চন্দ্রকোনা, 3 জুন: বাইকের টুলবক্স থেকে উদ্ধার হল 12 রাউন্ড গুলি । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত খুড়শি গ্রামের ঘটনা । এই ঘটনায় সজল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ । সজল এলাকায় CPI(M) আশ্রিত দুষ্কৃতী হিসেবেই পরিচিত ।
গতরাত 8টা নাগাদ নাগাদ খুড়শির তৃণমূলের দলীয় কার্যালয়ের সমানে চায়ের দোকানে দুই ব্যক্তির কথা শুনে সন্দেহ হয় অন্যদের । তাদের চেপে ধরতেই দোকানের সামনে থাকা একটি বাইকের টুলবক্সের ভিতরে রাখা ব্যাগ থেকে উদ্ধার হয় 12 রাউন্ড গুলি । একজনকে হাতেনাতে ধরা গেলেও অন্যজন পালিয়ে যায় । খবর পেয়ে জড়ো হন গ্রামবাসীরা । বাইক সমেত ওই ব্যক্তিকে আটকে রাখা হয় । খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় । পুলিশ এসে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে ।
পরে পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সজল খান (38) । বাড়ি কোল্লা গ্রামে । ঘটনার তদন্ত চলছে ।
নাজির হোসেন খান নামে এক গ্রামবাসী বলেন, "আমি জানি সজল বন্দুকের ব্যবসা করে । CPI(M)-এর আমল থেকে বন্দুক বেচা-কেনা করে । CPI(M)-এর হার্মাদ । "