ETV Bharat / state

কোরোনা সন্দেহে একমাস গৃহবন্দী, তেহরান থেকে দেশে ফিরছেন দুর্গাপুরের যুবক - durgapur youth suspected of corona virus

আজ দুপুরে দিল্লি বিমানবন্দরে নামবেন দুর্গাপুরের বিকাশ দাস । তারপর দিল্লি কিংবা রাজস্থানে পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 18, 2020, 1:41 PM IST

Updated : Mar 18, 2020, 3:52 PM IST

দুর্গাপুর, 18 মার্চ : কোরোনা সন্দেহে একমাস গৃহবন্দী ছিলেন । আজ তেহরান থেকে দেশে ফিরছেন দুর্গাপুরের বিকাশ দাস । আপাতত দিল্লি কিংবা রাজস্থানে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে বিকাশকে ।

কয়েকদিন আগেই তেহরান থেকে বাড়ি ফেরার জন্য মুখ্যমন্ত্রীকে ভিডিয়ো বার্তায় আবেদন জানান তিনি । আজ সকাল দশটা নাগাদ দেশে ফেরার জন্য বিশেষ বিমানে ওঠেন বিকাশ । বিকাশের বাবা বিষ্ণুপদ দাস জানান ," উদ্বেগ আর আতঙ্কে কেটেছে কয়েকটা দিন । ছেলেকে গৃহবন্দী দশায় দেখে খুব কষ্ট পাচ্ছিলাম । আজ সে দেশে ফিরছে । ছেলে জানিয়েছে তাদেরকে রাজস্থান অথবা দিল্লিতে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে । গতকাল তেহরানে আমার ছেলের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় । সে যে কোরোনা ভাইরাসে আক্রান্ত নয় তাও জানিয়ে দেওয়া হয়েছে । তবুও যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরছে, উদ্বেগে আছি ।"

তেহরান থেকে দেশে ফিরছেন দুর্গাপুরের বিকাশ দাস

বিকাশের মা রিনাদেবী বলেন, "আজ একটু ভালো লাগছে । তাকে আর গৃহবন্দী অবস্থায় কাটাতে হবে না ।"

দুর্গাপুর, 18 মার্চ : কোরোনা সন্দেহে একমাস গৃহবন্দী ছিলেন । আজ তেহরান থেকে দেশে ফিরছেন দুর্গাপুরের বিকাশ দাস । আপাতত দিল্লি কিংবা রাজস্থানে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে বিকাশকে ।

কয়েকদিন আগেই তেহরান থেকে বাড়ি ফেরার জন্য মুখ্যমন্ত্রীকে ভিডিয়ো বার্তায় আবেদন জানান তিনি । আজ সকাল দশটা নাগাদ দেশে ফেরার জন্য বিশেষ বিমানে ওঠেন বিকাশ । বিকাশের বাবা বিষ্ণুপদ দাস জানান ," উদ্বেগ আর আতঙ্কে কেটেছে কয়েকটা দিন । ছেলেকে গৃহবন্দী দশায় দেখে খুব কষ্ট পাচ্ছিলাম । আজ সে দেশে ফিরছে । ছেলে জানিয়েছে তাদেরকে রাজস্থান অথবা দিল্লিতে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে । গতকাল তেহরানে আমার ছেলের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় । সে যে কোরোনা ভাইরাসে আক্রান্ত নয় তাও জানিয়ে দেওয়া হয়েছে । তবুও যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরছে, উদ্বেগে আছি ।"

তেহরান থেকে দেশে ফিরছেন দুর্গাপুরের বিকাশ দাস

বিকাশের মা রিনাদেবী বলেন, "আজ একটু ভালো লাগছে । তাকে আর গৃহবন্দী অবস্থায় কাটাতে হবে না ।"

Last Updated : Mar 18, 2020, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.