ETV Bharat / state

মুম্বই থেকে লরিতে বাড়ি ফেরার চেষ্টা শ্রমিকদের, বাংলা সীমান্তে বাধা পুলিশের

লরি করে বাড়ি ফেরার চেষ্টা পরিযায়ী শ্রমিকদের । তবে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত থেকে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ ।

মুম্বই থেকে লরিতে বাড়ি ফেরার চেষ্টা শ্রমিকদের
মুম্বই থেকে লরিতে বাড়ি ফেরার চেষ্টা শ্রমিকদের
author img

By

Published : May 16, 2020, 7:34 PM IST

আসানসোল, 16 মে : গোটা লরিটিই প্লাস্টিক দিয়ে ভালো করে মোড়া । দেখে মনে হবে কোনও পণ্য বোঝাই করে গন্তব্যে যাচ্ছে লরিটি । এক রাজ্যের পর আর এক রাজ্য, মহারাষ্ট্রের মুম্বই থেকে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে এসে পৌঁছায় লরি । কিন্তু, বাধ সাধে পুলিশি তল্লাশি । সীমান্তে গাড়ির পরীক্ষা ও তল্লাশি করতেই বেরিয়ে পড়ে আসল সত্য । গাড়িতে কোনও পণ্য নয়, রয়েছে মানুষ । সঙ্গে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় গাড়িটিকে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ ।

জানা গিয়েছে, ওই লরিতে উপস্থিত মানুষগুলি আসলে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক । বাংলা থেকে তারা সকলেই মুম্বইয়ে কাজ করতে গিয়েছিলেন । লকডাউনে বাড়ি ফিরতেই এভাবে লুকিয়ে পুরো রাস্তা এসেছেন তাঁরা । লকডাউনের কারণে ভিনরাজ্য বা ভিনজেলা থেকে আসা মানুষের উপর কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে । সঠিক কাগজপত্র দেখে স্বাস্থ্য পরীক্ষা করার পরই এ রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে । তবে, লরিতে আসা এই একদল পরিযায়ী শ্রমিকের কাছে কোনও কাগজ ছিল না । তাই লরি করে লুকিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা ।

এভাবেই গাদাগাদি করে লুকিয়ে লরি করে বাড়ি ফেরার চেষ্টায় পরিযায়ী শ্রমিকরা
এভাবেই গাদাগাদি করে লুকিয়ে লরি করে বাড়ি ফেরার চেষ্টায় পরিযায়ী শ্রমিকরা

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে পুলিশ পরীক্ষা করতে গেলেই দেখতে পায় লরির ভিতরে গাদাগাদি করে পরিযায়ী শ্রমিকরা বসে রয়েছে । এরকম দৃশ্য দেখে অবাক পুলিশও । তবে, তাঁদের কাছে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। ফিরিয়ে দেওয়া হয় ঝাড়খণ্ডের দিকে । শ্রমিকরা জানায়, লকডাউনের জেরে কাজ হারিয়েছেন । হাতে টাকা-পয়সাও নেই । তাই বাড়ি ফেরার তাড়া ।

আসানসোল, 16 মে : গোটা লরিটিই প্লাস্টিক দিয়ে ভালো করে মোড়া । দেখে মনে হবে কোনও পণ্য বোঝাই করে গন্তব্যে যাচ্ছে লরিটি । এক রাজ্যের পর আর এক রাজ্য, মহারাষ্ট্রের মুম্বই থেকে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে এসে পৌঁছায় লরি । কিন্তু, বাধ সাধে পুলিশি তল্লাশি । সীমান্তে গাড়ির পরীক্ষা ও তল্লাশি করতেই বেরিয়ে পড়ে আসল সত্য । গাড়িতে কোনও পণ্য নয়, রয়েছে মানুষ । সঙ্গে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় গাড়িটিকে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ ।

জানা গিয়েছে, ওই লরিতে উপস্থিত মানুষগুলি আসলে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক । বাংলা থেকে তারা সকলেই মুম্বইয়ে কাজ করতে গিয়েছিলেন । লকডাউনে বাড়ি ফিরতেই এভাবে লুকিয়ে পুরো রাস্তা এসেছেন তাঁরা । লকডাউনের কারণে ভিনরাজ্য বা ভিনজেলা থেকে আসা মানুষের উপর কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে । সঠিক কাগজপত্র দেখে স্বাস্থ্য পরীক্ষা করার পরই এ রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে । তবে, লরিতে আসা এই একদল পরিযায়ী শ্রমিকের কাছে কোনও কাগজ ছিল না । তাই লরি করে লুকিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা ।

এভাবেই গাদাগাদি করে লুকিয়ে লরি করে বাড়ি ফেরার চেষ্টায় পরিযায়ী শ্রমিকরা
এভাবেই গাদাগাদি করে লুকিয়ে লরি করে বাড়ি ফেরার চেষ্টায় পরিযায়ী শ্রমিকরা

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে পুলিশ পরীক্ষা করতে গেলেই দেখতে পায় লরির ভিতরে গাদাগাদি করে পরিযায়ী শ্রমিকরা বসে রয়েছে । এরকম দৃশ্য দেখে অবাক পুলিশও । তবে, তাঁদের কাছে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। ফিরিয়ে দেওয়া হয় ঝাড়খণ্ডের দিকে । শ্রমিকরা জানায়, লকডাউনের জেরে কাজ হারিয়েছেন । হাতে টাকা-পয়সাও নেই । তাই বাড়ি ফেরার তাড়া ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.