‘বেহাল রাস্তার জন্যই আমরা জেঠুকে বাঁচাতে পারলাম না ৷’’ এরপরই বেহাল রাস্তার ছবি ফেসবুকে পোস্ট করেন মণ্ডল পরিবারের সদস্যরা ৷ এখন দেখার, এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের তরফে রাস্তা সারাইয়ের কোনও ব্যবস্থা করা হয় কিনা ৷