ETV Bharat / state

Kharagpur Pickup van Accident : পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, গুরুতর আহত এক - খড়গপুরে পথ দুর্ঘটনা

পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের ৷ গুরুতর আহত আরও একজন ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা এলাকায় (Fatal Pickup van accident takes place in kharagpur )।

3-boys-die-in-a-road-accident-in-kharagpur
পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, গুরুতর আহত এক
author img

By

Published : Jan 4, 2022, 1:21 PM IST

Updated : Jan 4, 2022, 2:17 PM IST

খড়গপুর, 4 জানুয়ারি : পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, আহত 1 । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা এলাকায় (Fatal Pickup van accident takes place in kharagpur )। মঙ্গলবার সকালে এই এলাকার একটি মাঠে খেলাধুলা করছিল কিছু বাচ্চা ৷ সে সময় হঠাৎই একটি ছাগল ভর্তি পিকআপ ভ্যান পিছন থেকে এসে চারজনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, অন্য বাচ্চাটিকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি কারণে তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয় ৷ অন্য়দিকে পিকআপ ভ্যানটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন ৷

স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করতে হবে ৷ ছাগল বোঝাই পিকআপ ভ্যানটিকে ঘিরে ধরে ভাঙচুরও চালান তাঁরা ৷ এক নাতি ও নাতনিকে হারানো সেখ জাভেদ জানান, এলাকার একটি মাংসের দোকানে ছাগল যোগান দিতেই এসেছিল ওই পিক আপ ভ্যানটি ৷ গ্রামের ভিতরের এই রাস্তায় এখন নির্বিচারে চলছে দশ চাকার লড়ি ও আন্যান্য যানবাহন ৷ যার ফলেই বাড়ছে বিপদের সম্ভবনা ৷

পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের

আরও পড়ুন : দুর্গাপুরে বাস দুর্ঘটনা, আহত 20 যাত্রী

পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জাভেদ । তাঁর বক্তব্য, পুলিশকে টাকা দিয়ে ব্যবসা করে চলেছেন ব্যবসায়ীরা ৷ স্থানীয় ওই মাংসের দোকানের কারণেই বড় গাড়ি আসে গ্রামে ৷ আর তাঁদের ব্যবসার জন্যই আজকে এত বড় ঘটনা ঘটে গেল ।

খড়গপুর, 4 জানুয়ারি : পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, আহত 1 । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা এলাকায় (Fatal Pickup van accident takes place in kharagpur )। মঙ্গলবার সকালে এই এলাকার একটি মাঠে খেলাধুলা করছিল কিছু বাচ্চা ৷ সে সময় হঠাৎই একটি ছাগল ভর্তি পিকআপ ভ্যান পিছন থেকে এসে চারজনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, অন্য বাচ্চাটিকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি কারণে তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয় ৷ অন্য়দিকে পিকআপ ভ্যানটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন ৷

স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করতে হবে ৷ ছাগল বোঝাই পিকআপ ভ্যানটিকে ঘিরে ধরে ভাঙচুরও চালান তাঁরা ৷ এক নাতি ও নাতনিকে হারানো সেখ জাভেদ জানান, এলাকার একটি মাংসের দোকানে ছাগল যোগান দিতেই এসেছিল ওই পিক আপ ভ্যানটি ৷ গ্রামের ভিতরের এই রাস্তায় এখন নির্বিচারে চলছে দশ চাকার লড়ি ও আন্যান্য যানবাহন ৷ যার ফলেই বাড়ছে বিপদের সম্ভবনা ৷

পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের

আরও পড়ুন : দুর্গাপুরে বাস দুর্ঘটনা, আহত 20 যাত্রী

পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জাভেদ । তাঁর বক্তব্য, পুলিশকে টাকা দিয়ে ব্যবসা করে চলেছেন ব্যবসায়ীরা ৷ স্থানীয় ওই মাংসের দোকানের কারণেই বড় গাড়ি আসে গ্রামে ৷ আর তাঁদের ব্যবসার জন্যই আজকে এত বড় ঘটনা ঘটে গেল ।

Last Updated : Jan 4, 2022, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.