ETV Bharat / state

মেদিনীপুরে এটিএম থেকে হাপিস 1.22 কোটি, পুলিশের জালে 3

author img

By

Published : Jul 21, 2021, 1:29 PM IST

পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) এটিএম (ATM) থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল দুষ্কৃতীরা । খোয়া যায় 1 কোটি 21 লাখ 84 হাজার টাকা ৷ তাই কোতওয়ালি থানার দ্বারস্থ হয় এটিএম কর্তৃপক্ষ ৷ এরপর গ্রেফতার করা হয় তিনজনকে ৷

3-arrested-in-atm-fraud-case-at-west-midnapore
মেদিনীপুরে এটিএম থেকে হাপিস 1.22 কোটি, পুলিশের জালে 3

মেদিনীপুর, 21 জুলাই : দিনের পর দিন এটিএম (ATM) থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা । খোয়া যাওয়া 1 কোটি 21 লাখ 84 হাজার টাকা ফেরত পেতে অবশেষে এটিএম কর্তৃপক্ষ দ্বারস্থ হয় পুলিশ প্রশাসনের ৷ পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কোতওয়ালি থানার পুলিশের অভিযানে ধরা পড়েছে তিন দুষ্কৃতী । তাদের মেদিনীপুর আদালতে তোলা হলে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

অভিযোগ, গত মাস খানেক ধরে এটিএম-এর টাকার হিসেব মিলছিল না ৷ রোজই কম টাকা থাকায়, পুলিশের দ্বারস্থ হয়েছিল ব্যাঙ্ক এটিএম এজেন্সি কর্তৃপক্ষ । এর পর তদন্তে নামে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ । অভিযান চালিয়ে মেদিনীপুর থেকে মোট তিন জনকে গ্রেফতার করা হয় ।

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের এটিএম-এ টাকা ঢোকানোর সময়ে এজেন্সির কর্মীরাই টাকা সরিয়ে দিচ্ছিল । ফলে হিসেব মিলছিল না গত এক মাস ধরে । এক মাসে সাফ হয়ে গিয়েছে প্রায় 1 কোটি 22 লাখ টাকা । সেই টাকা উদ্ধারের জন্য এটিএম কর্তৃপক্ষ কোতওয়ালি থানার দ্বারস্থ হয় ।

এরপর পুলিশ কেশপুর ও মেদিনীপুরের আবাস এলাকায় অভিযান চালিয়ে সুদীপ ঘোষ ও শুভদীপ কুলোভি নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে । পরে অভিযান চালিয়ে জুগনিতলা থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ প্রশাসন । ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডে চায় পুলিশ ৷ তবে আদালত 9 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে ।

এই ঘটনার পেছনে আরও বড় কোনও মাথা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ৷ তাদের খোঁজ পেতে তল্লাশি শুরু হয়েছে ।

মেদিনীপুর, 21 জুলাই : দিনের পর দিন এটিএম (ATM) থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা । খোয়া যাওয়া 1 কোটি 21 লাখ 84 হাজার টাকা ফেরত পেতে অবশেষে এটিএম কর্তৃপক্ষ দ্বারস্থ হয় পুলিশ প্রশাসনের ৷ পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কোতওয়ালি থানার পুলিশের অভিযানে ধরা পড়েছে তিন দুষ্কৃতী । তাদের মেদিনীপুর আদালতে তোলা হলে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

অভিযোগ, গত মাস খানেক ধরে এটিএম-এর টাকার হিসেব মিলছিল না ৷ রোজই কম টাকা থাকায়, পুলিশের দ্বারস্থ হয়েছিল ব্যাঙ্ক এটিএম এজেন্সি কর্তৃপক্ষ । এর পর তদন্তে নামে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ । অভিযান চালিয়ে মেদিনীপুর থেকে মোট তিন জনকে গ্রেফতার করা হয় ।

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের এটিএম-এ টাকা ঢোকানোর সময়ে এজেন্সির কর্মীরাই টাকা সরিয়ে দিচ্ছিল । ফলে হিসেব মিলছিল না গত এক মাস ধরে । এক মাসে সাফ হয়ে গিয়েছে প্রায় 1 কোটি 22 লাখ টাকা । সেই টাকা উদ্ধারের জন্য এটিএম কর্তৃপক্ষ কোতওয়ালি থানার দ্বারস্থ হয় ।

এরপর পুলিশ কেশপুর ও মেদিনীপুরের আবাস এলাকায় অভিযান চালিয়ে সুদীপ ঘোষ ও শুভদীপ কুলোভি নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে । পরে অভিযান চালিয়ে জুগনিতলা থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ প্রশাসন । ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডে চায় পুলিশ ৷ তবে আদালত 9 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে ।

এই ঘটনার পেছনে আরও বড় কোনও মাথা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ৷ তাদের খোঁজ পেতে তল্লাশি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.