ETV Bharat / state

কথা শুনে সন্দেহ গ্রামবাসীদের, বাক্স থেকে উদ্ধার গুলি

চন্দ্রকোনার খুড়শি গ্রামে একটি বাইকের টুলবক্স থেকে উদ্ধার 12 রাউন্ড গুলি । গ্রেপ্তার এক ব্যক্তি ।

উদ্ধার 12 রাউন্ড গুলি
author img

By

Published : Jun 3, 2019, 12:47 PM IST

Updated : Jun 3, 2019, 1:14 PM IST

চন্দ্রকোনা, 3 জুন: বাইকের টুলবক্স থেকে উদ্ধার হল 12 রাউন্ড গুলি । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত খুড়শি গ্রামের ঘটনা । এই ঘটনায় সজল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ । সজল এলাকায় CPI(M) আশ্রিত দুষ্কৃতী হিসেবেই পরিচিত ।

গতরাত 8টা নাগাদ নাগাদ খুড়শির তৃণমূলের দলীয় কার্যালয়ের সমানে চায়ের দোকানে দুই ব্যক্তির কথা শুনে সন্দেহ হয় অন্যদের । তাদের চেপে ধরতেই দোকানের সামনে থাকা একটি বাইকের টুলবক্সের ভিতরে রাখা ব্যাগ থেকে উদ্ধার হয় 12 রাউন্ড গুলি । একজনকে হাতেনাতে ধরা গেলেও অন্যজন পালিয়ে যায় । খবর পেয়ে জড়ো হন গ্রামবাসীরা । বাইক সমেত ওই ব্যক্তিকে আটকে রাখা হয় । খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় । পুলিশ এসে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে ।

পরে পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সজল খান (38) । বাড়ি কোল্লা গ্রামে । ঘটনার তদন্ত চলছে ।

নাজির হোসেন খান নামে এক গ্রামবাসী বলেন, "আমি জানি সজল বন্দুকের ব্যবসা করে । CPI(M)-এর আমল থেকে বন্দুক বেচা-কেনা করে । CPI(M)-এর হার্মাদ । "

চন্দ্রকোনা, 3 জুন: বাইকের টুলবক্স থেকে উদ্ধার হল 12 রাউন্ড গুলি । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত খুড়শি গ্রামের ঘটনা । এই ঘটনায় সজল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ । সজল এলাকায় CPI(M) আশ্রিত দুষ্কৃতী হিসেবেই পরিচিত ।

গতরাত 8টা নাগাদ নাগাদ খুড়শির তৃণমূলের দলীয় কার্যালয়ের সমানে চায়ের দোকানে দুই ব্যক্তির কথা শুনে সন্দেহ হয় অন্যদের । তাদের চেপে ধরতেই দোকানের সামনে থাকা একটি বাইকের টুলবক্সের ভিতরে রাখা ব্যাগ থেকে উদ্ধার হয় 12 রাউন্ড গুলি । একজনকে হাতেনাতে ধরা গেলেও অন্যজন পালিয়ে যায় । খবর পেয়ে জড়ো হন গ্রামবাসীরা । বাইক সমেত ওই ব্যক্তিকে আটকে রাখা হয় । খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় । পুলিশ এসে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে ।

পরে পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সজল খান (38) । বাড়ি কোল্লা গ্রামে । ঘটনার তদন্ত চলছে ।

নাজির হোসেন খান নামে এক গ্রামবাসী বলেন, "আমি জানি সজল বন্দুকের ব্যবসা করে । CPI(M)-এর আমল থেকে বন্দুক বেচা-কেনা করে । CPI(M)-এর হার্মাদ । "

বেশ কয়েক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শি গ্রামে। স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার রাত ৮ টা নাগাদ খুড়শি গ্রামের তৃনমুল পার্টি অফিসের সামনে চায়ের দোকানে কয়েকজন ব্যক্তির কথপোকথনে সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন চাপ দিতেই বাইকে থাকা টুলবক্সের ভিতর ব্যাগ থেকে উদ্ধার হয় নতুন বেশ কয়েক রাউন্ড গুলি। একজনকে হাতেনাতে ধরে ফেললেও সাথে থাকা অপরজন পালিয়ে যায়। ঘটনায় গ্রামের মানুষ জড়ো হয়ে বাইক সমেত ওই ব্যক্তিকে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি সহ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঠিক কতো রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সেবিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে চাইনি। পুলিশ সূত্রে জানাযায়,ধৃত ব্যক্তির নাম সজল খাঁন(৩৮),ধৃতের বাড়ি চন্দ্রকোনা থানার কোল্লা গ্রামে। কি উদ্দেশ্য এতো রাউন্ড গুলি বাইকে করে নিয়ে যাচ্ছিলো,কোথা থেকেই বা গুলি ধৃতের কাছে এলো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নাজির হুসেন খাঁন সহ খুড়শি গ্রামের বাসিন্দাদের অভিযোগ,ধৃত সজল ঘোষ পাশের গ্রাম কোল্লায় বাড়ি ,ধৃত ব্যক্তি বরাবরই ওই এলাকায় সিপিএমের দুস্কৃতি বলেই পরিচিত। এর আগেও একবার অস্ত্র সহ সজল ঘোষের এক সঙ্গি ধরা পড়েছিলো। সজল ঘোষ একজন অস্ত্রশস্ত্রের কারবারি,গুলি বন্দুক এসবের কারবার করে থাকে এমনই দাবী স্থানীয়দের। পুলিশ স্থানীয়দের বক্তব্যকে গুরুত্ব দিয়েই গোটা ঘটনার তদন্তে নেমেছে। রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ব্যক্তি সমেত কয়েক রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
Last Updated : Jun 3, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.