ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা বাইকের, মৃত 2 - দীনেশ মিস্ত্রি

রাতে ফাঁকা রাস্তায় বাইকের গতি অনেকটাই বেশি ছিল ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তা ট্রাকের পিছনে ধাক্কা মারলে দু’জনেই রাস্তায় পড়ে যান ৷ ঘটনাস্থানেই তাঁদের মৃত্য়ু হয় ৷

2_person_die_deu_to_bike_accident_in_west_midnapur_chandrakona
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা বাইকের, ঘটনাস্থলেই মৃত্য়ু 2 আরোহীর
author img

By

Published : Nov 17, 2020, 1:52 PM IST

চন্দ্রকোণা 17 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই বাইক আরোহীর ৷ গতরাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷

গতরাতে সুমন দাস ও দীনেশ মিস্ত্রি বাইকে করে গড়বেতার রাজলক্ষ্মী কলোনির বাড়িতে ফিরছিলেন ৷ সুমন দাসের বাড়ি কলকাতায় ৷ তিনি সম্প্রতি গড়বেতায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন ৷ পুলিশ জানিয়েছে, রাতে ফাঁকা রাস্তায় বাইকের গতি অনেকটাই বেশি ছিল ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তা ট্রাকের পিছনে ধাক্কা মারলে দু’জনেই রাস্তায় পড়ে যান ৷ ঘটনাস্থানেই তাঁদের মৃত্য়ু হয় ৷

চন্দ্রকোণা থানার পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ পুলিশ ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে ৷

চন্দ্রকোণা 17 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই বাইক আরোহীর ৷ গতরাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷

গতরাতে সুমন দাস ও দীনেশ মিস্ত্রি বাইকে করে গড়বেতার রাজলক্ষ্মী কলোনির বাড়িতে ফিরছিলেন ৷ সুমন দাসের বাড়ি কলকাতায় ৷ তিনি সম্প্রতি গড়বেতায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন ৷ পুলিশ জানিয়েছে, রাতে ফাঁকা রাস্তায় বাইকের গতি অনেকটাই বেশি ছিল ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তা ট্রাকের পিছনে ধাক্কা মারলে দু’জনেই রাস্তায় পড়ে যান ৷ ঘটনাস্থানেই তাঁদের মৃত্য়ু হয় ৷

চন্দ্রকোণা থানার পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷ পুলিশ ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.