ETV Bharat / state

বন্ধ গাড়িতে যুবক-মহিলার অর্ধনগ্ন দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা - Women

দুর্গাপুরের বিজন ডেভিড হেয়ারে বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুবক-মহিলার মৃতদেহ ।

কৌশিক গোস্বামী ও কাবেরী ভট্টাচার্য
author img

By

Published : May 30, 2019, 1:43 PM IST

Updated : May 30, 2019, 1:51 PM IST

দুর্গাপুর, 30 মে : বন্ধ ছিল গ্যারেজ । কিন্তু ভেতর থেকে ক্রমাগত ভেসে আসছিল ইঞ্জিনের শব্দ । আর তাতেই সন্দেহ হয় স্থানীয় মানুষজনের । খবর দেওয়া হয় পুলিশে । দেওয়াল ভেঙে ভেতরে ঢুকতেই চোখ ছানাবড়া সকলের । দেখেন গাড়ির ভিতরে আবদ্ধ দু'জন । গাড়ির সামনে যেতে স্পষ্ট হয় ছবিটা । চালু রয়েছে ইঞ্জিন । শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িটির দরজা-জানালা-কাচ সব বন্ধ ।

সন্দেহের বসেই গাড়ির দরজা ভাঙেন পুলিশ কর্মীরা । উদ্ধার হয় এক যুবক ও মহিলার দেহ । প্রায় অর্ধনগ্ন অবস্থায় । গাড়ির AC-ও বন্ধ । ঘটনাটি দুর্গাপুরের বিজন ডেভিড হেয়ারের ।

জানা যায়, দুর্গাপুর ইস্পাত কারখানায় 8 মাস আগে বাবার চাকরি পেয়েছিল কৌশিক গোস্বামী (28)। এরপরই ডেভিড হেয়ারের 10/36 ইস্পাত আবাসনে থাকতে শুরু করেন তিনি । সেখানেই থাকতেন কাবেরী ভট্টাচার্য (45) । কাবেরীর সঙ্গে কৌশিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । কাবেরীর স্বামী দমকল বিভাগে চাকরি করেন । মেয়ে স্নাতক স্তরে পড়াশুনো করছে ।

স্থানীয়রা জানাচ্ছেন, গতকাল সন্ধ্যায় শেষ দেখা যায় কাবেরীকে । একই সময়ে দেখা গিয়েছিল কৌশিকে । তারপর আজ সকালে বন্ধ গাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া যায় কাবেরী ও কৌশিকে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের । কোনও কারণে গাড়ির AC বন্ধ হয়ে যায় । গাড়ির দরজা বন্ধ থাকায় গরম বাতাস বাইরে বেরিয়ে আসতে পারেনি । গাড়ির ভেতরে কার্বন-মনোক্সাইড ছড়িয়ে পড়ে । প্রাথমিকভাবে শ্বাসরোধ হয়ে মৃত্যু মনে হলেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে । ঘটনাটি খুন কি না তাও স্পষ্ট নয় । দেহদুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ।

ছেলের এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানতেন বলে দাবি কৌশিকের বাবা কানন গোস্বামীর । আসানসোল দুর্গাপুরের DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন, "ঘটনাটি গত রাতের । আমরা জানতে পেরে দেহ দুটি উদ্ধার করেছি । ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ । "

দুর্গাপুর, 30 মে : বন্ধ ছিল গ্যারেজ । কিন্তু ভেতর থেকে ক্রমাগত ভেসে আসছিল ইঞ্জিনের শব্দ । আর তাতেই সন্দেহ হয় স্থানীয় মানুষজনের । খবর দেওয়া হয় পুলিশে । দেওয়াল ভেঙে ভেতরে ঢুকতেই চোখ ছানাবড়া সকলের । দেখেন গাড়ির ভিতরে আবদ্ধ দু'জন । গাড়ির সামনে যেতে স্পষ্ট হয় ছবিটা । চালু রয়েছে ইঞ্জিন । শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িটির দরজা-জানালা-কাচ সব বন্ধ ।

সন্দেহের বসেই গাড়ির দরজা ভাঙেন পুলিশ কর্মীরা । উদ্ধার হয় এক যুবক ও মহিলার দেহ । প্রায় অর্ধনগ্ন অবস্থায় । গাড়ির AC-ও বন্ধ । ঘটনাটি দুর্গাপুরের বিজন ডেভিড হেয়ারের ।

জানা যায়, দুর্গাপুর ইস্পাত কারখানায় 8 মাস আগে বাবার চাকরি পেয়েছিল কৌশিক গোস্বামী (28)। এরপরই ডেভিড হেয়ারের 10/36 ইস্পাত আবাসনে থাকতে শুরু করেন তিনি । সেখানেই থাকতেন কাবেরী ভট্টাচার্য (45) । কাবেরীর সঙ্গে কৌশিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । কাবেরীর স্বামী দমকল বিভাগে চাকরি করেন । মেয়ে স্নাতক স্তরে পড়াশুনো করছে ।

স্থানীয়রা জানাচ্ছেন, গতকাল সন্ধ্যায় শেষ দেখা যায় কাবেরীকে । একই সময়ে দেখা গিয়েছিল কৌশিকে । তারপর আজ সকালে বন্ধ গাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া যায় কাবেরী ও কৌশিকে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের । কোনও কারণে গাড়ির AC বন্ধ হয়ে যায় । গাড়ির দরজা বন্ধ থাকায় গরম বাতাস বাইরে বেরিয়ে আসতে পারেনি । গাড়ির ভেতরে কার্বন-মনোক্সাইড ছড়িয়ে পড়ে । প্রাথমিকভাবে শ্বাসরোধ হয়ে মৃত্যু মনে হলেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে । ঘটনাটি খুন কি না তাও স্পষ্ট নয় । দেহদুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ।

ছেলের এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানতেন বলে দাবি কৌশিকের বাবা কানন গোস্বামীর । আসানসোল দুর্গাপুরের DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন, "ঘটনাটি গত রাতের । আমরা জানতে পেরে দেহ দুটি উদ্ধার করেছি । ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ । "

Intro:দুর্গাপুরে গাড়ির ভেতরে রহস্যময় মৃত্যু এক যুবক এবং এক মহিলার। বুধবার গভীর রাতে গ্যারেজ ভেঙ্গে গাড়ির ভেতর থেকে এই যুবক এবং মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করে এলাকার মানুষ এবং দুর্গাপুর থানার পুলিশ। চাঞ্চল্য দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত নগরী ডেভিড হেয়ার এর 10/36 ইস্পাত আবাসনের এর বাসিন্দা কৌশিক গোস্বামী ওরফে রানা এবং ডেভিড হেয়ারের বাসিন্দা এক মহিলা কাবেরী ভট্টাচার্য এই দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে সূত্র ধরে। বুধবার রাতে কৌশিক ভট্টাচার্য্য এর গ্যারেজে থাকা সুইফট গাড়ির ভেতরে এই দুজনের মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু কিভাবে মৃত্যু হলো দুজনের? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে কৌশিক এবং কাবেরী এই দুজন গাড়ির ভেতরে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। গাড়ি চালু অবস্থায় ছিল এবং গাড়ির ভেতরে এসি চলছিল।কিন্তু এসি হঠাৎ বিকল হওয়ার কারণে দুজনের শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়। কিন্তু পুলিশের তত্ত্ব মেনে নিতে নারাজ এলাকার বহু মানুষ। তারা বলছেন গাড়ির দরজা কিন্তু খোলা ছিল। তাহলে কিভাবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হল? রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্ত হবে। দুর্গাপুর ইস্পাত কারখানায় ৮ মাস আগে বাবার চাকরি পেয়েছিল কৌশিক গোস্বামী। তার বাবা শারীরিকভাবে অসুস্থ কানন গোস্বামী জানালেন"আমরা কিছুই জানতাম না।"" কৌশিক ঘোষ স্বামীর সাথে কাবেরী ভট্টাচার্যের বিবাহ বহির্ভূত যে একটা সম্পর্ক ছিল তা কিন্তু স্পষ্ট কৌশিক এর থেকে বয়সে অনেক বড় কাবেরী দেবীর সাথে বুধবার রাতে গাড়ির গ্যারেজে গাড়ির ভেতরে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় গাড়ি বিকল হওয়ার কারণে কি তাদের মৃত্যু হল? নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে? বন্ধ গ্যারেজের ভেতরে গাড়ি চালু থাকার আওয়াজ পাওয়ার কারণে এলাকাবাসীর সন্দেহ হয় তারপর এই এলাকার মানুষ ও পুলিশ গ্যারেজের দেওয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে দেহ দুটি উদ্ধার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসিপি(পুর্ব) অভিষেক মোদী জানান "" গতকাল রাতের ঘটনা আমরা জেনে দেহ দুটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর জানা যাবে তাদের মৃত্যুর কারণ। পুলিশ ঘটনার তদন্ত করছে।""Body:KpiConclusion:Kpi
Last Updated : May 30, 2019, 1:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.