ETV Bharat / state

শান্তিনিকেতনে ভাঙচুরের ঘটনায় আসানসোলে প্রতিবাদ যুব মোর্চার - শান্তিনিকেতন

বিশ্বভারতী চত্বরে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে ধরনা যুব মোর্চার সদস্যরা । প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তাঁরা বিক্ষোভে যোগ দেন ।

BJYM
author img

By

Published : Aug 19, 2020, 6:42 PM IST

আসানসোল, 19 অগাস্ট : শান্তিনিকেতনে ভাঙচুরের ঘটনায় পথে নামল যুব মোর্চা । আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে যুব মোর্চার তরফে আজ বিক্ষোভ দেখানো হয় ।

বিশ্বভারতী চত্বরে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে রাস্তায় ধরনায় বসেন যুব মোর্চার সদস্যরা । প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তাঁরা বিক্ষোভে যোগ দেন । এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায় ।

তিনি বলেন, “শান্তিনিকেতনের ঘটনায় পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট হয়েছে । মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল শান্তিনিকেতনকেও ছাড়ল না । পরিকল্পিতভাবে গুন্ডামি করে দুবরাজপুরের বিধায়ক দলের লোকেদের নিয়ে গিয়ে বিশ্বভারতী চত্বরে ভাঙচুর চালিয়েছে এবং বিশ্বভারতীর সম্পত্তি নষ্ট করেছে । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্বর । সোমবার প্রায় আড়াই ঘণ্টা রীতিমতো তাণ্ডব চলে শান্তিনিকেতনজুড়ে । ভেঙে দেওয়া হয় প্রাচীর, ক্যাম্প অফিস, গেট । এই ঘটনা সমর্থন করছেন না আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশ ।

আসানসোল, 19 অগাস্ট : শান্তিনিকেতনে ভাঙচুরের ঘটনায় পথে নামল যুব মোর্চা । আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে যুব মোর্চার তরফে আজ বিক্ষোভ দেখানো হয় ।

বিশ্বভারতী চত্বরে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে রাস্তায় ধরনায় বসেন যুব মোর্চার সদস্যরা । প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তাঁরা বিক্ষোভে যোগ দেন । এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন যুব মোর্চার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অরিজিৎ রায় ।

তিনি বলেন, “শান্তিনিকেতনের ঘটনায় পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট হয়েছে । মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল শান্তিনিকেতনকেও ছাড়ল না । পরিকল্পিতভাবে গুন্ডামি করে দুবরাজপুরের বিধায়ক দলের লোকেদের নিয়ে গিয়ে বিশ্বভারতী চত্বরে ভাঙচুর চালিয়েছে এবং বিশ্বভারতীর সম্পত্তি নষ্ট করেছে । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্বর । সোমবার প্রায় আড়াই ঘণ্টা রীতিমতো তাণ্ডব চলে শান্তিনিকেতনজুড়ে । ভেঙে দেওয়া হয় প্রাচীর, ক্যাম্প অফিস, গেট । এই ঘটনা সমর্থন করছেন না আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.