ETV Bharat / state

আধো গলায় কবিতা, গান ; ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ঘাটালের একরত্তি - আরাত্রিকা ঘোষ

হিন্দি, বাংলা, ইংরেজিতে 50টিরও বেশি কবিতা পাঠ এবং 20টিরও বেশি বিভিন্ন ঘরানার গান গেয়ে তাক লাগাল ঘাটালের একরত্তি শিশু আরাত্রিকা ঘোষ ৷ এ জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড পুরস্কৃত করেছে তাকে ৷

3-years-old-ghatal-girl-gets-india-book-of-records-award-for-her-rare-talent
গড়গড়িয়ে 50 কবিতা পাঠ, গাইছে 20 গান ! পুরস্কৃত ঘাটালের একরত্তি
author img

By

Published : Jun 29, 2021, 10:09 PM IST

Updated : Jun 29, 2021, 10:42 PM IST

ঘাটাল, 29 জুন : বয়সকে ছাপিয়ে গিয়েছে প্রতিভা ৷ তাই ছোট্ট আরাত্রিকা এখন ঘাটালের সবার নয়নের মণি । বয়স মাত্র তিন বছর ৷ হলে কী হবে ! এই বয়সেই সে গড়গড় করে অনায়াসে হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় 50টিরও বেশি কবিতা বলে চলেছে ৷ গাইছে বিভিন্ন ঘরানার 20 টিরও বেশি গান । বিরল প্রতিভার জন্য পুরস্কৃতও হয়েছে সে ৷ ছোট্ট আরাত্রিকাকে নিয়ে এখন অনেক স্বপ্ন ঘাটালবাসীর ।

তিন বছর বয়সে শিশুর মুখের আড় ভাঙে না, সাবলীলভাবে কথাও বলতে পারে না সে ৷ এই বয়সেই হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় গড়গড় করে 50টিরও বেশি কবিতা পাঠ করে আরাত্রিকা ঘোষ ৷ গাইতে পারে 20টিরও বেশি গান ৷ সেই কারণেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের থেকে পদক-সহ একাধিক পুরস্কার জিতে নিয়েছে সে ৷ মেয়ের এই সাফল্যে খুশি তার বাবা-মা-সহ গোটা পরিবার ।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোন্নগরের বাসিন্দা শুভঙ্কর ঘোষ ৷ তিনি পেশায় স্কুল শিক্ষক ৷ তাঁর স্ত্রী তনুশ্রী ঘোষ গৃহবধূ । তাঁদের একমাত্র মেয়ে বছর তিনের আরাত্রিকা ঘোষ । সে ঘাটালের একটি নার্সারি স্কুলের কেজি ওয়ানের ছাত্রী । আরও ছোট বয়স থেকেই মেয়ের ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির টের পান তার বাবা-মা ৷ কিছু শুনলে তা তৎক্ষণাৎ নিজের মতো করে আওড়াতো সে ।

আরও পড়ুন: "বেআইনি আবাসন প্রকল্পের সুবিধে নিয়েছেন, এটা কি সাংবিধানিক আঙ্কেলজি ?" রাজ্যপালকে তোপ মহুয়ার

আরাত্রিকার বাবা শুভঙ্কর ঘোষ জানালেন, মেয়ের এই প্রতিভা দেখে চলতি বছরের 6 মে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করলে 15 মে সিলেক্টেড হয় আরাত্রিকার নাম । এরপরই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে পদক-সহ একাধিক পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয় আরাত্রিকাকে ৷ পিতৃ দিবসের আগেই মেয়ে তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেল ৷ এটা তাঁদের কাছে পিতৃ দিবসে মেয়ের থেকে সবচেয়ে বড় পাওনা বলে জানান ঘাটালের ঘোষ দম্পতি । এত অল্প বয়সে এমন প্রতিভা ও তার স্বীকৃতি মেলায় স্বভাবতই ঘাটাল জুড়ে এখন চর্চায় ছোট্ট আরাত্রিকা ।

অনায়াসে হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় 50টিরও বেশি কবিতা বলতে পারে

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবিতে সরব আরও এক বিজেপি বিধায়ক

যদিও এমন ঘটনা এর আগেও বিশ্বের নানা প্রান্তে ঘটেছে ৷ ছোট্ট আরাত্রিকার মতোই বহু খুদে প্রতিভা বন্দিত হয়েছে নানা মহলে । কিছুদিন আগে আনসু-র কীর্তিতে মজেছিল বাংলা ও বাঙালি । মাত্র চার বছর বয়সে সে যা দেখত, তাই এঁকে ফেলতে পারত ।

ঘাটাল, 29 জুন : বয়সকে ছাপিয়ে গিয়েছে প্রতিভা ৷ তাই ছোট্ট আরাত্রিকা এখন ঘাটালের সবার নয়নের মণি । বয়স মাত্র তিন বছর ৷ হলে কী হবে ! এই বয়সেই সে গড়গড় করে অনায়াসে হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় 50টিরও বেশি কবিতা বলে চলেছে ৷ গাইছে বিভিন্ন ঘরানার 20 টিরও বেশি গান । বিরল প্রতিভার জন্য পুরস্কৃতও হয়েছে সে ৷ ছোট্ট আরাত্রিকাকে নিয়ে এখন অনেক স্বপ্ন ঘাটালবাসীর ।

তিন বছর বয়সে শিশুর মুখের আড় ভাঙে না, সাবলীলভাবে কথাও বলতে পারে না সে ৷ এই বয়সেই হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় গড়গড় করে 50টিরও বেশি কবিতা পাঠ করে আরাত্রিকা ঘোষ ৷ গাইতে পারে 20টিরও বেশি গান ৷ সেই কারণেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের থেকে পদক-সহ একাধিক পুরস্কার জিতে নিয়েছে সে ৷ মেয়ের এই সাফল্যে খুশি তার বাবা-মা-সহ গোটা পরিবার ।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোন্নগরের বাসিন্দা শুভঙ্কর ঘোষ ৷ তিনি পেশায় স্কুল শিক্ষক ৷ তাঁর স্ত্রী তনুশ্রী ঘোষ গৃহবধূ । তাঁদের একমাত্র মেয়ে বছর তিনের আরাত্রিকা ঘোষ । সে ঘাটালের একটি নার্সারি স্কুলের কেজি ওয়ানের ছাত্রী । আরও ছোট বয়স থেকেই মেয়ের ক্ষুরধার বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির টের পান তার বাবা-মা ৷ কিছু শুনলে তা তৎক্ষণাৎ নিজের মতো করে আওড়াতো সে ।

আরও পড়ুন: "বেআইনি আবাসন প্রকল্পের সুবিধে নিয়েছেন, এটা কি সাংবিধানিক আঙ্কেলজি ?" রাজ্যপালকে তোপ মহুয়ার

আরাত্রিকার বাবা শুভঙ্কর ঘোষ জানালেন, মেয়ের এই প্রতিভা দেখে চলতি বছরের 6 মে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করলে 15 মে সিলেক্টেড হয় আরাত্রিকার নাম । এরপরই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে পদক-সহ একাধিক পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয় আরাত্রিকাকে ৷ পিতৃ দিবসের আগেই মেয়ে তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেল ৷ এটা তাঁদের কাছে পিতৃ দিবসে মেয়ের থেকে সবচেয়ে বড় পাওনা বলে জানান ঘাটালের ঘোষ দম্পতি । এত অল্প বয়সে এমন প্রতিভা ও তার স্বীকৃতি মেলায় স্বভাবতই ঘাটাল জুড়ে এখন চর্চায় ছোট্ট আরাত্রিকা ।

অনায়াসে হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় 50টিরও বেশি কবিতা বলতে পারে

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবিতে সরব আরও এক বিজেপি বিধায়ক

যদিও এমন ঘটনা এর আগেও বিশ্বের নানা প্রান্তে ঘটেছে ৷ ছোট্ট আরাত্রিকার মতোই বহু খুদে প্রতিভা বন্দিত হয়েছে নানা মহলে । কিছুদিন আগে আনসু-র কীর্তিতে মজেছিল বাংলা ও বাঙালি । মাত্র চার বছর বয়সে সে যা দেখত, তাই এঁকে ফেলতে পারত ।

Last Updated : Jun 29, 2021, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.