চিত্তরঞ্জন, 28জুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে গণপ্রহার। অভিযোগ, বেধড়ক মারধরের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চিত্তরঞ্জনের সিমজুড়ি লাগোয়া মিহিজামের ডাঙালপাড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শম্ভু বাউরি (35) নামে ওই যুবকের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। অভিযোগ, এরপরেও চিত্তরঞ্জনের DV বয়েজ স্কুলের কাছে থাকা এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে শম্ভু। ওই মহিলারও দুই সন্তান আছে। এই সম্পর্ক জানাজানি হওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তিও লেগে থাকত। ওই মহিলা ও তাঁর দুই সন্তানকে নিয়ে ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে চলে যান শম্ভু। গতকাল ওই মহিলাকে নিয়ে ফিরে আবারও ফিরে আসেন তিনি। খবর জানাজনি হতেই শম্ভুর স্ত্রীর বাড়ির লোকেরা চড়াও হয় তাঁর ওপর। অভিযোগ, এরপরেই শম্ভুকে বেধড়ক মারধর শুরু করে তারা। মারধরের চোটে জ্ঞান হারায় শম্ভু। ওই অবস্থাতেই সিমজুড়ির বাড়িতে শম্ভুর স্ত্রীর কাছে রেখে আসে। কিন্তু, সারা রাতে জ্ঞান না আসায় সকালে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয় হয় শম্ভুকে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে জামতাড়া থানার পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।