ডেবরা, 15 নভেম্বর: ডেবরায় পথ দুর্ঘটনায় আহত হলেন 45 জন তৃণমূল সমর্থক ৷ তাঁদের মধ্যে 8 জন মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । 2 জন ভর্তি রয়েছেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আলোককেন্দ্র বাজার সংলগ্ন এলাকায়। আহতদের প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত 8 জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার বিকেলে ডেবরা ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : Dilip Ghosh : সরকারি পদে অভিজ্ঞদের মেয়াদ বাড়ানোয় কোনও সমস্যা নেই : দিলীপ
জানা গিয়েছে, সেই মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় 45 জন তৃণমূল কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে 8 জনকে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতেই আহত তৃণমূল কর্মীদের হাসপাতালে দেখতে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা। তিনি আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।